ডিসেম্বরের বুদ্ধিজীবি হত্যা, কিছু প্রশ্ন

১৯৭১ সালের ডিসেম্বর মাসে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে কতজন বুদ্ধিজীবিকে হত্যা করা হয়েছিলো? সাধারন বাংলাদেশীদের মনে সম্ভবত এই সংখ্যাটি বেশ বড়ো, তবে সেটা ব্যাক্তিভেদে যে কোনো কিছু হতে পারে। অনেকেই মনে করেন এই সংখ্যা শত শত, কিংবা হাজার হাজার। এই বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া দুষ্কর। কিছু কিছু তথ্য যা সহজে পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে,

১৯৭১ এর ডিসেম্বরে মে: জেনারেল রাও ফরমান আলীর ডাইরীতে করা ২৫০ টি নামের তালিকা যাদেরকে হত্যার টার্গেট করা হয়েছিলো(1)। বাংলাপেডিয়া’র বুদ্ধিজীবি গনহত্যা পাতায় বলা হয়েছে যে ১৬ই ডিসেম্বরের তিন চারদিন আগ থেকে বুদ্ধিজীবি হত্যার কার্যক্রম শুরু হয় এবং ১৪ই ডিসেম্বর রাতে ২০০ জনেরও বেশী বুদ্ধিজীবিকে তাদের বাসা হতে ধরে নিয়ে যাওয়া হয় (2)।এছাড়া আরো দেখা যায় ১৯৭১ এর ডিসেম্বর ২২ তারিখে আজাদ পত্রিকার একটি সংবাদ যেখানে ভারতের আকাশবাণীকে উদ্ধৃত করে বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা, রুহুল কুদ্দুস, বলেন যে কমপক্ষে ২৮০ জন পেশাজীবি ও বুদ্ধিজীবিকে ডিসেম্বরের ১৪ ও ১৫ তারিখে হত্যা করা হয়েছে ঢাকা, সিলেট, খুলনা ও ব্রাম্মনবাড়িয়ায়(3)।  এই রকম আরো কিছু তথ্যের ভিত্তিতে মনে হওয়াটাই স্বাভাবিক যে ডিসেম্বরের ১২-১৫ তারিখের মধ্যে ঢাকায় ও সারাদেশে কয়েকশত বুদ্ধিজীবি হত্যা করা হয়েছে।

আমরা মোটামুটি সবাই জানি যে ডিসেম্বরের বুদ্ধিজীবি হত্যায় সরাসরি অংশ নেয়া সবচেয়ে কুখ্যাত ঘাতক হলো সেই সময়ে ইসলামী ছাত্র সংঘ নেতা ও আল বদর নেতা চৌধুরী মইন উদ্দীন এবং আশরাফুজ্জামান খান।  এদের বিরুদ্ধে ২০১৩ সালে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে অভিযোগ ও মামলা করা হয়ে এবং অভিযুক্তরা পলাতক অবস্থায় মৃত্যুদন্ড শাস্তি পায়। এই শাস্তিটি তাদের অপরাধ অনুযায়ী কোনক্রমেই অবাক করার মতো কিছু নয়, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো যে ডিসেম্বরের বুদ্ধিজীবি হত্যায় নেতৃত্ব দেয়া এই দুই অপরাধীর বিরুদ্ধে যখন প্রসিকিউশন চার্জ গঠন করে তখন তাদের কে কেবল মাত্র ঢাকায় ১৮ জন বুদ্ধিজীবি হত্যায় অভিযুক্ত করা হয় (4)। প্রসিকিউশনের রিপোর্ট বলে যে এই ১৮ জন বুদ্ধিজীবির মধ্যে রয়েছেন ৯ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ৬ জন সাংবাদিক ও তিন জন চিকিৎসক।

আমরা অনেক আগে থেকেই দেখে আসছি যে প্রতি বছর ১৪ই ডিসেম্বর আসলে শত বুদ্ধিজীবি হত্যার কথা বলা হয়, রাও ফরমান আলীর শত জনের লিস্টের কথা বলা হয়, কিন্তু পত্রিকায় নাম ও ছবি আসে ১৫ থেকে ১৯ জনেরই মাত্র। নামসহ যাদের ছবিটি উপরে দেয়া হয়েছে। আমরা আরো দেখলাম যে কোর্টে মামলার জন্যে যখন সুনির্দিষ্ট তথ্যের দরকার পড়লো তখন প্রসিকিউশন মাত্র ১৮ জনেরই একটা লিস্ট হাজির করলো, যে লিস্টটি খুব সম্ভবত প্রতি বছর ১৪ই ডিসেম্বরে পত্রিকার লিস্টটির অনুলিপি মাত্র।

 

এই থেকে আমাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে ১৪ ই ডিসেম্বর কতজন বুদ্ধিজীবিকে হত্যা করা হয়েছে? এই ১৮ জন ছাড়া আর কাকে কাকে হত্যা করা হয়েছে? তাদের নাম, ছবি আমরা ১৪ই ডিসেম্বরে কেনো দেখি না? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকেই পত্রিকার পাতায় (১৪/১২/১৪)। আজকের New Age পত্রিকায় বলা হয়েছে পুরো ১৯৭১ এ কতো জন বুদ্ধিজীবি হত্যা করা হয়েছে এ সম্পর্কে জাতির কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের কাছে কোনো পূর্নাংগ লিস্ট নেই তবে কিছু সরকারী ও ব্যক্তিগত এস্টিমেশন রয়েছে যার সংখ্যার রেন্জ ২৩২থেকে ১১১১ পর্যন্ত(5)। আজকের The Daily Star এ বলা হয়েছে যে এই বছর ৭ই ফেব্রুয়ারী আওয়ামী লীগ সরকার পার্লামেন্টে ঘোষনা করেছিলো যে ২০১৪ এর জুন মাসের মধ্যেই ১৯৭১ এ শহীদ সকল বুদ্ধিজীবির একটি পূর্নাংগ তালিকা প্রকাশ করবে (3)। জুন পেরিয়ে এখন ২০১৪শেষ হবার পথে, তবে সেরকম কোনো লিস্ট দেখা যাচ্ছে না।

 

উপরে New Age পত্রিকায় যে ১১১১জনের কথা বলা হয়েছে সেটি সম্ভবত বাংলাপেডিয়ার এস্টিমেট। এই এস্টিমেট অনুযায়ী পুরো ১৯৭১ এ নিহত বুদ্ধিজীবিদের মধ্যে ২১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবি ও প্রায় ৯৫০ বিশ্ববিদ্যালয় ব্যাতীত বিভিন্ন পর্যায়ের শিক্ষক রয়েছেন(2)। তবে এটি একটি ব্যাক্তিগত এস্টিমেটই, কোনো নির্ভরযোগ্য তালিকা নয়। আজকের New Age পত্রিকায় স্বয়ং শাহরিয়ার কবিরই বলেছেন যে বুদ্ধিজীবি হত্যার কয়েকটি কেস ছাড়া অধিকাংশ তথ্য ও অভিযোগের উপরে কোনো রিসার্চ করা হয় নি (5)।

 

১৯৭১ এর পরে আরো তেতাল্লিশটি ১৪ই ডিসেম্বর আসলেও আমরা এখনো এই প্র্শ্নের উত্তর দিতে পারি না যে ১২-১৫ ই ডিসেম্বর কতো জন বুদ্ধিজীবিকে হত্যা করা হয়েছে? পরিচিত ১৮ জনের বাইরে আর কাদের হত্যা করা হয়েছে? তাদের নাম ছবি কেনো আমরা দেখি না কোনো ১৪ ই ডিসেম্বরে?

 

আমাদের দেশের লোকের একটু লিস্টের ব্যাপারে এলার্জি আছে এটা মেনে নিয়েও বলা যায় লক্ষ-মিলিয়নের লিস্ট না হোক, হাজার জনের লিস্ট তো করা যেতেই পারে, তাই না?

 

[ডিসেম্বরে বুদ্ধিজীবি হত্যা নিয়ে সমর্থিত-অসমর্থিত সকল রকম সংবাদ ও বিশ্লেষনের একটা ভালো সংগ্রহ রয়েছে চৌধরী মইনউদ্দীন ও আশরাফুজ্জামান খান এর বিচারের রায়ে। দেড়শ পাতার এই রিপোর্টের পিডিএফ কপি রয়েছে এই লিংকে। https://www.dropbox.com/s/3xckpr73pyzap4p/bangladesh_tribunal_chowdhury_mueenuddin_judgment.pdf  ]

 

Reference

(1) http://www.genocidebangladesh.org/?page_id=32

(2) http://www.banglapedia.org/HT/K_0330.htm

(3) http://www.thedailystar.net/cold-killing-design-55227

(4) http://www.dhakatribune.com/bangladesh/2013/oct/31/mueen-ashraf-verdict-sunday

(5) http://newagebd.net/76478/no-complete-list-of-martyred-intellectuals-44-years-on/#sthash.PcYoLBRk.dpbs

China and India: Leadership in Contrast

1

by Shafiqur Rahman

The Indian Election results are astounding, and that is a euphemism. All the wishful thinking and self-justifying commentaries from secular intellectuals proved to be just that, self-deluding. Even as the exit polls carried on the tradition of failing to capture the complexity of electoral preference of Indian voters, they failed not in predicting the BJP victory but failing to gauge the magnitude of the victory. In terms of representative democracy, this is truly an epochal election in India. There is virtually no main opposition party in the Parliament. Sansad Bhaban, the house of Parliament of India, is really the house of Mr Modi now.

Two things stand out to me in the post-quake landscape of Indian politics. First, with barely 38% of the votes the BJP led coalition now commands 62% of the total seats. With support from one or two smaller regional parties, the NDA coalition can comfortably cross over the hallowed 67% or two third Special Majority mark. And with Special Majority, Emergency Proclamation, Amendment of the Constitution via article 368, Removal of Supreme Court Judges, Removal of President etc. are all within the grasp of an NDA government led by Mr Modi.

This election has been all about Mr Modi and India is now his oyster. Rarely in recent Indian history have hopes and fears of billions of people in and around India been centered on a single personality like now. For his detractors, coronation of Mr Modi raises the spectre of the most notorious human cliché from 1930’s Germany. To his devotees, Mr Modi carries the ambition for an Indian Lee Kwan Yew; who will firmly taking charge of India Incorporated and unleash the dynamism to make the country a world economic and political superpower, not just in theory and potentially but in reality. What Mr Modi will think and do is ‘known unknowns’; to quote from the famous saying of Mr Rumsfeld. In short, dramatic change for better or worse is in the cards and with it entails huge uncertainty. Those who dismiss the potential for disruptive change in an established democracy like India do not pay sufficient heed to the confluence of charismatic and ambitious leadership, large and enthusiastic support from people and resourceful interests and power of mass media in shaping mass psychology; a conjunction that has shown its potency in recent history time and time again. And that brings us to the main thesis of this article, a high level glimpse on the stability and uncertainty of political leadership in democracy and other systems.

Rightly, in this purported Asian Century, all developments in India is compared and contrasted with China, currently the third and the second biggest economies by PPP. Throughout the last two decades, when China has been growing at unprecedented breakneck speed and India was developing at solid, respectable rate but was increasingly falling behind, both Indian and western political commentators comforted the worldwide adherents of plural politics by rationalizing that, while China’s growth is spectacular, it’s economy and society is increasingly in precarious position because of a forced marriage of an autocratic political system with a free-capitalistic economy. India on the other hand was regularly complimented because of the stability and robustness of its plural political system and diverse society. As we can see now that even established and healthy democracies can throw up great uncertainty in the form of unknowns focalized in a singular leadership, it is a good time as any to evaluate the Chinese political leadership during the transformational recent decades.

Chinese economic growth in the last three decades is an unprecedented macro event in recorded human history.  In 1980, real per-capita income of China was one fortieth of an US citizen and now it is almost one-fourth. Analysts say that China will overtake USA as the largest economy in within the next few years. The social change is no less outstanding; in 1980 only a fifth of Chinese people lived in cities, now more than a half does. These dizzying statistics of change often mask another remarkable thing, despite high and regular turnover of people at the apex, Chinese political leadership remained uniquely stable, continuous and focused during these years of tumultuous change. This stability is mainly due to the hierarchical and grouped structure of Chinese leadership and decision-making.

China’s political system is divided into three major institutions: the government, the Chinese Communist Party (CCP), and the military. The Party sits at the apex, subordinating all others. The Communist Party has 80 million members (5% of Chinese Population) and people only become member after a selective process that can take several years. The Party is organized into three major bodies: the Central Committee, the Politburo, and the Politburo Standing Committee. The Central Committee is comprised of 200 members who are elected in the Party National Congress which is held every five years. Committee members include senior party and government officials, different agency heads, military generals, provincial governors, head of State-owned companies etc. The Central Committee appoints the 25-man Politburo, which is then narrowed even further into a 5 to 9-man Politburo Standing Committee (PSC) that really runs the Party and the country.  Each PSC member generally in is in charge of a portfolio covering a major area such as the economy, legislation, internal security, or propaganda. Although most of the important policy decisions are often dictated from top down in this hierarchy, Central Committee does wield real power through the five years; it sets the direction of policy and leadership changes and ratifies them. There is intense politics and lobbying in the committee between different groups.

Top leader

The seven members of the Politburo Standing Committee (PSC) are ranked in order of primacy, from one to seven. The rankings do not exactly refer to the official post of the members, sometimes members do not hold any official post but still is ranked high and wields huge influence. Usually though, the President and the Prime Minister holds the first and second rank. The most important point of the PSC is that the person at the top is not the leader of the group but the first among equals. It is a consultative and collective decision making body, no one can impose a view upon others; a decision must garner substantial support from the members. The second important feature of the PSC is its regular turnover. There is an enforced retirement age of 68 which effectively limit the term of members, including the top ranked leader. Also leaders who fail to perform are often dropped after the first term or even within term.

