সপ্তাহের প্রতিদিন ভোরে উঠা অভ্যাস ৷ ভোর আমার প্রিয় বলে ৷ কাজে যাবার আগে এক কাপ চা, নিজের কিছু পড়াশোনা আর পায়ের কাছে সকালের একটুকরো রোদের লুটোপুটি খেলা, একান্ত কিছু আনন্দ ৷ যান্ত্রিক পৃথিবীর অবসরে আপন করে কিছু একটায় নিঃশাস ফেলা ৷ কিন্তু আজ ভোরটি একটু অস্থির, একটু চঞ্চল হয়ে উঠলো ৷ দু’কাপ চা খেয়েও সুস্থির হতে পারছিলাম না ৷
প্রথম আলোর একটি খবরকে ঘিরে চিন্তাটাও ঘুরতে লাগলো ৷ দু’দিন আগে প্রথম খবরটা চোখে পড়ে ৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির এবং ছাত্রলীগ-পুলিশ এর যৌথ সংঘর্ষের খবর ও ছবি ৷ ওই ছবিটিতে অস্ত্র হাতে একজন লোকের ছবি ছাপিয়ে বলা হয় শিবিরের হাতে এই অস্ত্র কোথা থেকে এলো …. ছবি এবং লেখা দিয়ে হাজার হাজার মানুষের মনে শিবির সম্পর্কে একটা ধারণা দিয়ে উস্কে দেয়ার চেষ্টা করা হলো ৷ আমার মত হাজার হাজার লোক এই খবরে চমকে উঠলো ৷Continue Reading
Recent Comments