তিনদিন ব্যাপী বহু জল্পনা-কল্পনা এবং নাটকীয়তার পর অবশেষে সেই বহুল আকাংক্ষিত (মাননীয়া প্রধানমন্ত্রী ও মাননীয়া বিরোধী দলীয় নেত্রীর মধ্যেকার) ফোনালাপ অনুষ্ঠিত হলো কিছুক্ষন আগে (বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে)। এর আগে মাননীয়া প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছিলো যে দুপুরে মাননীয়া বিরোধী দলীয় নেত্রীর লালফোনে আধঘন্টা চেষ্ঠা করে কথা বলতে পারেন নি। অবশ্য পরে জানা যায় বিরোধী দলীয় নেত্রীর লালফোন বিকল ছিলো এবং তাই পারস্পরিক মাধ্যম থেকে সন্ধ্যায় কথার বলার ব্যাপার নিশ্চিত করা হয়।
ফোনালাপের পূর্নাংগ আউটকাম এখনো জানা যায়নি, তবে বিভিন্ন মিডিয়া সুত্র বলেছে যে মাননীয়া প্রধানমন্ত্রী, মাননীয়া বিরোধী দলীয় নেত্রীকে আগামী সোমবার গনভবনে নৈশভোজের দাওয়াত দিয়েছেন এবং একইসাথে হরতালের কর্মসূচী তুলে নেবার তাগিদ দিয়েছেন। আপাত দৃষ্টিতে আপাতত ‘বল’ মনে হচ্ছে বি এন পি এর কোর্টে গেলো। তবে বিরোধী দলীয় নেত্রীর জবাব এখনো জানা যায়নি।
আশা করি, দুই পক্ষের উইন-উইন অবস্থার মধ্যে দিয়ে জাতির আকাংক্ষা পূরন হবে।