The age limit not only curbs unchecked ambition of charismatic leaders but also initiates a long grooming process. The small number of promising people who can rise to the top must be given ministerial or provincial leadership positions in their early and mid-50s so that they can be ready for PSC when they are 60. Many Politburo members in China have been involved in business, corruption or other profit-seeking activities and became fabulously wealthy. But no matter how influential they become, no one can stay beyond the term limit. Also China is notoriously nepotistic; children and family of political leaders enjoy huge perks in all aspects of society. But no one can place their children in top political positions, everyone has to go the long and process of membership, committee, appointments and prove themselves consistently as leader and manager. Interestingly, Engineers and Technical people heavily dominated the previous Chinese top leadership; all members of the 16th PSC (2002-07) were engineers. But six out of the seven members of the current PSC (2012-17) are trained in social sciences. This reflects a more awareness of politics and society than just economic growth.

20-politburo-standing-committee

The gradual evolution to collective leadership has engendered several broad trends in Chinese statecraft. The most visible is the stability and continuity; Chinese policy direction does not make radical changes on whims of new leader but reflects deliberative and broad-based decision-making. This stability is highly prized by international and domestic businesses who regard uncertainty as a principal impediment to long-term business and economic planning.

Secondly, although China is a one-party state where the party seeks to maintain a tight control over the population, current Chinese leadership also recognizes that control can only be achieved by a careful balancing of freedoms and restrictions. The Chinese government pays very close attention to public opinion while trying to control it; the government prioritizes wealth accumulating economic growth but at the same time try to ensure wide distribution of the spoils from growth. There is no magic formula for these kind balances and it is continuously changing. A single-apex leadership system would have been very inadequate for such careful fine tuning; collective decision-making enable a robust leadership mode with sufficient flexibility and rigidity to chart the huge country through tumultuous changes. Chinese leaders clearly see that even among their senior leaders there is divide between those who are more inclined to reforms and liberalization and those who are more conservative. The Chinese leadership institutionalized robustness in leadership by ensuring that both camps are adequately represented in the highest bodies but no camp gains an overwhelming advantage.

This collective leadership arose a lot due to the three-decade long all-powerful and capricious rule of Mao Zedong. During Mao’s rule the PSC was a totally ineffectual body and there were no mechanism or institution to check Mao’s disastrous policy decisions like the Great Leap Forward in the 1950s or the Cultural Revolution in the 1960s. After Mao’s death Deng Xiaoping started to develop rules to govern decision-making at the top level and manage power succession. From 12th Party Congress gradually the new rules were introduced and by the Congress in 2002 most of the current implicit and explicit rules have become established.

A similar reaction also took place in the Soviet leadership during the Communist Party rule. Stalin’s rule (1922-53) was the archetype of godlike, dictatorial regime. After Stalin there was strong demand for collective leadership at the top. Nikita Khrushchev was largely ousted from leadership because of his failure to institute collective leadership. After him, the regimes of Brezhnev, Andropov, Chernenko all had strong collective leadership. Perestroika; the policy that opened up the Soviet Union and initiate its eventual demise, did not spring out of the head of Mikhail Gorbachev alone; there were lot of institution support for far-reaching change from various quarter of the Soviet Central Committee. Even then Gorbachev had to do continuous to-and-from with politburo members to get majority approval for his policy changes. Many historians would contend that the group-leadership of the Soviet Politburo during the Cold War was no more irrational or arbitrary than the elected Presidential leaders of America. Soviet Union failed because of failure of economic system not political leadership; a lesson the Chinese leaders internalized assiduously.

Political scientists construct the spectrum of leadership by democratic and autocratic leadership at two extremes. Democratic leadership style supposedly emphasize group participation, discussion, and group decisions while an autocratic leader keeps tight control over group decisions and determines all policies only through own consent. Curiously there are often mismatch between leadership and politics. Democratic system throws up autocratic leaders quite often and sometimes autocratic systems have remarkable democratic decision-making process. We in Bangladesh need no lesson in how democratic elections can produce the most autocratic leaders. Interestingly, most established and mature democracies have a democratic system of electing leaders but give remarkably autocratic and arbitrary decision making power to the top. Most often, democratically elected leaders are moderate and reasonable men but occasionally we also see leaders like man-on-a-mission George W Bush, who religiously believed he has divine mandate.

Democracy is not just a system of selecting leaders democratically but also checking bad decisions of elected leaders and getting rid of them easily when they fail dismally. The Chinese collective leadership with its institutionalized development of leaders, group decision making and regular turnover at the top seem to have integrated many of the best features of democratic leadership. This is not an advocacy for Chinese Political system; China is after all a one-party state where people have very little say about the course of their destiny. But we should not overlook the attractive features of the Chinese leadership. Democracy is not a formula but a participatory argument. Democracy should evolve with the need and circumstances of the time and place.

Leadership function arose in the biological world to solve coordination and collective action problem of large groups of social animals. Anthropologists say that pre-civilization human societies had more group decision making than hierarchical leadership. The vast increase of social complexity due to founding of cities and states produced need for powerful, centralized and formal leadership structures. But as the communication and knowledge revolution vastly changed the coordination problem of big societies, the formal-singular leadership system is now increasingly questionable. The paradox of leadership is that versatility, the ability to do multiple, even competing roles is greatly correlated with leadership effectiveness but individuals who can do that are very rare indeed. Democracy is the best method of selecting leaders but even it often fails to find those rare individuals, particularly in countries where the choice is very limited.

Whether one believes in the End of History thesis of Francis Fukuyama or not, one cannot deny that most of the world citizenry now do not hunger for revolutionary change but for improvement and problem-solving. In this day and age, where there is huge pool of expert and informed leaders in every society, entrusting fate of hundreds of millions or even billions upon hit or miss charismatic leaders seem to be risky proposition indeed. Collective leadership as a mechanism of power-sharing through checks and balances among competing political camps, but also incorporating more dynamic and pluralistic decision-making process seem to be more suited for the age we live in.

I believe that single leaders as messiah or savior is out of place in today’s world. We need real time participatory democracy. We need checks against uncertainty of democratically elected dictators and we need mechanisms for diversity and robustness at the top of decision making. How to develop such mechanisms is an argument that we must join vigorously.

Islamophobia is no Cry Wolf (A compilation)

In a huffingtonpost article, “The Phobia of Being Called Islamophobic” (28/4/14) by Ali A. Rizvi a Pakistani-Canadian writer is saying that Muslims in the west are using Islamophobia label to suppress genuine criticism of Muslims and Islam. He is saying that just as powerful Jewish groups have suppressed objective criticism of Israel’s policy and practice by the Anti-Semitic label in the past decades, Muslim groups in the west are now seeking to quash all criticism of Islam and Muslims. In Author’s own words

 

“In addition to calling out prejudice against Muslims (a people), the term “Islamophobia” seeks to shield Islam itself (an ideology) from criticism. It’s as if every time you said smoking was a filthy habit, you were perceived to be calling all smokers filthy people. Human beings have rights and are entitled to respect. But when did we start extending those rights to ideas, books, and beliefs? You’d think the difference would be clear, but it isn’t. The ploy has worked over and over again, and now everyone seems petrified of being tagged with this label.

The phobia of being called “Islamophobic” is on the rise — and it’s becoming much more rampant, powerful, and dangerous than Islamophobia itself.”

(http://www.huffingtonpost.com/ali-a-rizvi/the-phobia-of-being-calle_b_5215218.html)

The main example the author puts in the article is a recent, much publicized episode about Brandeis University and Ayaan Hirsi Ali. (Those who are not familiar with Ayaan Hirsi Ali should please look her up in Wikipedia). The latest controversy began when Brandeis  University, a well-known Liberal US university known for its progressive Jewish roots, decided to confer honorary Doctorate to Ayann Hirsi Ali and few other noted personalities.

The decision immediately drew widespread condemnation from different groups, some of them Islamic, because of Ms Ali’s widely known anti-Islamic views. Bloggers and students took the initiative in protesting the decision of Brandeis  University and then Muslim advocacy groups joined them.  Council on American-Islamic Relations contacted its members though email and social media, and urging them to complain to the university. Ibrahim Hooper, a spokesman for CAIR said “She is one of the worst of the worst of the Islam haters in America, not only in America but worldwide. I don’t assign any ill will to Brandeis. I think they just kind of got fooled a little bit.”

(http://www.nytimes.com/2014/04/09/us/brandeis-cancels-plan-to-give-honorary-degree-to-ayaan-hirsi-ali-a-critic-of-islam.html)

Even the faculty of Brandeis  University joined the protest. In a publicized open letter signed by many of them, they said,

Dear President Lawrence,

We are writing to urge you to rescind immediately the invitation to Ms. Ayaan Hirsi Ali for an honorary doctorate, a decision about which we are shocked and dismayed, owing to her virulently anti-Muslim public statements. 

A few of many examples will suffice. David Cohen quotes Ms. Hirsi Ali as saying: “Violence is inherent in Islam – it’s a destructive, nihilistic cult of death. It legitimates murder. The police may foil plots and freeze bank accounts in the short term, but the battle against terrorism will ultimately be lost unless we realise that it’s not just with extremist elements within Islam, but the ideology of Islam itself….Islam is the new fascism” (LondonEvening Standard, 2-7-07).

We are filled with shame at the suggestion that the above-quoted sentiments express Brandeis’s values.

We are saddened that Brandeis would choose to honor such a divisive individual at commencement, a moment of unity for the Brandeis community.  Her presence threatens to bring unnecessary controversy to an event that should rightly be about celebrating Brandeis’ graduates and their families. 

The selection of Ms. Hirsi Ali further suggests to the public that violence toward girls and women is particular to Islam or the Two-Thirds World, thereby obscuring such violence in our midst among non-Muslims, including on our own campus. It also obscures the hard work on the ground by committed Muslim feminist and other progressive Muslim activists and scholars, who find support for gender and other equality within the Muslim tradition and are effective at achieving it. We cannot accept Ms. Hirsi Ali’s triumphalist narrative of western civilization, rooted in a core belief of the cultural backwardness of non-western peoples.”

(http://www.truthrevolt.org/news/revealed-brandeis-faculty-letter-pressured-president-drop-hirsi-ali)

Faced with such diverse criticism,Brandeis  University withdrew the decision to confer PHD to Ayaan Hirsi Ali. Its statement said, “We cannot overlook that certain of her past statements are inconsistent with Brandeis University’s core values. Ms. Hirsi Ali is welcome to join us on campus in the future to engage in a dialogue. Universities consider it important to make a distinction between inviting a speaker who may air unpopular or provocative views that the institution does not endorse, and awarding an honorary degree, which is more akin to affirming the body of a recipient’s work.”

Immediately after Brandeis  made this decision to withdraw, the right wing and anti-Islam dedia in USA erupted in furious condemnation. A sample of their view of the matter.

“conservative media figures have rushed to defend Hirsi Ali, some using her life experience to explain away her Islamophobic comments. Weekly Standard editor Bill Kristol called the move an “example of a war on women” and argued that the university had “caved to Muslim thugs.” Fox News’ Sean Hannity said the university’s decision was an “example of left-wing appeasement.” On April 10, Fox contributor Monica Crowley asked, “Where are the moderate Muslims? Where are people who, like Ali, have left the faith and are willing to courageously speak about it? And yet when somebody does show the guts and gets out there to do it, this is how they’re treated?”

(http://mediamatters.org/blog/2014/04/11/why-aayan-hirsi-ali-gets-a-conservative-media-s/198856)

This view of ‘Muslim thugs’ using Islamophobia label to stop debate and discussion of Islam is the main topic of the article I first mentioned. Reading the article in the morning, I got reminded of the famous Aesop story of ‘Cry Wolf’, how the boy cried wolf when the wolf is not there. But the problem is that often the wolf is really there, waiting to devour the herd of sheep. One can easily find lots of example of Ayaan Hirsi Ali’s deeply prejudiced and hateful words against Islam and Muslims. Just a small sample here would suffice.

In An interview with Reason magazine in 2007 is where she elaborated her view on Islam most clearly.

Reason: Should we acknowledge that organized religion has sometimes sparked precisely the kinds of emancipation movements that could lift Islam into modern times? Slavery in the United States ended in part because of opposition by prominent church members and the communities they galvanized. The Polish Catholic Church helped defeat the Jaruzelski puppet regime. Do you think Islam could bring about similar social and political changes?

Hirsi Ali: Only if Islam is defeated. Because right now, the political side of Islam, the power-hungry expansionist side of Islam, has become superior to the Sufis and the Ismailis and the peace-seeking Muslims.

Reason: Don’t you mean defeating radical Islam?

Hirsi Ali: No. Islam, period. Once it’s defeated, it can mutate into something peaceful. It’s very difficult to even talk about peace now. They’re not interested in peace.

Reason: We have to crush the world’s 1.5 billion Muslims under our boot? In concrete terms, what does that mean, “defeat Islam”?

Hirsi Ali: I think that we are at war with Islam. And there’s no middle ground in wars. Islam can be defeated in many ways. For starters, you stop the spread of the ideology itself; at present, there are native Westerners converting to Islam, and they’re the most fanatical sometimes. There is infiltration of Islam in the schools and universities of the West. You stop that. You stop the symbol burning and the effigy burning, and you look them in the eye and flex your muscles and you say, “This is a warning. We won’t accept this anymore.” There comes a moment when you crush your enemy.

Reason: Militarily?

Hirsi Ali: In all forms, and if you don’t do that, then you have to live with the consequence of being crushed.

 

Reason: In Holland, you wanted to introduce a special permit system for Islamic schools, correct?

