ঢাকা-নরসিংদী রুটের গাড়ি আজিমপুর গেল কেমনে?

by Monsur Rashed
একটা জিনিস ঠিক বুঝতে পারছিনা! বিআরটিসির একটা ঢাকা-নরসিংদী রুটের গাড়ি পুড়ানো হয়েছে। বলেন দেখি কোথায়? আজিমপুরে!!! জি ভাই! আজিমপুরে! ঢাকা-নরসিংদী রুটের গাড়ি আজিমপুরে কি করে? সব সম্ভবের দেশেও আজব লাগে মাঝে মাঝে!
চলুন একটা নাগরিক তদন্ত তদন্ত খেলি!
কি কি কারনে এই ডাবল ডেকার বাস আজিমপুর যেতে পারে?
এক – জ্যামের কারনে জায়গা না থাকায় গাড়ি ঘুরাইতে আজিমপুর গেলো?
দুই – গাড়ির চালকের বাড়ি আজিমপুর, তাই খাইতে অথবা ছাড়তে গেলো?
তিন – গাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল ইডেনের, নামায় দিতে গেলো?
চার – গাড়ির চালকের বাড়ি আজিমপুর, ব্যাটা নতুন বিয়া করসে! 🙂
পাঁচ – চালক আজিমপুর কবরস্তানে তাঁর ওস্তাদের কবর জিয়ারত করতে গেলো?
ছয় – গণজাগরণ মঞ্চে ঘুরপথে যাওয়ার চেষ্টা করছিল!
সাত – চালক নরসিংদীর। প্রথম ঢাকায় আসছে গাড়ি চালায় এবং পথ হারাইসে!
আঁট – আজিমপুর কলোনিতে চালকের পরকিয়ার প্রেমিকা থাকেন!
নয় – বলাকা সিনেমা হলে “নিঃস্বার্থ ভালোবাসা” দেখতে যাচ্ছিল!
দশ – চালক সানি লিওন না থুক্কু সানি দেওলের “মে নিকলা গাঁডডি লেকে” শুইনা ইন্সপাইরড, সো ‘জাইতাসি জাইতাসি কই জাইতাসি জানিনা’ মুডে গাড়ি চালাইতে চালাইতে আজিমপুর আইসা হাজির,
এগার – মউদুদ, এম কে আনোয়ার আর রফিকুল ইসলাম মিয়া সাথে খালেদা জিয়াকে হত্যা করার প্লান করতে নিউমার্কেট যাচ্ছিল!
বারো – কাঁটাবনে জাপানি কুত্তা কিনতে যাচ্ছিল!
তেরো – এইটা আওয়ামী লীগ ইচ্ছা করে করাইসে! বিএনপিকে দাঙ্গাবাজ প্রমান করার জন্য!
আপনাদের কি মনে হয়? কোনটা ঠিক? কোনটা বেশী লজিকাল?
সরকারতো আর এইটার তদন্ত করবে না! এইটা একটু খোঁজ খবর নেয়া দরকার! আমি তো আমার সীমিত পরিসরে অল্প একটু তদন্ত তদন্ত খেললাম! আপনারাও একটু খেলে দেখেন না। প্লীজ!
btw আল্লাহ্‌র লানত পড়ুক ওদের উপর যারা আগুনে পুরাইয়া মানুষ মারে! ১২ জন মারুক আর এক জন, কারো মাফ নাই!
সুত্রঃ নুরুল কবির, বাংলাভিশন টকশো, ১২:১০ এ এম, ১০ই নভেম্বর

One thought on “ঢাকা-নরসিংদী রুটের গাড়ি আজিমপুর গেল কেমনে?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s