মনটা ভালো নাই। কি হচ্ছে আমার প্রিয় মাতৃভূমিতে? গতকাল জানলাম প্রধান মন্ত্রী আর তার পরিবারকে কটাক্ষ করার অপরাধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক জনাব ওহিদুজ্জামানকে জেলে ভরা হয়েছে। জনাব ওহিদুজ্জামানের নামে তৈরী করা ভুয়া একাউন্ট থেকে প্রধান মন্ত্রী আর তার পরিবারকে নিয়ে পোস্টিংটা করা হয়েছিল। পোস্টিংটা সত্যি সত্যিই জনাব ওহিদুজ্জামান সাহেব করেছিলেন কিনা তা প্রমান করার জন্য তথ্য বিজ্ঞানীর দরকার পরে না। সে সব প্রমানের মধ্যে না গিয়ে মহামান্য জজ সাহেব জনাব ওহিদুজ্জামান সাহেব কে জেলে পাঠিয়ে দিলেন ।
এতো সেই বাকশালী পেতাত্তার ফিরে আশা। মানুষের কথা বলার স্বাধীনতা বন্ধ করা। গত পাচ বছর দেশের প্রধান মন্ত্রী আর তার চ্যালা চামুন্ডারা যে ভাবে বিরোধী দলীয় নেত্রী আর তার পরিবারের নাম কুত্সা রটিয়েছে, সেখান হাসি লাগে যখন জনাব ওয়াহিদুজ্জামান এর মত একজন সম্মানিত শিক্ষককে জেলে যেতে হয় সেই একই কারণে। কোথায় নিয়ে গেছে এরা এ দেশের বিচার ব্যবস্থাকে।
আজ যারা জনাব ওয়াহিদুজ্জামানের জেলে যাওয়ার খবরে বগল বাজ্জাচ্ছেন, তাদের অবগতির জন্য বলছি, খুব বেশি খুশি হওয়ার কারণ নাই। মনে রাখবেন বি এন পি ফেরেস্তাদের দল নয়। ক্ষমতার পালাবদলে, মোমের মত নরম মেরুদন্ড বিশিষ্ট এই জজ সাহেবদের ভোল পাল্টে যেতে এক মুহর্ত ও লাগবেনা। অতএব সাধু সাবধান।