প্রথম কৌতুক, দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে……

by নিরীহ পাবলিক

এক লোক নদীর কিনারায় হাঁটু পানিতে নেমে কি যেন খোঁজাখুঁজি করছে। আরেক লোক পাশ দিয়ে যাওয়ার সময় জিগায়, ‘ও ভাই, হাঁটু পানিতে নেমে কি খুঁজতাছো?’

১ম লোকঃ ‘আমার হাত ঘড়িটা নদীতে পইড়া গেছে, সেটাই খুঁজতাছি’।

২য় লোকঃ ‘তা কোন জায়গায় পড়ছে সেইটা মনে আছে’?

১ম লোকঃ ‘হ ভাই মনে আছে, নৌকা দিয়া নদী পার হইতে ছিলাম, যেই মাঝ নদীতে আইলাম অমনি হাত থেইকা ঘড়িটা পড়ে গেলো’।

২য় লোক এইবার তাজ্জব হয়ে বললোঃ ‘ঘড়ি পড়ছে নদীর মাঝখানে আর খুঁজতাছো এই কিনারে আইসা?! মাথামুথা ঠিক আছেতো তোমার’?

১ম লোকঃ ‘ধুর মিয়া, আমারে পাগল পাইছো! নদীর মাঝখানে যে গভীর পানি আর যে খরা স্রোত! ঐখানে নাইমা ঘড়ি খুঁজবো, আমার কি জানের মায়া নাই!? কিনারে পানি কম আছে, তাই এইখানেই খুঁজতাছি’।

আমাগো শাহবাগী মুক্তিবাহিনীর কান্ড দেইখা কৌতুকটা মনে পড়লো। কাদের মোল্লার ফাঁসী নিয়া ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ সবাই বিরোধীতা কইরা নাক গলাইলো (যাদের গলিত নাকের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে সব চাইতে বেশী)। শাহবাগী মুক্তিবাহিনী তাদের বিরুদ্ধে কোন কর্মসুচী দেয়ার সাহস পাইলো না। যেই পাকিস্তানীরা (যাদের পরের দেশে তো বটেই নিজেদের দেশেই নিজেদের নাক গলানোর ক্ষমতা নাই) ঘটনার নিন্দা জানাইলো অমনি আমাদের শাহবাগী মুক্তিবাহিনী বিপুল বিক্রমে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। মরা ছাগল মাইরা বীর বাঙ্গালী বীরত্ব দেখাইতাছে। আরে বেটা হিম্মত থাকলে আমেরিকান এম্বেসী ঘেরাও কর, আমেরিকা সহ যেসব দেশ ফাঁসীর বিরোধীতা করছে তাদের এম্বেসী ঘেরাও করে সেইসব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কর, সেইসব দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার কর।

দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর হিম্মত দেইখা সন্দেহ হইতাছে আমাগো চেতনাধারী বুদ্ধিজীবিরা থর থর আবেগী গলায় যে ১ম মুক্তিযুদ্ধের দুর্দান্ত কাহিনী শোনান সেগুলা কি আসলেই সত্য, নাকি সেগুলাও তাদের রংচং লাগানো এই মরা ছাগল মারার কাহিনী। একদিকে সাধারণ মানুষ অকাতরে জীবন দিছে আর মুরগী শাহরিয়াররা মুরগী সাপ্লাইয়ের মাঝখানে মরা ছাগল মেরে বীর বাঙ্গালী হয়ে গেছে। বিশেষ করে আমাদের নব্য ইতিহাসবিদ, হাজার বছরের শ্রেষ্ঠ শাহবাগী, ১ম মুক্তিযুদ্ধের বিশিষ্ট (পলাতক) মুক্তিযোদ্ধা জাফর ইকবালের ইতিহাসের বয়ান শুনে খালি আরেক বিশিষ্ট প্রগতিশীল হুমায়ূন আজাদের প্রবচন খানা মনে পড়ে, ‘ইতিহাস হচ্ছে বিজীতদের বিরুদ্ধে বিজয়ীদের রচিত একরাশ কুৎসা’/ সমালোচকদের কাছে সময় থাকতে বলে রাখা ভালো মতখানা আমার নয়। যাওজ্ঞা, ছোটবেলা থেকে বিশ্বাস করে আসছি জাফর ইকবাল স্যার ‘কল্পকাহিনী’ ভালো লেখেন, স্যারের প্রতি আমার সেই বিশ্বাস এখনো অটুট আছে।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s