বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও একটি দলের ষ্ট্র্যাটেজিক এনালাইসিস (পর্ব-২ এ দলের ষ্ট্র্যাটেজি ) by bdmylove

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও একটি দলের ষ্ট্র্যাটেজিক এনালাইসিস (পর্ব-২ঃ এ দলের ষ্ট্র্যাটেজি )

ভূমিকা

ষ্ট্র্যাটেজি এনালাইসিস সম্পর্কে আগের পর্বে (পর্ব-১) যে ধারণা আমরা পেয়েছি, এই পর্বে তাকে আমরা এ দলের ষ্ট্র্যাটেজি বোঝার কাজে ব্যাবহার করবো। এ দল সরকারী দল হওয়াতে সে রাষ্ট্রযন্ত্রকে নিজের সুবিধামত ব্যাবহারের সুযোগ পেয়েছে। তাই তাদের ষ্ট্র্যাটেজি ব্যাপকভাবে অফেন্সিভ এবং বহুমুখী। তারা রাষ্ট্রের সকল নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সাহায্য পাওয়ার কারণে তাদের কাছে সম্ভাব্য সকল তথ্য ও রিসোর্স আছে যার মাধ্যমে তারা ষ্ট্র্যাটেজি পরিকল্পনা ও বাস্তবায়ন সহযে করতে সক্ষম হয়েছে। তাদের এই বহুমূখী রিসোর্স থাকার কারণে তারা কিছু কার্যক্রম লোকচক্ষুর আড়ালে করতে সক্ষম হয়েছে। কিন্তু আশা করা যায় সঠিক এনালাইসিস করা হলে আমরা সেগুলো সনাক্ত করতে পারবো।

মূলমন্ত্র

অফেন্সিভ ষ্ট্র্যাটেজির মূলমন্ত্র হচ্ছে নিজের CG (Centre of Gravity) কে প্রতিপক্ষের আক্রমন থেকে রক্ষা করার পাশাপাশি সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষের CG কে ধ্বংস করা। CG কে ধ্বংস করার মাধ্যম হচ্ছে প্রতিপক্ষের CC (Critical Capability) গুলোকে আক্রমন করা। কিন্তু যেহেতু প্রতিপক্ষও তার CG কে রক্ষা করতে বদ্ধপরিকর থাকবে তাই খুজে বের করতে হবে প্রতিপক্ষের CV (Critical Vulnerabilities), যেগুলো তার CC গুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ দুর্বলতা কিংবা যেগুলোকে বিভিন্ন কারণে রক্ষা করা প্রতিপক্ষের সাধ্যের বাইরে। এরপর সব ধরনের পদ্ধতি ব্যবহার করে সেগুলোকে ধ্বংস, নিস্তেজ বা দুর্বল করতে হবে।

chess

এ ও বি দলের CG এনালাইসিস

          CG এনালাইসিস একটা অত্যন্ত সময়সাপেক্ষ ও জটিল প্রক্রিয়া যা সাধারণত একটা অভিজ্ঞ এনালাইসিস টিমের মাধ্যমে নানা পরীক্ষা নিরীক্ষার পর সম্পন্ন হয়। আমাদের জন্য সুখবর হচ্ছে আমরা ইতিমধ্যে এই দুই দলের কার্যক্রম থেকে তাদের লক্ষ্য সম্পর্কে একটা ধারণা পেয়েছি। অন্যথায় প্রাথমিক পর্যায়ের কার্যক্রম থেকে আমরা কনফিউজড হতাম নিশ্চিত। উপস্থাপনার সুবিধার্থে এই এনালাইসিসগুলো ছকের মাধ্যমে তুলে ধরা হবে। প্রথমেই দেখা যাক এই দুই দলের কাঙ্খিত এন্ডস্টেট (Desired End State) ও CG কি হতে পারেঃ

