মতামত প্রকাশের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। শুধুমাত্র বিরোধী মতের হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম ওয়াহিদুজ্জামান কে যেভাবে জেলে পাঠানো হলো তা আমাদের দেশের প্রেক্ষাপটেও বিরল। একটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে মানুষের অভিমত প্রকাশের সমস্ত পথকে আটকে আওয়ামীলীগ আরো অনেক বিরল দৃষ্টান্ত স্তাপন করুক, এটাই কি সবার চাওয়া? এটাই কি স্বাধীনতার চেতনা? একদিকে নিরীহ মানুষ পুরছে, আরেকদিকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা দল পূর্ণাঙ্গ স্বৈরাচারে রুপান্তরিত হয়েছে। ‘স্বাধীনতার’ নামে , ‘চেতনার’ নামে আর কত মানুষ বিসর্জন দিবে? এই যদি হয় স্বাধীনতা তাহলে পরাধীনতা কি?