“কক্সবাজারের চকরিয়ায় ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেন বিরোধী নেতাকর্মীরা। মিছিল ছত্রভঙ্গ করতে বিজিবি-পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে দুই বিএনপি কর্মী ঘটনাস্থলেই নিহত হন। ”
মিছিলের উপর নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক আর স্বৈরাচারী। আর গুলি করে হত্যা, স্রেফ খুন। জনগনের করের পয়সায় কেনা বন্দুক দিয়ে জনগনের সেবায় নিযুক্ত সরকারের বেতুন্ভুক্ত পুলিশ, র্যাব, বি জি বি কে ব্যবহার করে যে রাজনৈতিক দল গ্রেপ্তার-হত্যা-নির্যাতন চালাচ্ছে, তাদের বিচার চাওয়া কি আমাদের স্বাধীনতার চেতনা না?
http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMTBfMjZfMTNfMV8xXzFfODA4OTM%3D
আমি প্রত্যেকটা হত্যার বিচার চাই, প্রত্যেকটা গুলির কৈফিয়ত চাই। যারা আজ নিশ্চুপে হত্যাকান্ড মেনে নিচ্ছেন, নাগরিক অধিকারকে বিসর্জন দিচ্ছেন-তারা শুধু একটা দানব্কেই শক্তিশালী করছেন। এই দানবই একদিন আপনার স্বাধীনভাবে বেচে থাকার অধিকারকে কেড়ে নিবে।