দল

এন্ডস্টেট

CG

পুনরায় নির্বাচিত হয়ে সরকার গঠণ জনগণের ম্যান্ডেট/ নিয়ন্ত্রিত নির্বাচন
বি নির্বাচনে সরকারকে হটিয়ে ক্ষমতায় যাওয়া জনগনের মতামত/সাপোর্ট/ম্যান্ডেট

এখানে আমরা যতটা নিশ্চিতভাবে এই CG নির্ধারণ করতে পারছি তা আজকে থেকে চার বছর আগে সম্ভব হতোনা। এইটা আসলে একটা পোস্ট এনালাইসিস। লক্ষ্যণীয় যে এ দলের প্রাথমিক CG ও সভবত ছিল জনগণের ম্যান্ডেট, যা এক পর্যায়ে তাদের বিভিন্ন কার্যকলাপের কারনে অর্জন করা অসম্ভব হয়ে পরায় (জরিপের ফলাফলে)তারা CG বদল করতে বাধ্য হয়। এখন আসুন দেখা যাক এই CG গুলোর জন্য প্রয়োজনীয় প্রধাণ CC (Critical Capability) গুলো কি কিঃ

এ দল (CG- নিয়ন্ত্রিত নির্বাচন)

বি দল (CG-জনগনের ম্যান্ডেট)

নেত্রীর অধীনে সর্বদলীয় সরকার দলের ইমেজ
প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো নিয়ন্ত্রন বি-জা জোট
পুলিশের আনুগত্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার
অনুগত ও দুর্বল নির্বাচন কমিশন দলের সাংগঠনিক ক্ষমতা
মিডিয়ার উপর নিয়ন্ত্রন প্রচার ক্ষমতা/ মিডিয়া সমর্থন
ভবিষ্যত নেতৃত্বের বিকাশ (**) যুব নেতৃত্ব (তারেক)
গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান JSbr এর পেশীশক্তি
কূটনৈতিক মহলের সমর্থন কূটনৈতিক মহলের সমর্থন
ভারতের সমর্থন অর্থনৈতিক সাপোর্ট
চেতনা ব্যাবসা প্রশাসনে সুপ্ত সিম্পেথাইজার
সামরিক বাহিনীর সমর্থন/নীরবতা শেষ পর্যায়ে সরকারী বাহিনীগুলোর সমর্থন

উপরের তালিকাটি একান্তই আমার চিন্তাপ্রসূত এবং আমার ধারণা আপনাদের অনেকে আরো গুরুত্বপূর্ণ কিছু CC লিস্ট করতে সক্ষম হবেন। কিন্তু তা আমাদের এই সিস্টেমেটিক বিশ্লেষণকে ব্যাহত করবে না।

যেহেতু, এই পর্বে আমরা এ দলের সম্ভাব্য  ষ্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, তাই আমরা এই পর্যায়ে বি দলের CC গুলোকে বিশ্লেষণ করে এর দুর্বলতাগুলো (CV) চিনহিত করবো। বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য এখানে একটা ধাপ এড়িয়ে যাওয়া হচ্ছে, যা হলো এই CC গুলোর CR (Critical Requirements) বিশ্লেষণ। নিচে বি দলের CV এনালাইসিস ও  সম্ভাব্য ষ্ট্র্যাটেজি দেয়া হলো। এই তালিকার সাথেও অনেকে একমত না হতেই পারেন। সেক্ষেত্রে আপনার মতামত জানাবেন। (এই ধাপে আপনাকে এ দলের সমর্থকের/নীতিনির্ধারকের মত করে চিন্তা করতে হবে, তবেই আপনি সেই দলের কর্মকান্ড ব্যাখ্যা করতে পারবেন। কিছু কিছু CV কল্পনাপ্রসূত হতে হবে, যা গোয়েবলসের প্রপাগান্ডা নীতি অনুসারে জনগণের মনে ঢুকাতে হবে)ঃ

 

বি দলের CV এনালাইসিস ও এ দলের সম্ভাব্য ষ্ট্র্যাটেজি

CC (Critical Capabilities)

