দৈনিক প্রথম আলো মারফত জানা গেল যে জনপ্রিয় কণ্ঠশিল্পি, বেগম খালেদা জিয়ার ডাকা আন্দোলনের ফেইসবুক স্ট্যাটাস যোদ্ধা, ন্যান্সির বাসায় পুলিশ গিয়েছিল জামাত শিবির ও ছাত্রদলের সন্ধানে।
বিচার বুদ্ধি প্রয়োগ করলে পরে বুঝা গেল যে, ন্যান্সি ফেইসবুকে স্ট্যাটাস দিবার পর থেকেই ছাত্রদল ও শিবিরের সাথে তার সখ্য নিদারুণ ভাবে বেড়ে যাবার আশংকার কারনেই হয়তো হঠাত এই অভিযান।
তবে পুলিশের দাবী ন্যান্সির নিরাপত্তার কারনেই তারা এই অভিযান চালিয়েছেন। ন্যান্সি অবশ্য বলেছেন তার নিরাপত্তার দরকার নেই, একারণে পুলিশকে বাসায় ঢুকতে দেননি। পুরো ঘটনায় পুলিশের অভিমানী কণ্ঠস্বর নিবিড় ভাবে ধরা পড়েছে প্রথম আলোর নিউজে। ন্যান্সির আতঙ্কিত কণ্ঠস্বর প্রথম আলোর অভিজ্ঞ সম্পাদকের চোখে ফেইক মনে হওয়ায় মুল খবরে হয়তো স্থান পায়নি। সেই সাথে স্থান পায়নি একজন মিডিয়া কর্মীর আইনের হাতে বিপন্ন হওয়া নিয়ে কোন শংকা।
ডিজিটাল বাকশালের প্রযোজনায় এটি একটি অসাধারন মেমোরি হিসেবে থেকে যাবে নাগরিক মনে।
ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে, সেই সাথে প্রথম আলোর অসাধারণ সাংবাদিকতাকে।
Shk hasina is not good
hi democracy
Hasina is not good
Hasina is a dictator