Hirsi Ali: I wanted to get rid of them. I wanted to have them all closed, but my party said it wouldn’t fly. Top people in the party privately expressed that they agreed with me, but said, “We won’t get a majority to do that,” so it never went anywhere.

Reason: Well, your proposal went against Article 23 of the Dutch Constitution, which guarantees that religious movements may teach children in religious schools and says the government must pay for this if minimum standards are met. So it couldn’t be done. Would you in fact advocate that again?

Hirsi Ali: Oh, yeah.

Reason: Here in the United States, you’d advocate the abolition of—

Hirsi Ali: All Muslim schools. Close them down. Yeah, that sounds absolutist. I think 10 years ago things were different, but now the jihadi genie is out of the bottle. I’ve been saying this in Australia and in the U.K. and so on, and I get exactly the same arguments: The Constitution doesn’t allow it. But we need to ask where these constitutions came from to start with—what’s the history of Article 23 in the Netherlands, for instance? There were no Muslim schools when the constitution was written. There were no jihadists. They had no idea.

 

(http://reason.com/archives/2007/10/10/the-trouble-is-the-west/singlepage)

 

We all know of the Norwegian Islamophobe Anders Brevik who killed 80 young kids and adults because he felt Europe was silently falling under Muslim domination. Ayaan Hisri Ali was an inspiration for Brevik. Hirsi Ali later in a speech said that she should not be blamed for Brevik’s hate crime but the culture of silence about true nature of Islam.

 

[T]hat one man who killed 77 people in Norway, because he fears that Europe will be overrun by Islam, may have cited the work of those who speak and write against political Islam in Europe and America – myself among them – but he does not say in his 1500 page manifesto that it was these people who inspired him to kill. He says very clearly that it was the advocates of silence. Because all outlets to express his views were censored, he says, he had no other choice but to use violence.”

(http://www.loonwatch.com/2012/05/ayaan-hirsi-ali-sympathizes-with-terrorist-anders-behring-breivik/)

We can really see that sometimes Islamophobe label is very appropriate. People like Ayaan Hirsi Ali promote hatred and intolerance that should not be awarded recognition in a democratic society. But the most important take in this episode is how Islamophobia has fallen from fashion to stigma in US public life. 8-10 years ago, Ayaan Hirsi Ali’s views would have been mainstream and Muslim groups would not dare to be very vocal against such bigotry. If if they protested, their protest would have been drowned by a flood of anti-Islam rhetoric from the right and the left. But the world has changed and particularly America. Muslims and Islam are increasingly seen as essential part of American life.

A blog post in Economist magazine perhaps gives the best verdict of the latest Ayaan Hirsi Ali brouhaha from a detached point of view.

“ In deciding to rescind its offer of an honorary degree to her, Brandeis was in part drawing a line between the kind of discourse on religion that is acceptable in mainstream American intellectual life, and the kind that has arisen over the past decade and a half in the Netherlands. The university was not silencing Ms Hirsi Ali; it still invited her to come to the university to “engage in a dialogue”. As Isaac Chotiner puts it, the “controversy isn’t about shunning someone from polite society. It is about giving a person an honorary degree.” Asking Ms Hirsi Ali to speak to students at Brandeis is a great idea; giving her an honorary degree as part of graduation ceremonies suggests that Brandeis thinks calling for a war on Islam is an acceptable statement within the bounds of normal political and social discourse. The fact that such statements are not welcomed in American public discourse is one reason why the American model of integration and tolerance works better than the Dutch model, and why the Netherlands continues to be wracked by tensions over Islam and integration—years after those tensions forced Ms Hirsi Ali herself to leave.”

(http://www.economist.com/blogs/democracyinamerica/2014/04/ayaan-hirsi-ali)

ফ্যাসীবাদের প্রেরণা -গুরু’র নতুন বাণী

6

আজকের বাংলাদেশে যে আওয়ামী ফ্যাসীবাদ পূর্নশক্তিতে জাকিয়ে বসেছে তার পিছনে মূল প্রেরণা হিসেবে রয়েছে কোনো বিশাল নেতা অথবা নেত্রী নয়, কোনো খ্যাতনামা রাজনীতির তাত্বিক নয়, রয়েছে একজন স্ব-আখ্যায়িত শিশুসাহিত্যিক। ফ্যাসীবাদের মূল নিয়ামক কিন্তু একজন ভয়ংকর কতৃত্ববাদী একনায়ক, একটি সর্বগ্রাসী রাজনৈতিক দল কিংবা গনদলনে সিদ্ধহস্ত পুলিশবাহিনী নয়। যেকোনো ফ্যাসীবাদের মূলে থাকে একটি কঠোর ও বিশুদ্ধ আইডিওলজী। পৃথিবীতে অনেক দেশেই নানারকম টিনপট ডিক্টেটরশীপ, একপার্টির রাজত্ব দেখা গেছে গত একশ বছরে কিন্তু প্রকৃত ফ্যাসিস্ট রাষ্ট্রের সাথে এসব হীরক রাজার দেশগুলির মূল পার্থক্য হলো একটি ফ্যাসিস্ট আইডিওলজী। জনগনের গনতান্ত্রিক অধিকারকে সম্পূর্নভাবে নসাৎ করে এবং সেই সাথে জনগনের একটি বড়ো অংশের নি:শর্ত আনুগত্য বজায় রাখতে কেবল বিশাল পুলিশবাহিনী কিংবা বিদেশী সাহায্য যথেষ্ট নয়, এর জন্যে প্রয়োজন হয় একটি কঠোর ও জনপ্রিয় আইডিওলজীর। বাংলাদেশে ২০১৩-১৪ সালে যে নতুন ফ্যাসীবাদের সূচনা হয়েছে তার মূলের রয়েছে একটি আইডিওলজী, সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা এবং বর্তমানে এই আইডিওলজীর মূল প্রেরণা-গুরু হলো মুহম্মদ জাফর ইকবাল।

575468_10151728328535653_444069226_n

মুক্তিযুদ্ধের চেতনা কেমন করে বাংলাদেশে ফ্যাসীবাদের মূল হাতিয়ার হয়ে উঠেছে এটি বোঝার জন্যে প্রেরনা গুরুর সর্বশেষ লেখাটিই খুব ভালো উপকরন হতে পারে। এই লেখায় এই নতুন ফ্যাসীবাদের ভিত্তিগুলি পরিষ্কারভাবেই উঠে এসেছে যারা বুঝতে সক্ষম তাদের জন্যে। “স্বাধীনতার চুয়াল্লিশ বছর” শীর্ষক মুহম্মদ জাফর ইকবালের এই লেখাটিতে (http://www.priyo.com/2014/03/28/61144.html) অনেক কথাই রয়েছে, তবে আসল বক্তব্য রয়েছে কয়েকটি লাইনেই।

” শুরুতে বলেছিলাম দেশটাকে এগিয়ে নিতে হলে মূল কিছু বিষয়ে সবার একমত হতে হবে, বঙ্গবন্ধু যে এই দেশের স্থপতি সেটি হচ্ছে এরকম একটি বিষয়। এই দেশটি হচ্ছে মুক্তিযুদ্ধ করে পাওয়া একটি দেশ। তাই মুক্তিযুদ্ধের যে স্বপ্ন নিয়ে এই দেশটি শুরু করা হয়েছিল সেই স্বপ্নকে ভিত্তি করে তার ওপর পুরো দেশটি দাঁড় করানো হবে, এই সত্যটিও সেরকম একটি বিষয়। আমরা আজকাল খুব ঘন ঘন গণতন্ত্র শব্দটি শুনতে পাই, যখনই কেউ এই শব্দটি উচ্চারণ করেন তখনই কিন্তু তাকে বলতে হবে এই গণতন্ত্রটি দাঁড় করা হবে মুক্তিযুদ্ধের ভিত্তির ওপরে।

আমরা মুক্তিযদ্ধের ভিত্তি সরিয়ে একটা গণতন্ত্র তৈরি করব, সেই গণতন্ত্র এই দেশটিকে একটা সাম্প্রদায়িক দেশ তৈরি করে ফেলবে, সকল ধর্মের সকল বর্ণের সকল মানুষ সেই দেশে সমান অধিকার নিয়ে থাকতে পারবে না সেটা তো হতে পারে না।

কাজেই ধর্ম ব্যবহার করে রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার বলে দাবি করা হলেও সেটি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নের সাথে খাপ খায় না।” (2014/03/28/)

এই পুরো লেখাটিতে অনেক কথাবার্তার ভীড়ে মূল পয়েন্ট রয়েছে তিনটি। সেই তিনটি পয়েন্ট আলাদা করে বিশ্লেষন প্রয়োজন এটি বুঝতে যে কেমন করে জাফর ইকবাল আজকে আওয়ামী ফ্যাসীবাদের প্রধান প্রেরনাগুরু হয়ে উঠেছেন।

এই লেখায় তিনি বারবার এটা প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে বাংলাদেশের রাজনীতিতে সবার এই ঐক্যমত্যে আসতে হবে যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। একথা ঠিক যে কোনো সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হলে সমাজের সদস্য-নেতৃত্ব সবাইকে নুন্যতম কিছু ভিত্তির উপরে কনসেনসাসে পৌছতে হয়। আগেরকার রাজতন্ত্রিক দেশগুলোতে সেই ভিত্তি ছিলো রাজার সার্বভৌম ক্ষমতা। আধুনিক যুগে বিভিন্ন দেশে, বিভিন্ন ব্যবস্থায় নানারকম নুন্যতম ঐক্যমত দেখা গেছে। যেমন সবার সমান অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সমতা এরকম আরো কিছু। কিন্তু এই সব কিছুর উপরে আধুনিক রাষ্ট্রে যে ঐক্যমত্যে দেশের সকল নাগরিক ও রাজনীতিবিদদের একত্রিত হতে হয় সেটি হলো আইন ও সংবিধানের শাসন। দেশের মানুষ ও রাজনীতি আইন ও সংবিধানের বিভিন্ন ধারার বিরোধিতা করতে পারে, সেটি নিয়ে রাজনীতি করতে পারে, কিন্তু যতক্ষন আইন ও সংবিধান বলবৎ রয়েছে সেটি মেনে চলবে এবং তা ভংগ করলে রাষ্ট্র ব্যবস্থা নেবে, এটিই হলো আধুনিক দেশশাসনের মূলভিত্তি।

রাষ্ট্রে কোনো একজন ব্যাক্তি অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা চেষ্টা ফ্যাসীবাদ প্রতিষ্ঠারই অন্যতম পদক্ষেপ। শেখ মুজিব বাংলাদেশের স্থপতি কিংবা জাতির পিতা, এটি কোনো ঐতিহাসিক সত্য নয় এটি একটি ঐতিহাসিক মত। শেখ মুজিব বাংলাদেশ রাষ্ট্রের আর্কিটেকচারাল  ব্লুপ্রিন্ট প্রস্তুত করে সেটি জাতিসংঘ থেকে পাশ করিয়ে আনেন নি কিংবা নিজ ঔরস থেকে কোটি কোটি বাংলাদেশীর জন্ম দিয়ে বার্থ সার্টিফিকেট নেন নি।আমাদের বুঝতে হবে যে জাতির পিতা, মহাবীর, দ্বিগ্ধীজয়ী, বিদ্যাসাগর, বিশ্বকবি এই রকম খেতাবগুলি কোন ঐতিহাসিকভাবে প্রাপ্ত সনদ নয় বরং ইতিহাসে অনেক মানুষ এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দেয়া টাইটেল মাত্র। এই খেতাবগুলির সারবত্তা নিয়ে যেমন ব্যাপক গ্রহনযোগ্যতা রয়েছে তেমনি এগুলির বিরূদ্ধে মতপ্রচারের পূর্ন অধিকারও রয়েছে। কোন দেশের প্রতিষ্ঠায় কে সবচেয়ে বড়ো, কার অবদান ছাড়া রাষ্ট্র জন্মই নিতো না, এই ধরনের মতামতগুলি কোনো আধুনিক রাষ্ট্রের রাজনীতি ও সমাজের মূল ঐক্যমত্যের ভিত্তি হতে পারে না। এই ধরনের ব্যাক্তিকেন্দ্রিক দাবী তোলাও আজকের দিনে হাস্যকর। আজকের পৃথিবী ব্যাক্তি বা বংশ-কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা থেকে অনেক আগেই উত্তরিত হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়লে অধিকাংশ সুস্থির মতের মানুষই এই সিদ্ধান্ত নেবেন যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যে মানুষটির একক অবদান সবার চেয়ে বেশী তিনি শেখ মুজিবুর রহমান। তারা এটাও বলবেন যে তার অবদানের ধারে কাছে কেউ নেই। কিন্তু এই ব্যাপক সমর্থন থাকা স্বত্তেও শেষ পর্যন্ত এটি একটি ঐতিহাসিক মত, ঐতিহাসিক সত্য নয়। অবদান, ভূমিকা, এসবই সাবজেক্টিভ ব্যাপার, অবজেক্টিভ নয়। এই ধরনের ব্যাপক প্রচলিত মত সম্পর্কে দ্বিমত করারও অবকাশ রয়েছে এবং যেকোন সভ্য রাষ্ট্রে সেই দ্বিমত করার সুযোগও অবশ্যই থাকতে হবে।

