কথামালার রাজনীতি

বঙ্গবন্ধু পরাধীন দেশে বলেছিলেন- ‘তোমাদের যা যা আছে তা দিয়েই লড়াই করবে…ঘরে ঘরে দূর্গ গড়ে তোল’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বাধীনদেশে বললেন- ‘আপনারা কি হাতে চুড়ি পড়ে থাকেন, একটার বদলে দশটা লাশ চাই’

শেখ হাসিনা আবারো স্বাধীনদেশে বললেন- ‘লগি-বৈঠা নিয়ে সমাবেশস্থলে আসতে হবে’ (যদিও স্থলভূমিতে এইগুলার কেন প্রয়োজন পড়লো তা খোলাশা করেননি কিন্তু পরবর্তীতে এইগুলার যথার্থ ব্যবহার তার কর্মিরা করেছে একই দেশের মানুষদের সাপের মত মেরে)

একজন মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ সাদেক হোসেন খোকা স্বাধীনদেশে লগি-বৈঠার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বললেন- ‘আওয়ামী লীগকে এবার আবার লগি-বৈঠার তান্ডব দেখাতে আসলে, তাদের সমুচিত জবাব দেয়া হবে’- এইজন্যে সবাইকে দা-কুড়াল-বল্লম ইত্যাদি নিয়ে প্রস্তুতি নিতে বলেছেন।

অনুসিদ্ধান্তঃ কথামালার রাজনীতি বাংলাদেশে নতুন না। কিন্তু উপরের কোন মন্তব্যগুলা আসলেই জাতির জন্যে বেশি ক্ষতিকর হয়েছিলো তা সচেতন মানুষের কিন্তু ঠিকই বোঝা উচিত। ইন্টারেস্টিং বিষয় হলো শেখ হাসিনা এবং তার দলের নেতারা এইরকম আক্রমনাত্মক ভাষায় কথা বললেও বিরোধী দলের নেত্রী বা তার দলের নেতারা সেইভাবে পারেন না, আবার প্রচারমাধ্যমগুলোতেও সাদেক হোসেন খোকা যেভাবে ভিলেইন হোন, শেখ হাসিনা বা মোফাজ্জল চৌধুরী মায়া হোন না।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s