By Ibrahim Mahmud:
গুরুত্বপূর্ন একটি ফুটবল খেলা শুরু হবে, এমন সময় একটি বিস্ময়কর জিনিস লক্ষ্য করা গেলো। গত ম্যাচের বিজয়ী দলের অধিনায়ক রেফারীর বাঁশি নিয়ে মাঠে ঢুকছে। গত ম্যাচ জেতায় এটা নাকি এখন তার অধিকার! বিদেশী কোন কোচ নাকি তার মাথায় এই বুদ্ধি দিছে। নতুন নিয়ম সে নিজেই করছে, সেটা এখন তার পকেটে শোভা পাচ্ছে।
সে মাঠে ঢুকেই প্রতিপক্ষের খেলোয়ারদের লাল কার্ড দেয়া শুরু করল। দর্শক নাকি কেবল তার দলের জার্সি যারা পরা তাদের খেলাই দেখতে চায়। কিছুক্ষনেই মাঠ খালি।
কেমন দেখায়! সাইড লাইন থেকে দুইটা খেলোয়ারকে ধরে আনা হল। তারাও মাঠে পা দিয়ে বুঝল ভুল করছে। বের হয়ে যেতে চাইল, কিন্তু জোর করে তাদের আটকে রাখা হল, মাঠে পা দিলে নাকি খেলতেই হবে!
এদিকে ফাঁকা মাঠ পেয়েতো তার দলের খেলোয়ারেরা মহা খুশি। খেলা শুরুর আগেই ডজন খানেক গোল দিয়ে ফেলল। স্কোরার আগেই হাত করা, সেও বলল গোল হইছে কিনা এটা দেখাই তার ব্যাপার, অন্য কিছু রেফারী বুঝবে। নিয়মের খাতায় তাই নাকি লেখা আছে। ফলে খেলা শুরুর আগেই স্কোর ১২-০।
এদিকে এমন অদ্ভুত খেলা দেখে দর্শক খেপে যাচ্ছে। তারা দুয়োধ্বনি দিচ্ছে।
কিন্তু অধিনায়কের কোনো বিকার নাই। বিদেশী কোচের আশ্বাসতো আছেই তার উপর এখন তার পকেটে নিয়মের খাতা আর হাতে রেফারীর বাঁশি। সে মনের আনন্দে পু পু করে বাঁশি বাজিয়ে চলছে…