আমেরিকার রাজনীতির ইতিহাসে এ পর্যন্ত ৪৪ জন প্রেসিডেন্ট এর মধ্যে কে শ্রেষ্ঠ এবং কার অবদান সবচেয়ে বেশী এ নিয়ে বিতর্ক, র‍্যাংকিং লিস্ট করা এসব ইতিহাসবিদ এবং জনগন সবারই একটি বহু পুরাতন এবং নিয়মিত অভ্যাস। এই বিষয় নিয়ে প্রায় প্রতি বছরই কোনো না কোনো লিস্ট বের হয়। এই সব লিস্টে প্রায় অবধারিতভাবেই যে তিন জনের নাম এক, দুই ও তিন এর মধ্যে থাকে তারা হলো প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন, ষোড়শতম আব্রাহাম লিংকন এবং বত্রিশতম ফ্র‍্যাংকলিন রুজেভেল্ট। এদের মধ্যে আবার সবচেয়ে বেশীবার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আব্রাহাম লিংকন। ১৯৪৮ সাল থেকে ২০১১ পর্যন্ত করা বিশেষজ্ঞদের ১৭ টি বিভিন্ন সার্ভেতে লিংকন শ্রেষ্ঠতম বিবেচিত হয়েছেন ১০ বার, দ্বিতীয় শ্রেষ্ঠতম ৫ বার এবং তৃতীয় ২ বার। উইকিপিডিয়াতে এই আর্টিকেলটি বিস্তারিত রয়েছে (http://en.wikipedia.org/wiki/Historical_rankings_of_Presidents_of_the_United_States#Scholar_survey_results)। অর্থাৎ আমেরিকার প্রায় আড়াইশত বছরের ইতিহাসে আব্রাহাম লিংকন যে শ্রেষ্ঠতম নেতা কিংবা শ্রেষ্ঠের খুবই কাছাকাছি, এ বিষয়ে ইতিহাসবিদরা মোটামুটি একমত। শুধু ইতিহাসবিদরাই নন, এমনকি আমেরিকার সাধারন ও জনপ্রিয় ইতিহাসে আব্রাহাম লিংকন মোটামুটি প্রায় অতিমানবীয় অনন্য একজন সাধু-দার্শনিক-নেতা হিসেবেই পরিচিত, তার কাছের অবস্থানেও কেউ নেই।

এই যে মহান আব্রাহাম লিংকন, সেই লিংকনকে আমেরিকার দক্ষিন অংশ-যে দক্ষিনের বিরুদ্ধে রক্তক্ষয়ী সিভিল ওয়ারে উত্তরের নেতৃত্বে ছিলেন লিংকন- গত দেড়শত বছর ধরে কি ভাবে দেখা হয়? সোজা ভাষায় বলা যায় যে আমেরিকার দক্ষিনের শ্বেতবর্নের রক্ষনশীলেরা -যারা এখনো দক্ষিনের সবচেয়ে বড়ো এবং প্রভাবশালী অংশ- আব্রাহাম লিংকনকে শয়তানের সাক্ষাৎ অবতার হিসেবে মনে করে। এই মতামত শুধু দক্ষিনের সাধারন নাগরিকেরা নয়, দক্ষিনের রাজনীতিবিদরাও অকপটে প্রকাশ্যে বলতে কোনো দ্বিধা করে না। আমেরিকার রক্ষনশীলেরা এবং অন্যান্য অনেকেই প্রায় প্রতি বছরই বিভিন্ন বই-গবেষনা প্রকাশ করে যেখানে তুলে ধরা হয় যে আব্রাহাম লিংকন কিভাবে একটি অনাবশ্যক যুদ্ধের সূত্রপাত করে আমেরিকার জনগনের উপরে সবচেয়ে রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক অধ্যায়কে চাপিয়ে দিয়েছেন। এসব আমার মতামত নয় বরং অনেক আমেরিকান রক্ষনশীলের মত। তারা লিংকনকে ঘৃনা করার পেছনে যুক্তি হিসেবে কি বলে তা বোঝার জন্যে ২০১০ এ প্রকাশিত Abraham Lincoln: The Southern View (http://www.amazon.com/Abraham-Lincoln-The-Southern-View/dp/0982770006) বইটির সারসংক্ষেপের কয়েকটি লাইন তুলে ধরা যেতে পারে।

লেখক Lochlainn Seabrook এই বইটিতে দক্ষিনের চোখে যে লিংকনকে তুলে ধরেছেন সেই লিংকন একজন – “an unscrupulous demagogue and anti-Christian liberal who broke hundreds of laws; ignored and even subverted the Constitution; used money from the Yankee slave trade to fund his war; sanctioned the murder of both Southern blacks (who would not enlist in the Union army) and harmless Southern noncombatants (including women and children); had tens of thousands of innocent Northerners arrested, imprisoned, and sometimes tortured and executed without charge or trial; rigged the 1860 and 1864 elections; confiscated and destroyed private property; censored governmental debate over secession; and more. Throughout all of this, Southern historians estimate that some 3 million Americans, of all races, died in direct consequence of his actions.”

বলাই বাহুল্য লিংকনের শ্রেষ্ঠত্ব অথবা লিংকনের নিকৃষ্টতা, এই সবই ইতিহাসের ফ্যাক্ট নয় এগুলি ইতিহাসের মতামত। আর মতামত নিয়ে বিভাজন থাকতেই পারে।

এখন প্রশ্ন হলো যে আব্রাহাম লিংকন এর নেতৃত্ব ও তার উত্তরাধিকার নিয়ে আমেরিকার উত্তর ও দক্ষিনের এর তীব্র বিভাজনের জন্যে কি আমেরিকার রাজনীতির ক্রমাগত বিবর্তন ও উন্নয়ন থেমে রয়েছে? কোনো ভাবেই নয়, এই বিভাজনকে নিয়েই আমেরিকার গনতন্ত্র দিনে দিনে আরো বিস্তৃত ও সংহত হয়েছে। সিভিল ওয়ারে বিজয়ের পরে বিজয়ী উত্তর দক্ষিনকে এই আদেশ করে নি যে সবাইকে লিংকনের নেতৃত্বের শ্রেষ্ঠত্ব নিয়ে ঐক্যমত্যে পৌছতে হবে। প্রতিটি মানুষ ও রাজনৈতিক সংগঠনের রয়েছে নিজস্ব মত ধারন ও প্রচারের অধিকার। কিন্তু সবাইকে দেশের আইন ও সংবিধান মেনে চলতে হবে। আমেরিকার দক্ষিন যুদ্ধে পরাজয়ের পরে মৌলিক নাগরিক অধিকারের ক্ষেত্রে প্রদেশের উপরে ফেডারেল ইউনিয়নের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছে, সেটি মন থেকে মেনে নিয়েছে নাকি তার বিরুদ্ধে এখনো প্রচার করছে এটি দেশের সরকারের কোনো বিবেচনার বিষয় নয়, দেশের আইন মেনে চলছে কিনা এটিই সরকারের একমাত্র বিবেচ্য।

শুধু লিংকনই নয়, আজকের আমেরিকায় যদি কেউ বলে যে আমেরিকায় রাজনীতি করতে হলে স্বাধীনতা যুদ্ধের নেতা ও প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের শ্রেষ্ঠ ভূমিকা স্বীকার করতে হবে, তবে তাকে মানুষ পাগলের চেয়েও যুক্তিবিহীন বলে মনে করবে। আর সেই দেশে দীর্ঘদিন থেকে, সেই দেশ সম্পর্কে বিশেষজ্ঞ সেজে মুহম্মদ জাফর ইকবাল ফতোয়া দেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ‘ বঙ্গবন্ধু এই দেশের স্থপতি ‘ এই বিষয়ে সবার একমত হতে হবে।

বাংলাদেশের রাজনীতি আলোচনায় আমেরিকা-বৃটেন এর তুলনা আনলেই অনেকে হারে রে করে তেড়ে ওঠেন যে এই দেশের সমাজ, রাজনীতি, অর্থনীতির সাথে ঐসব দেশের যোজন যোজন পার্থক্য সুতরাং এই ধরনের তুলনার মাধ্যমে কোনো ন্যায়নীতি প্রতিষ্ঠার চেষ্টা করা অনর্থক বাতুলতা মাত্র। ঠিক আছে। তাহলে এবার এমন একটি দেশের ইতিহাস-রাজনীতিই দেখা যাক যেটি মাত্র ৬০ বছর আগেও অর্থনীতি ও রাজনীতিতে আমাদের দেশের অবস্থানের খুব কাছেই ছিলো।

পার্ক চুং হি (Park Chung-hee) একজন জেনারেল যিনি একটি ক্যু এর মাধ্যমে ১৯৬১ সালে দ: কোরিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করেন এবং এর পরে প্রায় একনায়কের মতোই ১৮ বছর দ: কোরিয়া শাসন করেন, যে শাসনের অবসান ঘটে ১৯৭৯ সালে আততায়ীর হাতে পার্ক নিহত হবার পরেই। পার্ক চুং হি তার শাসনামলেই আধুনিক কোরিয়ার অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি স্থাপন করেন এবং তাকে একারনেই বিশ্বজুড়ে Father of Korean Economic Miracle বলা হয়। টাইম ম্যাগাজিন তাদের মিলেনিয়াম প্রকাশনায় পার্ক চুং হি কে বিংশ শতকের শ্রেষ্ঠ দশজন এশিয়ানদের একজন হিসেবে নির্বাচন করেছিলো। আজ পর্যন্ত দ: কোরিয়ার ডানপন্থী রাজনীতির সমর্থকেরা পার্ককে তীব্র ভক্তির সাথে স্মরন করে। অনেকটা তার স্মৃতির উপরে ভর করেই পার্কের কন্যা পার্ক গুন হেই (Park Geun-hye) ২০১৩ সালে দ: কোরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

পার্ক চুং হি যেমন একদিকে দেশের বিপুল অংশের কাছে দেবতুল্য ভক্তির ধারক তেমনি আরেক বৃহৎ অংশের কাছে তীব্র ঘৃনার পাত্র। পার্ক তার শাসনের সময়ে বামপন্থী ও গনতান্ত্রিক রাজনীতি ও কর্মীদের উপরে চরম অত্যাচার ও নিষ্পেষন চালিয়েছেন। দেশের শ্রমিকদের অধিকারকে দলন করে বড়ো কোম্পানীগুলিকে সবরকমের সুবিধা দিয়েছেন। তার সময়ে কোরিয়ার নাগরিকদের রাজনৈতিক অধিকার বলতে কিছু ছিলো না। কোরিয়ার জনগনের পার্কের সময় হতে শুরু করে আরো অনেক দিন পর পর্যন্ত একের পর এক রক্তক্ষয়ী আন্দোলন করে অবশেষে সেখানে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে। এরকম আরো অনেক কারনেই দ: কোরিয়ার বিপুল অংশের কাছে পার্ক চুং হি একটি ঘৃন্য নাম।

দ: কোরিয়ার জনগনের মধ্যে তাদের সাম্প্রতিক ইতিহাসের প্রধানতম ব্যাক্তিত্ব নিয়ে যে এই বিশাল দ্বিভাজন, তার কারনে কি তাদের উন্নতি, প্রগতি বাধাগ্রস্থ হয়েছে? ১৯৭০ সালেও যখন দ: কোরিয়া আর উত্তর কোরিয়ার মাথাপিছু আয় একই সমান ছিলো সেখানে আজকে দ: কোরিয়ার মাথাপিছু আয় বাকশালী-ঐক্যমত্যের দেশ উ: কোরিয়ার চেয়ে প্রায় বিশগুন বেশী।

বস্তুত ইতিহাস নিয়ে ঐক্যমত্য ছাড়া এগুনো যাবে না এই ধরনের কথাবার্তার কোন সারবত্তা নেই। তৃতীয় বিশ্বের উপনিবেশ থেকে মুক্তিপ্রাপ্ত দেশগুলির ইতিহাস নিয়ে পর্যালোচনা করলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে যেসব দেশে মুক্তি সংগ্রামের গৌরবোজ্বল ইতিহাস নেই, যারা ঔপনিবেশিক প্রভুদের সাথে হ্যান্ডশেক করার মাধ্যমে নতুন দেশ হিসেবে আবির্ভুত হয়েছে, তারাই অর্থনীতি ও সমাজে বেশী উন্নতি করেছে। দেশের উন্নতির জন্যে ইতিহাস বা মতবাদ নিয়ে একমত হবার জন্যে যারা বেশী সরব তাদের অন্য কোন এজেন্ডা থাকে। এই এজেন্ডা অধিকাংশ ক্ষেত্রেই হলো দেশে ঘৃনার চাষ করে দ্বিভাজন সৃষ্টি করা। আর আমরা বার বার দেখেছি যে এই ঘৃনার দ্বিভাজন ও কৃত্রিমভাবে মতবাদের ঐক্যমত্যের চেষ্টাই গত কয়েক দশকে একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধ ও গনহত্যার জন্ম দিয়েছে।
এই ইতিহাস নিয়ে ঐক্যমত্যের উপরেই রয়েছে জাফর ইকবালের দ্বিতীয় ও মূল পয়েন্ট, মুক্তিযুদ্ধের চেতনা। জাফর ইকবাল বাংলাদেশে যেই ফ্যাসীবাদ প্রতিষ্ঠার জন্যে প্রাণাতিপাত করে চলেছেন সেই ফ্যাসীবাদের মূল ভিত্তিই হলো মুক্তিযুদ্ধের চেতনা (বা স্বপ্ন, যে নামেই বলুন জিনিষটি একই)। এই লেখাতে এবং এর আগেও তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপ্নের চেয়ে বড়ো কিছুই নেই।

