অনেকে ব্লগে অনেক বছর ধরে আছেন অনেকেই নাই ।
তাই যারা নবিস ফেসবুকার __ তাদের জন্য একটা একটা গুরুত্বপূর্ন পোষ্ট ।
সামু ব্লগের শুরুতে অনেক ছাগু অপারেশন ছিলো । তারা মুক্তিযুদ্ধ বিরোধী অনেক কথা লিখতো ।
সেই উৎপাতে অতিষ্ট হয়ে __ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি গঠন করলো এটিম ।
এরা ছাগু তাড়াতে ওস্তাদ ছিলো ।
এদের বিক্রমে ব্লগ একসময় অনেকেটাই ছাগুমুক্ত হলো । কিন্তু ছাগসঙ্গে সর্বনাশ হওয়ার কারনে
__ এটিম দুএকজন এক্সট্রিমিষ্ট এবং এটিম সমর্থিত কিছু আওয়ামী ছাগু শুরু করলো রিভার্স খেলা ।
সেটা হলো ___ যে কোন একটা জামাতী/স্বাধীনতা বিরোধী নিক খুলে __ নোংরা কিছু কথা বলা ।
ব্যাস তাদেরকে গালি খাওয়ানো । শুধু নোংরা না __ এমন সব চিন্তা যেগুলো কখনো জামাতী এমনকি স্বাধীনতা বিরোধীরাও বলবে না ।
যা হোক যারা পুরানো ব্লগার ___ তারা খুব দ্রুতই এসব মানুষ এবং এদের পোষ্ট সম্পর্কে সচেতন হয়ে যেতো ।
সমস্যা বাধে __ নতুন ফেসবুক সেনসেশন নিয়ে ____ এদের অনেকেই সেলেব্রেটি __ কি কারনে সেলেব্রেটি এটা কেউ জানে না __ অনেকে আছে কিছু না বুঝেই চেতনাধারী __ কিছু বলার আর কিছু করার আগে ২ সেকেন্ড চিন্তা করে না । এদের কারনে যেকোন পেইজ যেকোণ পোষ্ট হিট হতে দেরী হয় না ।
___
এইরকম চরম কিছু নোংরামী __ বেশ কয়েকমাস ধরেই ফলো করছিলাম ।
মূলত এরজন্য দায়ী আমার ব্লগের কিছু উগ্রপন্থী আওয়ামী ছাগু __ রাসেল রহমান এবং তার চু***র পো* গ্যাং ।
___
এদের এ্যাকটিভিটি প্রথম নজরে আসে __ জামাতের মুখমাত্র বাশের কেল্লা যখন ব্যান করা হয় । তখন বেশ কিছু আওয়ামীপন্থী বাশের কেল্লা পেইজ সৃষ্টি হয়েছিলো । তারা সম্ভব অসম্ভব সবকিছুই শেয়ার করতো __ এবং সেগুলো মানুষ বিশ্বাস করে শেয়ার দিতো ।
মূলত পেইজের পিছনের কারা আছে এটা সহযে টের পাওয়া যায় না । তাই যেকেউ যেকোন পেইজ খুলে নষ্টামি শুরু করতে পারে
____
এবং বেশ কিছুদিন ধরে তাই করা হয়েছে __ পিনাকী ভট্টচার্যের মতো ফেসবুক এক্টিভিষ্ট __ গয়েস্বর রায়ের একটা ফটো শেয়ার করেছেন যেখানে সে বলছে __ যে খালেদা জিয়া মা দূর্গা।
এটা মূলত একটা ফটোশপের কাজ । এই খবরের কোন লিংক নেই ।
এধরনের আরো কিছু ফটো তৈরী করে হয়েছে __ শুধু মাত্র বিএনপিকে খারাপ দেখানোর উদ্দেশ্য ।
____
গতকাল পোষ্ট সম্পর্কে একজন দৃষ্টি আকর্ষন করলো ।
সেটা হচ্ছে রাজিব হাসান নামের এক ভদ্রলোকের । উনি প্রথম আলো পত্রিকার সাব এডিটর ।