CV (Critical Vulnerabilities)

এ দলের  সম্ভাব্য ষ্ট্র্যাটেজি

দলের ইমেজ নেত্রীর ইমেজ

  • পুথিগত বিদ্যার কমতি
  • ৭১ এ অবস্থান
  • সৌন্দর্য সচেতনতা

যুবদল/তারেকের ইমেজ

  • বিগত আমলের দুর্নীতি
  • বিভিন্ন মামলা
  • উচ্ছৃংখল জীবন
  • বিতর্কিত ব্যক্তিদের সাথে সম্পর্ক

অন্যান্য টপ নেতাদের ইমেজ

  • বিগত আমলের দুর্নীতি
  • মাঠপর্যায়ের আন্দোলনে অনুপুস্থিতি
  • দল বদলের ইতিহাস
  • ৭১ এ ভূমিকা
  • প্রথাগত মিডিয়ায় অপপ্রচার
  • অপ্রথাগত/ সামাজিক মাধ্যমে অপপ্রচার/ প্রপাগান্ডা
  • পাঠ্যপুস্তকে ইতিহাসকে নিজস্ব সুবিধা মতো বদল
  • তরুণ প্রজন্মকে চেতনা ব্যাবসায় উদ্বুদ্ধ করা
  • শেষ মুহুর্তে তারেকের মামলার রায় ঘোষণার মাধ্যমে বিতর্কিত করা
  • রাজপথে পুলিশ দ্বারা অসম্মান করে (*ফারুক)নেতাদের ইমেজ নষ্ট করা
  • নেতাদের মাঠে উপস্থিত হতে না দেয়া
  • নেতাদের দল বদলে/দলের বিরুদ্ধে বক্তব্যে উদ্বুদ্ধ/পুরষ্কৃত করা
  • শাহবাগ টাইপ আন্দোলন করে যুবসমাজকে সম্পৃক্ত করা
বি-জা জোট জমায়েত দলের ইমেজ

  • ৭১ এ ভূমিকা
  • নেতাদের যুদ্ধাপরাধ
  • শিবিরের তান্ডব/ রগকাটা রাজনীতি
  • বোমাবাজি সংশ্লিষ্টতা