“তাই যারা প্রাণ দিয়ে, রক্ত দিয়ে যুদ্ধ করে এই দেশটা এনে দিয়েছে তার যে স্বপ্ন দেখেছিল সেটাই হচ্ছে বাংলাদেশ। তাই এই দেশের রাজনীতি হোক, অর্থনীতি হোক, লেখাপড়া হোক, চাষ আবাদ হোক, গানবাজনা হোক, সুখ-দুঃখ মান-অভিমান হোক, কোনো কিছুই মুক্তিযুদ্ধের স্বপ্নের বাইরে হতে পারবে না। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির প্রথম মাপকাঠি হচ্ছে ‍মুক্তিযুদ্ধ। যারা এটিকে অস্বীকার করে তাদের এই দেশে রাজনীতি করা দূরে থাকুক, এই দেশের মাটিতে রাখার অধিকার নেই।” (০১/১৭/২০১৪)
http://www.priyo.com/2014/01/17/49312.html

মুক্তিযুদ্ধের স্বপ্নের বাইরে এই বাংলাদেশে একটি গাছের পাতাও নড়তে পারবে না এই বিশ্বাস হলো জাফর ইকবাল আর তার লক্ষ লক্ষ ভাবশিষ্যের ইমানের মূল স্তম্ভ।  কিন্তু এখানে শুভংকরের সবচেয়ে বড়ো ফাকি হলো যে এই যে অতীব গুরুত্বপূর্ন মুক্তিযুদ্ধের স্বপ্ন, সেই স্বপ্নটি আসলে কি তার কোনো কংক্রীট বিবরন এই সব ফ্যাসিস্ট প্রফেটদের কাছে আপনি কখোনই পাবেন না। মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে এই দেশের বিভিন্ন মত, বিভিন্ন বিশ্বাসের লক্ষ কোটি যুদ্ধে অংশগ্রহনকারী আর যুদ্ধ পলাতক মিলে কিভাবে একটিই বিশুদ্ধ আর মৌলিক স্বপ্ন দেখে ফেললো আর সেই স্বপ্নের খাবনামাও সেই সকলের কাছেও তর্কাতীত ছিলো, এই রহস্যের কোন ব্যাখা আপনি পাবেন না। ম্যাজিশিয়ানের ট্রিকের মতো মুক্তিযুদ্ধের স্বপ্নও দূর থেকে দেখা আলো আধারির স্টেজ শো, কাছে গিয়ে বিশ্লেষন করলেই সেটা আর স্বপ্ন থাকে না।

বেশী চেপে ধরলে মুক্তিযুদ্ধের স্বপ্নের দিশারীরা অবলম্বন করেন ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতিকে এবং তার ভিত্তিতেই মুক্তিযুদ্ধের চেতনার তাসের ঘর নির্মানের চেষ্টা করেন তারা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চার মৌলিক উপাদানেই তৈরী মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং সেই স্বপ্নের ভিত্তির উপরেই বাংলাদেশের রাজনীতি দাড় করাতে হবে এটাই শেষ পর্যন্ত দাবী করা হয়। এই দাবীটি যখন স্পষ্টভাবে বলা হয় তখনই এর শুভংকরের ফাকিটিও সবার কাছে স্পষ্ট হয়ে ওঠে।

জাতীয়তাবাদ নিয়ে এখানে বেশী কথা বলার দরকার নেই। জাতীয়তাবাদ নিয়ে এই দেশে এত লক্ষ লক্ষ পাতা আর শতকোটি শব্দ ব্যয় করার পরও জাতীয়তাবাদ নিয়ে সবার মাঝে যে কনফিউশন রয়ে গেছে তার বিন্দুমাত্র লাঘব ঘটে নি। ভৌগলিক, রাজনৈতিক, সাংষ্কৃতিক, নৃতাত্বিক, ধর্মীয় জাতীয়তাবাদের এই নানারূপের গোলোকধাধায় কোন একটি coherent মতবাদ পাওয়া প্রায় অসম্ভব। এই দাবী অনায়াসেই করা যায় যে বাংলাদেশে এখন এমন দুইজন শিক্ষিত নাগরিক পাওয়া যাবে না যারা জাতীয়তাবাদ বলতে পুরো একই রকম একটি বিশ্বাস ধারন করেন।

এরপরেই আসে মুক্তিযু্দ্ধের স্বপ্নের সবচেয়ে স্পষ্ট Achilles Heel সমাজতন্ত্রের কথা। লক্ষ্যনীয় যে এই সমাজতন্ত্র মানে পরবর্তীতে আরোপ করা সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি,  সোশ্যাল ডেমোক্র‍্যাসী এই ধরনের নির্দোষ, নিরীহ শ্লোগান নয়। ১৯৭২ এর সমাজতন্ত্র মানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সেই সংবিধানেই স্পষ্ট বলা আছে,

“১০/ মানুষের উপর মানুষের শোষন হইতে মুক্ত ন্যায়নুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশিত করিবার উদ্দ্যেশ্য সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে।”

এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আরো বিশদ বলা হয়েছে ১৩ অনুচ্ছেদে।

Somaj

সমাজতন্ত্র নিয়ে বিশদ আলোচনা করাও এই লেখার উদ্দ্যেশ্য নয়। শুধু একটি কথাই বলা যেতে পারে যে আজকের বাংলাদেশে কতোজন লোক মনে করে যে এই দেশের অর্থনীতির প্রধান ক্ষেত্র গুলি, যেমন শিল্প, গার্মেন্টস এই সবের জাতীয়করন করা প্রয়োজন? কারা মনে করে দেশের জন্যে দরকার আরো অনেক ‘দোয়েল ল্যাপটপ’ প্রজেক্ট? কয়জন মনে করে যে সমবায়ের ভিত্তিতে কৃষিকে পরিচালনা করতে হবে? কারা বিশ্বাস করে যে সারা দুনিয়ায় কালেক্টিভ অর্থনীতি ফেল মারার পরে এই বাংলাদেশেই সমাজতন্ত্র তার সমুজ্বল ভবিষৎ নির্মানের সূচনা করবে? সমাজতন্ত্র যদি মুক্তিযুদ্ধের স্বপ্ন হয়ে থাকে তবে সেই স্বপ্ন এইদেশে অনেক আগেই টুটে গেছে।

মুক্তিযুদ্ধের স্বপ্নের নামে যেই মতবাদটির যাবতীয় তর্ক-বিতর্কের মূলে রয়েছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা একটি আধুনিক, গনতান্ত্রিক, যুক্তিসম্মত আদর্শ। যে কোন আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যাক্তিই এর বিরোধিতা করতে দ্বিধা করবে। ১৯৭২ এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝানো হয়েছে,

dhormo

এখানে (ক), (খ) এবং (ঘ) অনুচ্ছেদ নিয়ে বিতর্কের অবকাশ নেই বললেই চলে। এমনকি যারা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করেন তারাও এই নীতিগুলির সরাসরি বিরোধিতা করবেন না বরং সমর্থনই করবেন। মূল বিতর্ক (গ) অনুচ্ছেদ নিয়ে। পৃথিবীর কোনো গনতান্ত্রিক দেশে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে রাজনীতি করার অধিকার খর্ব করা হয় নি। প্রতিটি গনতান্ত্রিক দেশে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে রাজনীতির অধিকার রয়েছে কারন এটি রাজনীতি করার মৌলিক অধিকার প্রশ্নেই অংগাগীভাবে জড়িত। কিন্তু এই বাংলাদেশেই, এই মূর্খ ফ্যাসীবাদীরা, এক অনন্য হবুচন্দ্র মার্কা রাজত্ব কায়েমের জন্যে এই ফ্যাসীবাদী মতকে দেশের উপরে চাপিয়ে দেবার জন্যে বদ্ধপরিকর।

ধর্মনিরপেক্ষতা বলতে এই ক্ষুদ্র, এলিটিস্ট গোষ্ঠী যে ফ্যাসীবাদী মতকে দেশের উপরে চাপিয়ে দিতে চান তার সাথে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কোন আত্মিক সংযোগ নেই। এটা ১৯৭১ এ ছিলো না, ১৯৭২ এও ছিলো না, আজকে আরো নেই। এই প্রসংগে আবুল মনসুর আহমেদ এর সেই ক্ল্যাসিক লেখা “আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর” এর লেখা স্মর্তব্য,

অথচ প্রকৃত অবস্থাটা এই যে, বাংলাদেশের স্বাধীনতায় পাকিস্তানও ভাংগে নাই “দ্বিজাতিতত্ত্ব”ও মিথ্যা হয় নাই। এক পাকিস্তানের জায়গায় লাহোর-প্রস্তাব মত দুই পাকিস্তান হইয়াছে। ভারত সরকার লাহোর প্রস্তাব বাস্তবায়নে আমাদের সাহায্য করিয়াছেন। তারা আমাদের কৃতজ্ঞতার পাত্র। দুই রাষ্ট্রের নামই পাকিস্তান হয় নাই, তাতেও বিভ্রান্তির কারণ নাই। লাহোর প্রস্তাবে “পাকিস্তান” শব্দটার উল্লেখ নাই, শুধু ‘মুসলিম-মেজরিটি রাষ্ট্রের’ উল্লেখ আছে। তার মানে রাষ্ট্র-নাম পরে জনগণের দ্বারাই নির্ধারিত হওয়ার কথা। পশ্চিমা জনগণ তাদের রাষ্ট্র-নাম রাখিয়াছে “পাকিস্তান”। আমরা পূরবীরা রাখিয়াছি “বাংলাদেশ”। এতে বিভ্রান্তির কোনও কারণ নাই।

—         ইংরেজ আমলের আগের চারশ বছরের বাংলার মুসলমানের ইতিহাস গৌরবের ইতিহাস। সেখানেও তাদের রুপ বাংগালী রুপ। সে রুপেই তারা বাংলা ভাষা ও সাহিত্য সৃষ্টি করিয়াছে। সেই রুপেই বাংলার স্বাধীনতার জন্য দিল্লীর মুসলিম সম্রাটের বিরুদ্ধে লড়াই করিয়াছে। সেই রুপেই বাংলার বার ভূঁইয়া স্বাধীন বাংলা যুক্তরাষ্ট্র গঠণ করিয়াছিলেন। এই যুগ বাংলার মুসলমানদের রাষ্ট্রিক, ভাষিক, কৃষ্টিক ও সামরিক মণীষা ও বীরত্বের যুগ। সে যুগের সাধনা মুসলিম নেতৃত্বে হইলেও সেটা ছিল ছিল উদার অসাম্প্রদায়িক। হিন্দু-বৌদ্ধরাও ছিল তাতে অংশীদার। এ যুগকে পরাধীন বাংলার রুপ দিবার উদ্দেশ্যে “হাজার বছর পরে আজ বাংলা স্বাধীন হইয়াছে” বলিয়া যতই গান গাওয়া ও স্লোগান দেওয়া হউক, তাতে বাংলাদেশের জনগণকে ভুলান যাইবে না। আর্য্য জাতির ভারত দখলকে বিদেশী শাসন বলা চলিবে না, তাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, রাজপুত, কায়স্থকে বিদেশী বলা যাইবে না, শুধু শেখ-সৈয়দ-মোগল-পাঠানদেরই বিদেশী বলিতে হইবে, এহেন প্রচারের দালালরা পাঞ্জাবী দালালদের চেযে বেশী সফল হইবে না। এটা আজ রাষ্ট্র-বিজ্ঞানের সর্বজন-স্বীকৃত সত্য যে, কৃষ্টিক স্বকীয়তাই রাষ্ট্রীয় জাতীয় স্বকীয়তার বুনিয়াদ। কাজেই নয়া রাষ্ট্র বাংলাদেশের কৃষ্টিক স্বকীয়তার স্বীকৃতি উপমহাদেশের তিন জাতি-রাষ্ট্রের সার্বভৌম সমতা-ভিত্তিক স্থায়ী শান্তির ভিত্তি হইবে॥”

– আবুল মনসুর আহমদ / আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ॥ [খোশরোজ কিতাব মহল – ডিসেম্বর, ১৯৯৯ । পৃ: ৬৩২-৬৩৮]

আসলে মুক্তিযুদ্ধের স্বপ্নের নামে জাফর ইকবাল এবং তার শিষ্যদের সকল আহাজারির মূলেই রয়েছে একটি জিনিষ, সেটি হলো গনতন্ত্র। তারা ভালোভাবেই জানে যে তারা যে মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাংলার জনগন ১৯৭১ এ দেখেনি আজও দেখে না। এই কারনেই গনতন্ত্রকে তাদের এতো ভয়। একারনেই নানারকম ছলছুতো, শর্ত দিয়ে গনতন্ত্রকে পর্দার আড়ালে ফেলতে তাদের এতো প্রচেষ্টা। জাফর ইকবাল যে গোষ্ঠীর প্রেরণাগুরু, মন্ত্রী-এশিয়াটিক ডিরেক্টর আসাদ্দুজ্জান নূর যেই গোষ্ঠীর যোগানদার, শামীম ওসমান-তাহের গং যে গোষ্ঠীর সিপাহসালার এবং শাহবাগীরা যেই গোষ্ঠীর ফুট সোলজার, সেই গোষ্ঠীর একটিই লক্ষ্য। সেই লক্ষ্য হলো বাংলাদেশে আওয়ামী ধর্মের একছত্র রাজত্ব কায়েম করা।

এই লক্ষ্য বাস্তবায়নের জন্যে তারা দেশের জনগনকে সরাসরি বাধ্যতামূলক প্রেসক্রিপশনও দিয়ে রেখেছেন। প্রথমেই আপনাকে শেখ মুজিবের নবুয়ত স্বীকার করতে হবে। এরপরে আওয়ামী আদর্শগুলিতে ইমান আনতে হবে। তারপরে সকল আওয়ামী বিরোধীকে ঘৃনাভরে বর্জন করতে হবে। এই প্রেসক্রিপশন মেনে নেয়ার পরেই আপনি যত ইচ্ছা রাজনীতি করতে পারেন। এর আগে রাজনীতি-গনতন্ত্র এসব কোনকিছুই বিবেচনা করা যাবে না।