উনি এই আমার ব্লগ আর সিপি গ্যাং গ্রুপের খোলা ___ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৬০০০ লাইক পাওয়া একটা পেইজের পোষ্ট শেয়ার দেন । যেখানে দাবী করা হয়েছে __ শহীদ বুদ্ধিজীবিরা কাফের আর নাস্তিক ।
খুজতে গিয়ে দেখা গেলো __ এইটা সেই বিখ্যাত রিভার্স পেইজ __ যেখানে প্রোমোট করা হচ্ছে __ বিএনপি জামাতের নেতাদের মুক্তি চায় ।
এবং সবশেষে পাওয়া গেলো __ সেই বিখ্যাত ফটোসংবাদ
_____
মূলত এই পেইজটা থেকে দেশের বরন্য মানুষকে গালাগালি করে __ বিএনপি-ছাত্রদলযে ভয়ংকর একটা দল সেটা প্রমান করা হচ্ছে ।
তাই এদের পাতা ফাদে পা দেবার আগে দশবার ভাবুন ।
আর এটা ছাত্রদলের অফিসিয়াল পেইজ কিনা জানা নেই __ কিন্তু এখানে দেখেন ক্লিয়ারলী অফিসিয়ালি তারা বুদ্ধিজীবিদের স্মৃতিতে কর্মসূচি দিচ্ছি।
____
অনেকে ভাবতে পারে -__ আমার কি দায় পড়েছে এসব নিয়ে লেখার । আমি বিএনপি এক্টিভিষ্ট নই __ বিএনপি খুব বেশী কাজকর্ম আমার ভালো লাগে না ।বিএনপির নিজস্ব সমালোচনা আছে আমার __ কেউ চাইলে সেসব কম্পাইল করে দেয়া যাবে ।
তো আমি এটা লিখলাম কেন ?? বিএনপি মানুষজন আমি যা দেখলাম অনলাইনকে খুব গুরুত্ব সহকারে নেয় না ।
তাই তাদের দৃষ্টি আকর্ষন করার পরও তার এটাকে গুরুত্ব সহকারে নেয় নি ।
কিন্তু দেখুন এই নোংরামীটা কতোদূর ছড়াচ্ছে ___ যারা বিএনপি আওয়ামী লীগ কিছু করে না __
তারা এই নির্বাচনের সময় সঠিক দাবী করার বদলে বিএনপি পক্ষে যাবে বলে চুপ করে বসে আছে ।
_____
জাতীয় রাজনীতিতে রিভার্স গেমতো কম দেখা হলো না । ব্লগের এসব রিভার্স খেলতে
দেখেছি আওয়ামী পান্ডাদেরই ।
বাশের কেল্লা ভুয়া ফটোশপ দিয়ে প্রপাগান্ডা করে ___ আমার দেশের কাবা শরীফের গিলাফ নিয়ে মিথ্যাচার অনেক লীগারের টপিক ।
কিন্তু কেউ বলে না __ আওয়ামী লীগ __ আরেকজনের ঘাড়ে দোষ চাপানোর জন্য কি পরিমান নোংরামী করে বেড়ায় __ যারা দেখে তাদের গা শিঊরে উঠে আওয়ামী লীগের নোংরামী
গভীরতা চিন্তা করে ।
একবার ভাবুন __ এসব নোংরা কীট গুলো শহীদ বুদ্ধিজীবিদের নিয়ে এসব লেখা লিখছে শুধু বিপক্ষ দলকে ঘায়েল করার আশায় ।
_______
অনলাইন প্লিজ কোন কিছু শেয়ার করার আগে প্রমোট করার আগে সোর্স দেখে নিশ্চিত হয়ে নিন ।
আপনারা চুপ করে বসে থাকবেন __ আর সরকার এইদিকে মানুষ মারার উৎসব করবে ।
মানুষের পরিচয় দিন __ এসব নোংরামীর পিছনে লাথি মেরে এদের কবল থেকে দেশকে উদ্ধার করুন ।