বি দলের অবস্থান

  • জমায়েতের আনুগত্য
  • ৭১ সম্পর্কিত (যুদ্ধাপরাধ) অবস্থান
  • তথাকথিত চেতনার অভাব
  • যুদ্ধাপরাধ মামলার পদ্ধতি ও রায় নিয়ন্ত্রন করতে জনমত তৈরি করা
  • প্রথাগত এবং সামাজিক মাধ্যমে প্রচার/অপপ্রচার/ প্রপাগান্ডা
  • নেতাদের বোমাবাজি মামলায় জড়ানো
  • নির্বাচনে জমায়েতের অংশগ্রহণ নিষিদ্ধ করা
  • শেষ মুহুর্তে সকল জমায়েত নেতাদের নির্বাচনে নিষিদ্ধ করা
  • নির্বাচনী সংলাপের সময় ভিজুয়াল মিডিয়াতে বি দলকে জমায়েতের সমর্থন নিয়ে বিব্রত করা
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার
  • নিরপেক্ষ লোকের অভাব
  • অনির্বাচিত সরকারের কালো(!) অধ্যায় (মঈন-ফখরুল)
  • তত্তাবধায়ক সরকার আমলে রাজনীতিবিদদের দুর্ভোগ
  • সংবিধানের সীমাবদ্ধতা
  • ডাঃ ইউনুসকে বিতর্কিত করা
  • সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা
  • উন্নত দেশের নির্বাচনের উদাহরণ
  • রাজনীতিবিদদের সম্ভাব্য দুর্ভোগ নিয়ে সচেতন করা
  • তৃতীয় শক্তির জুজু
  • (আগ্রহ প্রকাশকারী)সম্মানিত ব্যক্তিদের বিতর্কিত করা
দলের সাংগঠনিক ক্ষমতা
  • তৃণমূল সংগঠনের সদস্যদের নিরাপত্তা
  • তৃণমূল নেতাদের মামলা সংশ্লিষ্টতা
  • তৃণমূল নেতাদের স্থাবর সম্পদের নিরাপত্তা
  • প্রধাণ নেতাদের এলাকায় অনুপস্থিতি
  • তারেকের অনুপস্থিতি
  • নেতৃত্তের উপর অনাস্থা
  • পুলিশ/মামলার মাধ্যমে হয়রানী
  • মামলার রায় ঘোষণা করে ফেরারী করা
  • নেতাদের স্থাবর সম্পত্তি জবর দখল করে তাদের অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত করা
  • প্রধাণ নেতাদের এলাকায় গমনকে অনিরাপদ করা
  • নেতাদের নামে ইচ্ছাকৃত অনুপস্থিতির অপপ্রচার/ প্রপাগান্ডা
  • তারেকের সাথে যোগাযোগ নিয়ন্ত্রন
  • শেষ সময়ে মাঠ পর্যায়ের কর্মীদের নিরাপত্তা/ টেন্ডার ভাগাভাগির আশ্বাস দিয়ে নিস্ক্রীয় করা
প্রচার ক্ষমতা/ মিডিয়া সমর্থন
  • পৃষ্ঠপোষকতার অভাব
  • সরকারী বিজ্ঞাপন
  • মামলা সংশ্লিষ্টতা
  • বিতর্কিত মিডিয়া আইন পাশ
  • বিরোধী মিডিয়া নিষিদ্ধ করা
  • মিডিয়া মালিকদের জেল/জরিমানা/ হয়রানী
  • সকল বিরোধী মিডিয়াকে হয়রানী
  • সামাজিক মাধ্যমে কঠোর নিয়ন্ত্রন
যুব নেতৃত্ব (তারেক)
  • মামলা সংশ্লিষ্টতা
  • দেশে বিদেশে ইমেজ
  • নির্বাচনের আগে অনুপস্থিতি
  • তারেকের মামলার রায়
  • বিদেশী সংস্থা কতৃক তারেককে হয়রানীর চেষ্টা
  • তারককে শেষ মুহুর্ত পর্যন্ত দেশে অবাঞ্চিত করা
JSbr এর পেশীশক্তি
  • মামলা সংশ্লিষ্টতা
  • JSbr এর ইমেজ
  • জংগী সংশ্লিষ্টতা
  • মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানী
  • রগকাটা ইমেজ প্রচার/ প্রপাগান্ডা
  • JSbr কে বোমাবাজি সংশ্লিষ্ট প্রমাণ করা
  • JSbr কে নিষিদ্ধ সংগঠণ ঘোষণা করা
কূটনৈতিক মহলের সমর্থন
  • বি দলের ইসলামপন্থী ইমেজ
  • ভারত বিরোধী ইমেজ
  • জংগী সংশ্লিষ্টতার অভিযোগ
  • কুটনৈতিকদের নিরাপত্তা
  • পশ্চিমাবিরোধীতার জুজু
  • তালেবান রাষ্ট্র সৃষ্টির জুজু
  • ভারতের গোয়েন্দা সংস্থার সাহায্য লাভের চেষ্টা
  • নেতাদের সাথে আন্তর্জাতিক জংগীদের যোগাযোগ প্রমণের চেষ্টা
  • কূটনৈতিকদের উপর আক্রমন করে দায়ভার বিরোধীদের উপর চাপানো
অর্থনৈতিক সাপোর্ট
  • বি দল সমর্থক ব্যাবসায়ীদের নিরাপত্তা
  • দেশী/ বিদেশি একাউন্ট
  • মধ্যপ্রাচ্য থেকে গোপন সাহায্য সম্ভাবনা
  • বি দল সমর্থক ব্যাবসায়ীদের প্রকাশ্যে ও গোপনে পুলিশী হয়রানী
  • সহায়তাকারীদের একাউন্ট জব্দ
  • বিদেশী সাহায্য মনিটর ও সম্ভব হলে জংগী সংশ্লিষ্ট প্রমান
প্রশাসনে সুপ্ত সিম্পেথাইজার
  • চাকুরী নিরাপত্তা
  • গুরূত্বপূর্ণ পদে অবস্থান
  • প্রশাসনে বি দলের সমর্থনকারীদের সনাক্ত করে সাইডলাইন করা
  • সকল গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিজস্ব লোক বসানো
  • বিরোধী মতকে দৃষ্টান্তমূলকভাবে দমন
শেষ পর্যায়ে সরকারী বাহিনীগুলোর সমর্থন
  • গুরুত্বপূর্ণ পদ
  • আর্থিক চাহিদা
  • পরবর্তী আমলে সুবিধাপ্রাপ্তি
  • আইনগত জটিলতা
  • সকল গুরুত্বপূর্ণ পদে নিজস্ব লোক বসানো
  • প্রমোশন এর ক্ষেত্রে সম্পূর্ণভাবে ফেভার না করে, পরবর্তী মেয়াদে্র স্বপ্ন/ মূলা দেখানো
  • পুলিশ/ প্রশাসনকে বেআইনী কাজের ফাদে ফেলে তাদের নামে মামলার হুমকী সৃষ্টি করা, যাতে তারা নিজেদের নিরাপত্তার জন্য এ দলের পুনঃর্নিবাচন সমর্থন করতে বাধ্য হয়