বাংলাদেশের রাজনীতিতে এই সময়ে সবচেয়ে বড়ো বাস্তবতা যে দেশের ভাগ্য জনগনের হাতে নেই। একটি চরমপন্থী গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনার নামে বার্ষিক ১৫০ বিলিয়ন ডলার অর্থনীতির একটি আস্ত রাষ্ট্রকে কুক্ষীগত করে ফেলেছে। এই বাস্তবতা হতে চোখ ফিরিয়ে, জনগনের অক্ষমতাকে ভুলিয়ে দিতে ফ্যাসীবাদের প্রেরনাগুরু গনতন্ত্রকে তুচ্ছ করে একের পর এক ঐশীবাণী দিয়েই যাবেন প্রতিটি মাসে একের পর এক উপলক্ষকে আশ্রয় করে। আর সেই বাণী সোৎসাহে প্রচার করতে থাকবে চেতনায় বুদ হয়ে থাকা বাংলাদেশী হিটলার ইয়ুথ (Hitlerjugend)। স্টেডিয়ামে পতাকা নিষেধাজ্ঞা, বৃহত্তম পতাকা, লক্ষকন্ঠে জাতীয় সংগীত, এইসব Fascist Mass Spectacle এই প্রোগ্রামেরই অংশ।

18w91xufbk7ayjpg

পরিশেষে পুনরায় আবার মুক্তিযুদ্ধের স্বপ্ন বা চেতনা নিয়ে অতুলনীয় আবুল মনসুর আহমেদ এর ই আরেকটি বক্তব্য।

 “… জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার মহান আদর্শই আমাদের বীর জনগণকে মুক্তি-সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। তথ্য হিসাবে কথাটা ঠিক না। আওয়ামী লীগের ছয়-দফা বা সর্বদলীয় ছাত্র একশন কমিটির এগার-দফার দাবিতেই আমাদের মুক্তি-সংগ্রাম শুরু হয়। এইসব দফার কোনটিতেই ঐ সব আদর্শের উল্লেখ ছিল না। ঐ দুইটি ‘দফা’ ছাড়া আওয়ামী লীগের একটি মেনিফেস্টো ছিল। তাতেও ওসব আদর্শের উল্লেখ নাই।

বরঞ্চ ঐ মেনিফেস্টোতে ‘ব্যাংক-ইনশিওরেন্স, পাট ব্যবসা ও ভারি শিল্পকে’ জাতীয়করণের দাবি ছিল। ঐ ‘দফা’ মেনিফেস্টো লইয়াই আওয়ামী লীগ ৭০ সালের নির্বাচন লড়িয়াছিল এবং জিতিয়াছিল। এরপর মুক্তি সংগ্রামের আগে বা সময়ে জনগণ, মুক্তিযোদ্ধা ও শহীদদের পক্ষ হইতে আর কোনও ‘দফা’ বা মেনিফেস্টো বাহির করার দরকার বা অবসর ছিল না। আমাদের সংবিধান রচয়িতারা নিজেরা ঐ মহান আদর্শকে সংবিধানযুক্ত করিযাছিলেন। তাই জনগণ ও মুক্তিযোদ্ধাদের কাছে ঐ ভুল তথ্য পরিবেশন করিয়াছেন।

রাজনৈতিক নেতারা নিজেদের মতাদর্শকে জনগণের মত বা ইচ্ছা বলিয়া চালাইয়াছেন বহু বার বহু দেশে। সবসময়েই যে তার খারাপ হইয়াছে, তাও নয়। আবার সব সময়ে তা ভালও হয় নাই। পাকিস্তানের সংবিধানের বেলায় ‘ইসলাম’ ও বাংলাদেশের সংবিধানের বেলায় ‘সমাজতন্ত্র, জাতীয়তা ও ধর্ম-নিরপেক্ষতা’ও তেমনি অনাবশ্যকভাবে উল্লিখিত হইয়া আমাদের অনিষ্ট করিয়াছে। আমাদের জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে বহু জটিলতার সৃষ্টি করিয়াছে। এসব জটিলতার গিরো খুলিতে আমাদের রাষ্ট্র-নায়কদের অনেক বেগ পাইতে হইবে॥”

– আবুল মনসুর আহমদ / আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ॥ [খোশরোজ কিতাব মহল – ডিসেম্বর, ১৯৯৯ । পৃ: ৬২০-৬২১]

[আবুল মনসুর আহমেদ এর book excerpts are courtesy of FB blogger Kai Kaus   https://www.facebook.com/kay.kavus?fref=ts    ]

 

 

 

 

Jamaat should preempt sanctions

1


It’s now clear that the big winner in the first round of Upzilla Elections is Jamaat-e-Islami. The party contested in 23 seats and won in 12 in conjunction or independently of its political ally BNP.  This is a huge shot in the arms to JI who has been going through its most critical period since its revival in independent Bangladesh. The party has been beleaguered from all fronts in the last few months. The bulk of its apex leadership is either behind bars, waiting in the death row or lying six feet under. The Awami League government and its foreign friend have been quite successful in branding Jamaat as a violent and extremist party. Even western governments, on whose support BNP depended so much, have been hinting that they like BNP to dissociate it from Jamaat. Moreover, Jamaat is barred from taking part in elections in the foreseeable future and the court case of complete political ban is hanging over its shoulder like a sword on a thread. I would argue that JI must take this show of support and window of breathing space to preempt all sanctions by re-launching and re-branding itself as a new organization.

There is no doubt that Jamaat has considerable direct and indirect support throughout the country. Polls after polls conducted in the last few months have shown that although people of Bangladesh disproved of Jamaat’s rampant violence, a majority of them consistently supported its right to take part in politics and elections. However, Jamaat must not mistake the extent of public toleration as validation of its legitimacy. Even in a democracy, right and wrong are not determined by majority vote; a convicted criminal do not get to be absolved of crimes even if he is elected in office by a thumping majority. There is an indelible mark of Cain on JI-Bangladesh. It fought with the losing side in the War of Liberation of Bangladesh and actively collaborated with foreign invaders in committing atrocities against fellow countrymen. The state of Bangladesh has eminent right backed by widespread precedence to refuse continuance of such an organization even if that organization is tolerated by a large number of citizens.

Jamaat must be aware of the potential and peril awaiting before them. The arc of history of the last couple of decades have shown that conservative-religious politics in a democratic framework has great prospects in the developing nations. In this post ideological age religious values are often a source of conviction that other political ideals fail to muster. Throughout Muslim world, wherever  democratic politics is taking hold, Islamic parties that adopted practices of participatory democracy are gaining influence.  In Bangladesh too, there is a huge space for religious values politics. If the two main parties in Bangladesh continue in their trajectory of dynastic reign and control by cronyism, the space for religious value driven politics will only get wider.

Jamaat must see that the mainstream religious political space is Bangladesh is its to take if it can just only shed its criminal past. There is no other visible claimant, either from below or laterally. The wax and wane of Hefazot in 2013 has once again showed that subaltern politics in Bangladesh remains hopelessly inadequate to mount serious challenge to affect leadership of a country that has 150 million people and a interconnected economy of $ 150 billion. Only a religious party that has a deep bench of career politicians, processionals, academics, experts and thinkers can get a permanent place in the top rungs of power structure.

The prospects can turn very perilous for Jamaat too.  The seemingly ripple-less crack down on Muslim Brotherhood in Egypt has shown that international community has little sympathy for religious organizations that veers to radicalism to some extent even if they command generous public support. In Bangladesh politics, Jamaat’s fate is now largely dependent upon the jostling and maneuvering of the two contenders for power, AL and BNP. The business and professional class will demand a faster resolution to the maneuvers of balance of the two heavyweights and it will increasingly see a decision on Jamaat a quick way to downgrade the complexity and uncertainty of the political game.

We have read that Jamaat leadership has, from time to time, discussed overhauling and rebranding the organization under a new name. Allegedly, the main stumbling block was that the old guard regarded such a move as completely betrayal to hundreds of Jamaat activists (“martyrs” in its jargon)  that have died for the organization in political violence over the last three decades. Jamaat members should know that ‘Blood of Martyrs’ is the most often used but also most often useless excuse. Every political side have martyrs dying in every calendar day of the year. It is only by giving lip service to martyrs memories but going forward by passing them that the world functions at all. If every organization or entity in the world stuck unrelenting with their martyrs causes then the world will be a continuous free-form war.

Pragmatism is mostly a very dirty word for religious political parties because they often equate pragmatism with compromise with core beliefs. But it is pragmatism that has enabled thousand year old religions to survive and prosper in a ever changing world. If Jamaat can recast itself to a new organization and get rid of the fascistic components in its ideology, it will find that there is great prospect for them in Bangladesh political arena. If it fails to do so, few will mourn its disappearance, whichever way the end comes.

Of Causes and Means

2

by Shafiqur Rahman

Power Politics means political action characterized by exercise of power and especially of physical force by a political group as a means of coercion in the attainment of its objectives. Like many political terms with aggressive undertones, the term came from the Germans, machtpolitik, who were determined to set out to develop the archetypes in un-subtlety in political actions  in their not too distant past. In Bangladesh too, the main political parties have been engaging in naked power politics since the dawn of the new democratic era in 1991 but it has reached hitherto unknown depth of depravity this time around.

In the everyday violent melee of the power politics it is sometimes easy to lose sight of the strategies behind the tactics. With some presumption, it is not hard to divine the broad strategies behind the two warring faction. Basically the AL government is pursuing a two pronged strategy. Its preferred strategy is to get BNP to participate in an election managed and supervised by AL so that the next AL government gets the stamp of legitimacy from domestic constituents and international partners. Failing that, ALs second option is to try to paint Jamaat as full-fledged terrorist organization internationally and BNP as its patron-accomplice and manage the low level insurgency by BNP and Jamaat indefinitely while seating snugly at the throne of state power.

BNPs strategy is singular; it is going by the tested and proved way to pry open the governments grip on power by preparing the ground for a third party to intervene. BNP incapable of creating that scenario on its own, that’s why Jamaat is so indispensable to them now. Few can doubt that if BNP can achieve the goal of power politics without the help of Jamaat, it will discard Jamaat in an instance like an used tissue paper.

In pursuance of this strategy BNP is again following the manual of tactics to create maximum destabilization by interrupting the regular life of the country. But this year the BNP led opposition has upped the ante. Not only the life of the general people are being interrupted but also their life itself is being targeted. Especially the series of vehicle burning with people inside has aroused universal disgust and apprehension of this dastardly deed becoming regular part of Bangladesh politics.

The ruling Awami League on the other hand is using state power in unprecedented crushing of political opposition. Whole ranks of senior leadership has been rounded up and all mass-political activity has been clamped upon. In scenes reminiscing brutal foreign occupation, law enforcement agencies are using lethal forces without restraint.

In the daily barrage of the atrocities and excesses of the political power players it is easy to lose sight of the root cause that underlie this current round of confrontation. BNP wants a free and fair election; a election that most neutral observers agree that BNP will win handsomely. AL also recognizes that and that why it is determined to hold an election under its term and deny the people have its say. This foundational subtext of power politics is not due to any inherent virtue of the two parties, the situation is essentially reverse of what was in place in1996 and 2006. The only difference being that this time, opinion polls and local elections have repeatedly underscored this fact of ground.

The AL government is aware of the original sin of its position that is why it is throwing around a host of allegations about BNP to obfuscate the issue. BNP doesn’t want election, it wants to free war-criminals. BNP do not want to respect the rule of law as enshrined in the constitution recently amended by AL to uphold democracy. BNP wants to install a religious theocracy. BNP is colluding with hostile foreign entities. BNP wants to reverse the great developmental achievements of the AL government. BNP is joined in the hip with Jamaat, a terrorist organization. Terror tactics cannot be allowed to succeed. Terrorism is the biggest threat facing the country and so on.

Every time I hear this litany of complaint from AL leaders and apologists, I am reminded of the world’s most contentious issue, the Israel-Palestinian conflict. The global community broadly recognizes the fundamental injustice at the heart of the Is-Pal conflict, an occupying power appropriating land from a native people and denying them freedom to choose their own destiny. Again to obfuscate the core injustice, apologists of Israeli lebensraum employ myriad complaints against the Palestinians.

They say that Israel doesn’t have a reliable partner in Palestinians for peaceful settlement. Palestinians do not want peace. Palestinian authority is deeply in cahoots with religious absolutists and terrorists. Palestinians use heinous terror tactics. Palestinians are backed by foreign entities determined to annihilate Israel. Palestinians are living far better under Israeli occupation than their counterparts living in Arab absolutist regimes. Israel is an oasis of civilization and progress in the midst of a sea of barbarism. Sound’s familiar? And all the while Israel is busy changing the facts in the ground so that a peaceful settlement becomes all but impossible.

Just like Israel-Palestinian issue, the current political problem in Bangladesh is complex and there is no easy solution that will satisfy all parties. But this should not mask the simple injustice lying at the heart of the issue. The controversy about the means used in the political confrontation should not mask the cause of the conflict.

You arrogant ass! You killed us!

1

You arrogant ass! You killed us! অহংকারী গর্দভ! তুমি আমাদেরকেই মেরে ফেললে!

