একটি গণতান্ত্রিক বাদর নাচ

দুই টাকার বাদাম চাবাইতে চাবাইতে বৈকালিক ভ্রমনে বের হয়েছি । পথিমধ্যি দেখি এক দাদী বয়সী মহিলা বাদর নাচ দেখাচ্ছে । রঙ্গ দেখার লোভে জনতার ভিড়ে উলুক ঝুলুক করে ঠেলে ঠুলে দাঁড়িয়ে পড়লাম । সামনের পোলাপান গুলো বলছে – বুবু বুবু – ডিগবাজি দেয়ান ।
দাদী বয়সী বুবু বাদরের গলার দড়ি ধরে টান দিতে বাদরটি ডিগবাজি দিলো ।
পোলাপান হাততালি দিলো দেদারসে । এরপর বুবু বাদরটিকে কিছু প্রশ্নোত্তর জিজ্ঞেস করলেন —
তুই জোটে থাকবি?
বাদর মাথা ঝাকায় – হ্যা ।
তুই জোটে থাকবি না ।
বাদর ডিগবাজি দেয়া।
তুই নির্বাচনে যাবি ?
বাদর লজ্জা পাওয়ার ভান করে মুখ ঢাকে । মাথা নাড়ে – অর্থ্যাৎ না ।
তুই ১৩ দফা দিবি –
বাদর উচ্ছাস প্রকাশ করে । লম্ফ ঝম্ফ দেয় ।
বুবু বাদরটিকে একটা কলা পুরুস্কার ঘোষনা করে – জিজ্ঞেস করে – নির্বাচনে যাবি।
বাদরটি আনন্দে আত্মহারা হয়ে – মাথা ঝাকায় হ্যা হ্যা । কলাটি পুরুষ্কার হিসাবে পায় ।

এরমধ্যে একটি সুন্দরী মেয়েকে দেখে বাদরটা শিষ দেয় ।
বুবু তাকে কড়া শাসন করে । বাদরটি তার গলার রশি ধরে টানাটানি করে – সুন্দরীর কাছে যাবার জন্য প্রতিবাদ করে ।
বুবু বাদরের লেজ ধরে আচ্ছা করে মচকে দেন ।
বাদরটি কাদো কাদো ভঙ্গিতে জড়ো সরো হয়ে যায় ।
বুবু বলে – এবার রাজনৈতিক নেতার ভাব ধরো ।
বাদরটি বেশভূষা ঠিকঠিকা করে – গলাবাজির ভান ধরে ।
বুবু বাদরটিকে ছেড়ে দেয় – বাদরটি বুবুকে ভেঙচি কাটে । প্রতিবাদী হয় ।
বুবু বাদররটিকে খাচায় পোড়ার হুমকি দেয় ।
বাদরটি গণতান্ত্রীক ভাবে বুবুর স্বৈরাচার মেনে নেয় ।
বাদরটি ভায়োলেন্স, ভেঙ্গচি , অসহোযোগ বাদ দিয়ে – বুবুকে কনভিন্স করতে থাকে কেন –
তাকে স্বাধীনতা দেয়া উচিত – তার গলায় প্রেসিডেন্সির মালা দেয়া উচিত ।

সামনের সারির প্রগতীশীল পোলাপানরা বাদরের গণতান্ত্রীক আচরনে মুগ্ধ হয়ে – তাকে পয়সা ছুড়ে দেয় । হাততালি দেয় – বাদরটি কতো সহবত জানে ।

কিন্তু আমার নজর এড়ায় না – বুবু শক্ত হাতে একটা হান্টার মুঠোবন্ধি করে রেখেছিলো – আড়াল করে — বাদরটি একবারের জন্যও হান্টার থেকে চোখ সরায়নি ।

বাদাম চিবুতে চিবুতে নব্যস্বৈরাচারীর গণতান্ত্রিক বাদর নাচ দেখে মাথা নাড়তে নাড়তে বৈকালিক ভ্রমণের ইতি টানি

=========
ImageImageImageImageImageImageImageImage

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s