সকাল থেকেই ঝিরি ঝিরি বৃষ্টির সাথে
ক্রন্দসী হাওয়ার অব্যক্ত মাতামাতি যেন
ফুঁপিয়ে যাচ্ছে একঘেয়ে অভিমানে
বর্ষায় ভিজে থাকা পত্রপল্লবের শিরায় শিরায়
যেন অশ্রুর মেঘ আটকে আছে ফেরারি কুয়াশা হয়ে …
আজ আমার কান্নার দিন
ঝাপসা চোখে সারাদিন
অসহ্য বেদনায় বুক কোনমতে চেপে ধরে
গুমরে গুমরে পাঁজরভাঙা কষ্টের দুঃসহ যন্ত্রণায়
একদল দেবদূতের রক্তাক্ত আলখাল্লায় চোখ মুছে মুছে শুধু
নারকীয় যাতনার স্বর্গীয় রক্তসরোবরে আকন্ঠ অবগাহনের দিন।
আজ আমার কান্নার দিন।
পৈশাচিক এক শোকে একদল পশুর চেয়ে পাশবিক, অনুভূতিহীন কিছু প্রাণীকে
অভিশাপে অভিশাপে নরকের তলদেশ ছিন্ন করে আরো অতলতলে
চিরকাল ধরে ক্রমাগত নিক্ষেপ করার দাবি জানিয়ে আকাশজোড়া চিৎকার করার দিন।
আজ কোন কথা নয়
আজ শুধু একা বসে
বিষন্ন বৃষ্টির সাথে
জানালার পাশে নীরবে
নির্বাক নিস্তব্ধ বিমুঢ় যন্ত্রণায়
ব্যাথার সেতারে একা একা
ঝংকার তুলে যাওয়া।