The Hunt for Red October মুভীটি অনেকেই দেখেছেন। সদ্যপ্রয়াত লেখক টম ক্ল্যান্সি’র থ্রিলার অবলম্বনে বানানো এই ছবিটিকে সাবমেরিন লড়াইএর যাবতীয় মুভীগুলির অন্যতম সেরা বলা হয় (সাধারনত জার্মান ক্ল্যাসিক Das Boot ছবির পরেই)/ টান টান, রুদ্ধশ্বাসের পুরো ছবিটির ক্ল্যাইম্যাকটিক একশন দৃশ্যটি থিলার এর চরম উৎকর্ষতায় উন্নীত। এই ক্ল্যাইম্যাক্স সীন থেকেই মনে দাগ কেটে থাকা উপরের লাইনটি নেয়া। নীচে ইউটিউবের দুই মিনিটের ভিডিওটিতে এই চূড়ান্ত মূহুর্ত গুলি আছে। তার আগে যারা ছবিটি দেখেন নি কিংবা উইকিপেডিয়া বা IMDb তে যাওয়ার সময় নেই, তাদের জন্যে কিছুটা অবতরনিকা।

৮০’র দশকের শুরুতে কোন এক তীব্র শীতের ভোরে এক সোভিয়েত নেভাল বেস থেকে প্রথম পে্ট্রলে বের হলো সোভিয়েত নেভীর নতুনতম সংযোজন, টাইফুন ক্লাস মিসাইল সাবমেরিন Red October। এই নতুন সাবমেরিনে প্রথম সংযোজিত হয়েছে এক রিভলিউশনারী প্রযুক্তি, ম্যাগনেটো-হাইড্রোডাইনামিক প্রোপালশন সিস্টেম, যেটা কোনো প্রপেলার ছাড়া নি:শব্দে পানি নীচে সাবমেরিনকে চালিত করবে। নি:শব্দে , রাডার এড়িয়ে চলতে পারাই সাবমেরিনের সবচেয়ে আকাংখিত বৈশিষ্ট্য। নতুন প্রযুক্তির এই নতুন সাবমেরিনের ক্যাপ্টেনের দ্বায়িত্ব দেয়া হলো সোভিয়েত নেভীর সবচেয়ে চৌকষ আর অভিজ্ঞ সাবমেরিনার মার্কো রেমিয়াস (শন কনোরী) কে। কিন্তু নেভীর উচ্চপদস্থ কর্মকর্তারা মোটেই আচ করতে পারে নি যে ক্যাপ্টেন মার্কো রেমিয়াস এর মনে রয়েছে সম্পূর্ন অন্যরকম বাসনা।

দীর্ঘদিন ধরে ধীরে ধীরে রেমিয়াস সোভিয়েত রাষ্ট্রব্যবস্থার উপরে বীতশ্রদ্ধ হয়ে উঠছিলেন। তিনি ভালোই বুঝতে পেরেছিলেন যে এই নতুন নি:শব্দ প্রযুক্তি শীতলযুদ্ধের ব্যালেন্স ওফ পাওয়ার কি রকম উল্টে দেবে। কারন এই প্রযুক্তির সাহায্যে ষোলটি নিউক্লিয়াস মিসাইল সমৃদ্ধ এক একটি টাইফুন-ক্ল্যাস সাবমেরিন একেবারে আমেরিকার উপকূলে চুপকরে বসে থাকতে পারবে এবং এর ফলে সোভিয়েত ইউনিয়ন যেকোন সময়ে অতি দ্রুত মিসাইল লন্চ করে ব্যালেন্স পাল্টে দেয়া আকস্মিক ফার্স্ট স্ট্রাইক ক্যাপেবিলিটি অর্জন করবে। রেমিয়াস সিদ্ধান্ত নেয় যে সে এই নতুন সাবমেরিন নিয়েই আমেরিকার পক্ষে ডিফেক্ট করবে যেনো এই প্রযুক্তি একটি পরাশক্তির কুক্ষিগত না থাকে। রেমিয়াস তার সাবমেরিনের অন্যান্য অফিসারদেরকেও আগে থেকে বুঝিয়ে সুজিয়ে সম্মিলিত ডিফেকশনের পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়। রেমিয়াস Red October ঘাটি ত্যাগ করার আগ মূহুর্তে পাঠানো এক চিঠিতে নেভীর উচ্চতম কর্মকর্তাদের তার ডিফেকশনের সিদ্ধান্ত জানিয়ে দেয়।

এই সংবাদটি পাওয়া মাত্রই সোভিয়েত নেতৃত্বে চরম তোলপাড় শুরু হয়। আটলান্টিকে থাকা সকল সোভিয়েট নৌযানকে আদেশ দেয়া হয় যেভাবেই হোক রেড অক্টোবরকে খুজে পেয়ে ধ্বংস করতে। রেড অক্টিবরের আমেরিকা যাত্রাপথে সবচেয়ে কাছা কাছি ছিলো সোভিয়েট অ্যাটাম সাবমেরিন (সাবমেরিন শিকারী) Konovalov আর আমেরিকান সাবমেরিন ইউএসএস ডালাস। এদের কাছে কিছুক্ষনের জন্যে রেড অক্টোবরের উপস্থিতি রাডারে ধরা পরে। এরপরেই শুরু হয় আটলান্টিকের গভীরে রেড অক্টোবর, কোনোভালভ আর ডালাস এই তিন সাবমেরিনের ইদুর-বেড়াল খেলা এবং এটিই ছবিটির মূল ঘটনা।

শিকারী সাবমেরিন কোনোভালভ এর ক্যাপ্টেনের দ্বায়িত্বে ছিলো ভিক্তর তুপোলেভ নামের একজন অফিসার। এই তুপোলেভ আবার রেড অক্টোবরের ক্যাপ্টেন রেমিয়াসেরই একজন প্রাক্তন ছাত্র এবং সাবমেরীন যুদ্ধের আসল দীক্ষাই তার হয়েছে রেমিয়াসের হাতে। কিন্তু অহংকারী, দূর্বিনীত এবং মতান্ধ তুপোলেভ, তার লিবারেল, জনপ্রিয় শিক্ষক রেমিয়াস মনে মনে আগে থেকেই তীব্র অপছন্দ করতো এবং এবার আসল সাবমেরীন যুদ্ধে তার শিক্ষককে হারিয়ে দিয়ে ধ্বংস করার সুযোগ পেয়ে তুপোলেভ একেবারে মরীয়া এবং একরোখা হয়ে পড়ে। রেড অক্টোবরকে ধাওয়া করার মধ্যে মরীয়া তুপোলেভ একের পর এক ঝুকিপূর্ন সিদ্ধান্ত নিতে থাকে। তুপোলেভ এর অধীনস্থ অফিসাররা, বিশেষত তার এক্স-ও (এক্সিকিউটিউভ অফিসার) বার বার তুপোলেভকে সতর্ক করে যে তার পদক্ষেপগুলি কোনোভালভকেই বিপন্ন করতে পারে। কিন্তু একগুয়ে, অহংকারী তুপোলেভ কোনো কথাই কানে তোলে না। আর জাহাজে ক্যাপ্টেনের আদেশের অমান্য করা মানে সরাসরি বিদ্রোহ করা, যা নেভীতে প্রায় অমার্জনীয় অপরাধ বলে বিবেচিত।

অ্যাকশনের চূড়ান্ত মূহুর্তে রেড অক্টোবরকে হাতের কাছে পেয়ে তুপোলেভ আরেকটি হটকারী সিদ্ধান্ত নেয়। সাবমেরীন থেকে নিক্ষেপ করা টর্পেডোতে একটি সেফটি সুইচ থাকে, যে সুইচটি নিক্ষেপের পর বেশ কিছুদূর যাওয়ার পরে অটোমেটিক্যালী ওফ হয়ে যেয়ে টর্পেডোর বিস্ফোরককে আর্মড করে ফেলে। এর কারন যদি সেফটি অন না থাকে, তবে এই সব টার্গেট সিকিং টর্পেডো সবচেয়ে নিকটস্থ জাহাজ হিসেবে, নিক্ষেপকারী সাবমেরীনকেই টার্গেট চিহ্নিত করে ঘুরে আসতে পারে। রেড অক্টোবর যখন খুব কাছে, তখন এক্স-ও’র তীব্র আপত্তি উপেক্ষা করে, নিজেই সুইচ টিপে, তুপোলেভ কোনোভালভ সাবমেরিন থেকে সেফটি ওফ করা টর্পেডো ছুড়ে রেড অক্টোবরের দিকে।

রেড অক্টোবরের ক্যাপ্টেন রেমিয়াসের কৌশলের ফলে শেষ মুহুর্তে তুপোলেভ এর ছোড়া টর্পেডো ঘুরে আসে তার সাবমেরীন কোনোভালভ এর দিকেই অমোঘভাবে। যখন নিশ্চিৎ মৃত্যু আর মাত্র কয়েক সেকেন্ড দূরে, তখন তুপোলেভ এর এক্স-ও তীব্র ঘৃনাভরে তুপোলেভকে বলে

You arrogant ass! You killed us! অহংকারী গর্দভ! তুমি আমাদেরকেই মেরে ফেললে!

একেবারে শেষমুহুর্তে নিস্ফল গালি দেবার চেয়ে আগে থেকেই কোনো পদক্ষেপ নেয়া দরকার নয় কি?

Awami League’s Rite of Passage

To any progressive, dispassionate observer of Bangladesh politics, one thing must seem very puzzling and intriguing. He would wonder, why Awami League, one of the two main political parties that has experience of governing this diverse country for many years, is still so intolerant, fundamentalist and exclusionary in its words and outlook? Why cannot Awami League accept that there are other political parties in the country that have values and programs that are respectable and legitimate by the criteria of any other democracies in the world? Why does Awami League think that it has a divine mandate to rule the Land of Bangalees and all other parties with stints in power are usurpers? Why does Awami League supporters still so underestimates the popular support base of their opponents in spite of suffering repeated humiliating defeats in fair elections accepted by everyone else? Why do Awami League intellectuals still think that they can pass off their highly parochial, ethnic and history based cultish ideology as progressive liberalism in this day and age?

The answers to these questions are surely complex and require analysis comprising hundreds of thousands of words but I think a deceptively simple answer underlies as a unifying strand among all the analyses. I think a simple answer is that Awami League didn’t have the benefit of a simple rite of passage that would hand deliver it to political maturity and normalcy. In the absence of that rite of passage, Awami League is still stuck in an emotional age of political juvenility.

Rites of passage are ceremonial occasions that celebrate a person’s passage from one significant stage of life to another. Everybody knows about popular rites of passage like the Jewish Bar Mitzvah or the Baby Shower of the first expectant mother. The political rite of passage that Awami League missed out is the normal Bangladeshi experience of a governing party to lose power in face of wide and violent popular unrest. Awami League has not yet lost power by yielding to a popular street movement and thus missed out its rite of passage.

[This was a Bangla post before, now it is translated for timely relevance]

 

১৯৭৩ আর ২০১৩

১৯৭৩ সালের সংসদ নির্বাচনে যখন আওয়ামী লীগের নিরংকুশ বিজয় সুনিশ্চিত, শেখ মুজিবের জনপ্রিয়তা যখন তুংগে, তখনো এই আওয়ামী লীগের তৎকালীন সরকার কারচুপি, জালিয়াতি, ভোট ডাকাতির মহোৎসব করে ২৯৩ আসনে জয় এনেছিলো। আজকে যখন এই দলটির পরাজয় নিশ্চিৎ, যখন তীব্র জনরোষের ভয়ে দলটি আশ্রয় নিয়েছে দেশী-বিদেশী মার্সেনারীদের দেয়ালের পিছনে, তখন কোন পাগলে বিশ্বাস করতে পারে যে এই দলটি কোন সুষ্ঠু নির্বাচনে আগ্রহী?

“Electoral irregularities in Bangladesh began at the time of the first post-liberation parliamentary elections held in March 1973. Although the charisma of Sheikh Mujibur Rahman and the popularity of the Awami League all but guaranteed victory for the party at the polls, the elections were marred by numerous malpractices. The Awami League’s determination to win a total victory led the party to engage in a reign of terror against its opponents in prestige constituencies; opposition candidates were prevented from filing or were forced to withdraw their nomination papers, and ballot boxes were stolen and replaced by new ones stuffed with Awami League votes.”

(Page 377) Corruption and Criminalization of Politics in South Asia. By  Stanley A Kochanek

Routledge Handbook of South Asian Politics: India, Pakistan, Bangladesh, Sri Lanka, and Nepal (Routledge Handbooks) 

Paul R. Brass (Editor) April 2010. 