উপরের ছকটিতে এ দলের সম্ভাব্য ষ্ট্র্যাটেজিগুলো সিস্টেমেটিক পদ্ধতিতে নির্ধারনের একটা একাডেমিক প্রয়াস নেয়া হয়েছে। আগেই বলেছি এই ধরণের কাজের জন্য অভিজ্ঞ নীতিনির্ধারকদের একটি দল দীর্ঘসময় নিয়ে কাজ করে এবং পরিস্থিতির উপর ভিত্তি করে তাকে আপডেট করে।  বোল্ড লেখা দিয়ে সম্ভাব্য ভবিষ্যত ষ্ট্র্যাটেজি বোঝানো হয়েছে। এগুলো ছাড়াও দলটি তাদের নিজস্ব CC (Critical Capability) কে রক্ষার প্রয়োজনে কিছু পদক্ষেপ নিবে, যা আলোচনা সংক্ষিপ্ত করার জন্য এড়িয়ে যাওয়া হলো।

পরিশিষ্ট

এ দল রাষ্ট্রীয় যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বি দলের প্রায় সকল দুর্বলতায়  ইতিমদ্ধে আঘাত এনেছে। এ কারণেই ব্যাপক জনমত থাকা সত্ত্বেও বি দলকে পরিস্থিতির নিয়ন্ত্রন পেতে অসম্ভব বেগ পেতে হচ্ছে। বি দলের নীতিনির্ধারকদের সম্ভবত বিভিন্ন মামলা, কার্যালয়ে যেতে বাধা ও হয়রানীর মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্ত নিতে প্রয়োজনীয় সময় ও সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে । ষ্ট্র্যাটেজির ভাষায় একে বলে প্রতিপক্ষের ডিশিসন সাইকেল ভেঙ্গে দেওয়া। এ দল এক্ষেত্রে অসাধারণ পারদর্শিতা দেখিয়েছে বলেই আমার বিশ্বাস। তবে বি দলের সবচেয়ে বড় শক্তি জনগনের কাছে তাদের ত্তত্বাবধায়ক সরকারের দাবীর গ্রহণযোগ্যতা। তাই তারা ষ্ট্র্যাটেজির দৌড়ে একটু পিছিয়ে থাকলেও এখনও ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ আছে বৈকি!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s