 

রাজনীতিবিদ​রা এবং আমাদের ঘৃনা !!! – Rahul Reza

আমি ফেসবুক এবং ব্লগ এ বাংলাদেশ এর শিক্ষিত ! সমাজের Activity গুলো কে নির্মল বিনোদন মনে করি । আমি মনে করি না, বাংলাদেশের জাতীয় জীবনে এর কোনো প্রভাব আছে বা থাকবে । আমি জানি , আমার এই প্রথম ২টি বাক্য পড়েই সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়বেন ।  ঝাঁপিয়ে পড়তে থাকুন – এর মাঝে আমি ২টা কথা বলে নিই । ফেসবুক এবং ব্লগে সবচেয়ে লিখিত উক্তি হলো-” শালা এই পলিটিশিয়ানদের জন্য দেশের এই অবস্হা অথবা কোথাও ভালো কিছু হয়েছে– কেউ বলছে দেখুন দেশ এগিয়ে যাচ্ছে- অন্য একজন সেই ফেসবুক এর ফিড এ গিয়ে লিখছেন — ব্লাডি পলিটিশিয়ান রাই দেশটা ১২ টা বাজাচ্ছে-নতুবা-দেশটা কোথা য় চলে যেত”- কারা লিখছে বা বলছে এই কথাগুলো –যারা বাংলাদেশের সব চেয়ে মেধাবী এবং শিক্ষিত ! সমাজ। মূল কথা হলো , আপনারা যত সংখ্যক লাইক পান না কেন অথবা যত বড় ব্লগার হোন না কেন , এই দেশ এর পরিবর্তনে আপনারা কোনো ভূমিকা রাখতে পারছেন না বা আপনাদের ভূমিকা শূন্য । জনাব ফেসবুকার , ব্লগার আপনার স্টাটাস ঢাকা থেকে এরিয়াল দূরত্ব ৪০ কিমি এর এক হাওর গ্রামের কৃষক  কে ভাব তাড়িত করে না । এই গ্রামে ঢাকা থেকে  যেতে ১২ ঘন্টা লাগে– মাত্র  !!! । 
 
আপনারা স্বপ্ন দেখতে থাকুন , আমার গ্রামের কৃষক , তার আই ফোন বা ল্যাপ টপে , ফেসবুকে আপনার স্টাটাস পড়ে সচেতন হবে আর জাগরিত হবে আর বাংলাদেশ  সহসাই  সোনার বাংলা হয়ে যাবে । দিন শেষে  আওয়ামী লীগ বা বিএনপি র নেতা / কর্মী দের দ্বারাই তারা পরিচালিত হন-খারাপ বা ভালো সেটা যেভাবেই হোক না কেন । হয়তো বা অবশ্যই এরা দূর্নীতিবাজ , সন্ত্রাসী বা খারাপ। কিন্ত এরা এই কৃষক আর আপমর সাধারন মানুষের সাথে থাকে । আপনি মনে করছেন -আপনার অনলাইন এক্টিভিটি দিয়ে তাদের প্রভাবিত করবেন- নো ওয়ে-আপনি বোকার স্বর্গে বাস করছেন । তারা আপনার চেয়ে হয়তো মেধাবী না হতে পারেন – কিন্তু আপনার চেয়ে এক কাঠি সরেস এবং সুচতুর । আপনাকে খুব বাহবা দিবে-আপনি মার্ক্স পড়ছেন, কোরান পড়ছেন, দেশের দূর্নীতি নিয়ে ভাবছেন –কিন্তু  এজেন্ডা বাস্তবায়ন করবেন তার নিজের মত করে । আপনি মনে করছেন-সৈয়দ আবুল হোসেন কে আপনি অনলাইনে ফাটিয়ে ফেলেছেন বা আমানুল্লাহ আমান কে ধরাশায়ী করে ফেলেছেন বা শহীদ উদ্দীন চৌধুরীকে সন্ত্রাসী বা রাজাকার বানিয়ে ফেলেছেন অথবা সুরন্জিত বাবু কে কালো বেড়াল বানিয়ে ফেলেছেন– কোনো লাভ নাই– মাদারীপুর এর লোক ঠিক আবুল হোসেন কে এমপি বানিয়ে আনবেন– কেরানি গন্জ এর মানুষ ঠিকই আমান কে ভোট দিবে — লক্ষীপুর এর মানুষ ঠিকই এ্যানি কে জয়যুক্ত করবে– সুনামগন্জ এর লোক ঠিকই আপনাদের চোখকে পাল্টি মেরে সুরন্জিত কে নির্বাচিত করে আনবে । আপনারা মনে করছেন অনেক বড় গন জাগরন করে ফেলেছেন -সেইটা আপনার ল্যাপটপে আর শাহবাগে । অবাক হয়েন না, যদি জামাত ৫ বা তারও অধিক সীট নিয়ে আসে ।মূল কথা হলো আপনারা হলেন আমাদের রাজনীতি বিদ দের কাছে দুধ-ভাত -কোনো বেইল নাই। পরিশেষে একটা কথা বলি– বাংলাদেশের     সকল রাজনীতিবিদ দের সালাম জানাই-তারা এক চিমটি  পরিমান হলেও আপনাদের চেয়ে দেশ প্রেমিক । কেন সেইটা -আর একদিন বিস্তারিত বলবো। 
বি: দ্র: এই লেখার ” আপনাদের” শ্রেনীতে আমিও অর্ন্তভুক্ত

চেতনা বনাম গনতন্ত্র

2

গত কয়েকমাসে আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবিদের বিভিন্ন কলাম ও টকশো এর বক্তব্যগুলি থেকে একটি টকিং পয়েন্ট বার বার উঠে এসেছে। যখনই তারা প্রশ্নের সম্মুখীন হয়েছে যে এককভাবে জনগনের ইচ্ছার বিরুদ্ধে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে আওয়ামী সরকার গনতন্ত্র ও ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কি না, তখনই তারা নানাভাবে ইতস্তত করে একটি বক্তব্যই বার বার বলেছে। তারা বলে থাকে যে গনতন্ত্র ও মানুষের ভোটাধিকার অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে যারা দেশের ‘স্বাধীনতার চেতনা’র বিরুদ্ধে, যারা যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দেয়, তাদেরকে কি আমরা আবার ক্ষমতায় আসতে দিবো কি না। তারা বলে যে নির্বাচনের আগে আমাদের ‘মুক্তিযুদ্ধের চেতনা’র পক্ষ বিপক্ষের ক্ষমতা নিয়ে মীমাংসা করতে হবে। এই বক্তব্যের পরে অনিবার্য প্রতিপ্রশ্ন এসে যায় যে তবে কি এখন মুক্তিযুদ্ধের চেতনা এবং গনতন্ত্র সাংঘর্ষিক? সংগত ও বোধগম্য কারনেই এই প্রশ্নটি আমরা এতোদিন গনমাধ্যমে উপস্থাপিত হতে দেখি নি।

কিন্তু এখন এই অবস্থার পরিবর্তন ঘটছে। গতকাল ইন্টারনেটে একটি টকশো এর অংশ দেখছিলাম। বুধবারে ‘বৈশাখী’ চ্যানেলের এই টকশোতে উপস্থিত দুই ব্যাক্তিত্বই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতিনিধি বলে পরিচিত। সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ও কলামিস্ট অধ্যাপক মমতাজউদ্দীন পাটোয়ারী। অনুষ্ঠানে চলার সময়ে অধ্যাপক পাটোয়ারীর নানা বক্তব্যের প্রতিক্রিয়ায় উপস্থাপক অবশেষে প্রশ্নটি করেই ফেললেন যে, “আজকের দিনে কি পরিস্থিতিটি কি মুক্তিযুদ্ধ বনাম গনতন্ত্রের লড়াইতে এসে দাড়িয়েছে’? খুব সংগত কারনেই রাজনীতিবিদ ও বুদ্ধিজীবি দুজনেই এই প্রশ্নটি এড়িয়ে গেলেন। কিন্তু জনগনের চিন্তার মধ্যে এই প্রশ্নটি এড়ানোর কোন উপায় নেই। আজকে এই প্রশ্নটি সবার সামনে জ্বলন্ত হয়ে উপস্থাপিত হচ্ছে যে চেতনা ও গনতন্ত্র কি মুখোমুখি সংঘর্ষে উপস্থিত?

যেকোন রাজনৈতিক দ্বন্দ্বই কয়েকটি স্তরে বিন্যস্ত থাকে। একেবারে সামনা সামনি সবচেয়ে প্রত্যক্ষ লড়াই হলো ব্যাক্তির সাথে ব্যাক্তির (যেমন খালেদা বনাম হাসিনা)/ এর পরের স্তর বলা যেতে পারে এই লড়াই দল ও সমর্থকদের মধ্যে। আরো উচ্চস্তরে রাজনৈতিক প্রতিযোগিতা হলো চিন্তা ও আদর্শের মধ্যে দ্বন্দ্ব। এই বছরে চিন্তার জগৎ এ রাজনৈতিক দ্বন্দ্বকে অনেক রকম লেবেল দেয়া হয়েছিলো, বিচার বনাম অবিচার, ধর্মীয় মৌলবাদ বনাম ধর্মনিরপেক্ষতা, এরকম আরো বেশ কিছু। কিন্তু এই সব লেবেল পরিত্যাক্ত হয়ে, শেষ পর্যন্ত নির্বাচনের সামনে এসে এই মতবাদের লড়াই পর্যবাসিত হয়েছে চেতনা ও গনতন্ত্রের মধ্যে।

দেশজুড়ে সমর্থকেরা যেভাবেই এই রাজনৈতিক দ্বন্দ্বকে দেখুক না কেনো, দুই বৃহৎ প্রতিপক্ষ রাজনৈতিক নেতারা ও কর্মীরা কিন্তু খুব ভালোভাবেই জানে এই লড়াই শুধুমাত্র পার্থিব ক্ষমতার লড়াই। বাংলাদেশে এখন ক্ষমতায় আসীন হওয়া মানে সাম্রাজ্যের অধিপতি হওয়া সহ আলাদীনের চেরাগ পাওয়া। আর ক্ষমতা থেকে বিচ্যুত হওয়া মানে বনবাসে নির্বাসন, নির্যাতন, ক্ষেত্রবিশেষে মৃত্যু পর্যন্ত। সুতরাং তারা খুবভালো করেই জানে এই লড়াই আসলে কিসের জন্যে।

এই রাজনীতিবিদদের কাছে বিভিন্ন রকম চিন্তা-আদর্শের বুলি হলো ক্ষমতার জন্যে তাদের নগ্ন-লোভী যুদ্ধকে জনসাধারনের কাছ থেকে ঢেকেঢুকে রাখার জন্যে একটি ছদ্মাবরন মাত্র। কিন্তু রাজনীতির সমর্থকেরা, যারা একেকটি রাজনৈতিক পরিচয়ের সাথে নিজের আত্মপরিচয় এক করে ফেলেছে, তাদের কাছে এই দ্বন্দ্ব হলো চিন্তা ও আদর্শের লড়াই, যে লড়াই এর জয় পরাজয়ে নির্ধারিত হয় নিজের আত্মপরিচয়েরও স্বীকৃতি। রাজনীতিবিদদের সরাসরি লড়াই এর চেয়ে কিন্তু এই চিন্তা ও আদর্শের লড়াই কম গুরুত্বপূর্ন নয় কারন সময়ের দীর্ঘমেয়াদী স্কেলে, ব্যাক্তিত্ব ও দল ছাপিয়ে এই চিন্তার লড়াইটিই বৃহৎ জনগোষ্ঠীকে ঐতিহাসিক পরিবর্তনের পথ দেখায়।

২০১৩ এর শেষে, এই রাজনৈতিক সংঘর্ষ ও চিন্তার লড়াই কিন্তু অনেক আগে থেকেই স্পষ্ট অনিবার্য ছিলো। ২০১১ তে একক ইচ্ছায় তত্বাবধয়ক সরকার ব্যবস্থা তুলে দেয়ার সময়েই এই সংঘর্ষের স্ক্রীপ্ট লেখা হয়ে গিয়েছিলো। যেকোন সচেতন নাগরিকের কাছে এটাও স্পষ্ট ছিলো যে ক্ষমতা নামের আলাদীনের চেরাগকে সুসংহত করতেই ক্ষমতাসীন দল এই অজনপ্রিয় পদক্ষেপ নিয়েছিলো। ক্ষমতাসীন দলের সমর্থকেরা এই স্পষ্ট রাহাজানিটিকে জনতার সমানে গ্রহনযোগ্য করে তোলার জন্যে নানারকম মজাদার কথাবার্তা উপস্থাপন করতো। একটি কথা এই গ্রীষ্মে প্রায়ই শোনা যেতো যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে গনতন্ত্রকে সুসংহত করার জন্যে বদ্ধপরিকর। তিনি নাকি তত্বাবধায়ক নামের জোড়াতালি ব্যবস্থা বাদ দিয়ে পুরোপুরি নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যেতে চান এবং এটিকেই তার সবচেয়ে বড়ো লিগ্যাসী হিসেবে প্রতিষ্ঠিত করে যেতে চান।

কিন্তু গত কয়েকমাসে নির্বাচন কমিশনের একের পর এক বিতর্কিত পদক্ষেপে ও সাজানো নির্বাচন থেকে বিএনপি’কে যে কোন প্রকারে থেকে দূরে রাখার চেষ্টার মধ্যে স্পষ্ট হয়ে গেছে যে আসলে পুরোটাই ছিলো সেই পুরাতন ক্ষমতাসীনদের ক্ষমতাকে কুক্ষীগত রাখার চেষ্টামাত্র। সর্বশেষ যে খোড়া অজুহাত ছিলো সংবিধান সমুন্নত রাখার দৃঢ়তা, সেটিও জনতার সামনে হাস্যকরভাবে বাতিল হয়েছে মন্ত্রীদের পদত্যাগের অ্যাবসার্ড নাটকের মতো ঘটনায়। এখন চেতনা ছাড়া আর কোন আদর্শের তীর নেই তূনীরে।

বর্তমানের এই চেতনা এবং গনতন্ত্রের দ্বন্দ্বে দেশের জনগনের অবস্থান কোথায়? আগের দিনের মতো এই প্রশ্নের উত্তর খোজার জন্যে এখন আর বুদ্ধিজীবি-বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। আমরা এখন জনমত জরীপের যুগে প্রবেশ করেছি, এটা পুরাতন রাজনীতি বিশেষজ্ঞরা বুঝতে যত দেরীই করুক না কেন। এই বছরে প্রকাশিত চার-পাচটি জরীপে বের হয়ে আসা ফলাফল দ্ব্যর্থহীন, দেশের কমপক্ষে ৭০ -৮০% জনগন চায় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, কারন তারা মনে করে কোন রাজনৈতিক সরকার তাদের ভোটাধিকারের সুরক্ষা করবে না। আর যারা আওয়ামী লীগ ও বিএনপি’র ক্ষমতার লড়াইকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে-বিপক্ষের লড়াই বলে অভিষিক্ত করেন, তাদের এই মতই জনতার মধ্যে কতটুকু প্রতিফলিত? সর্বশেষ প্রকাশিত জরীপগুলোতে দেখা গেছে এখন বিএনপি’র জনপ্রিয়তা ৫০% এর উপরে আর আওয়ামী লীগের জনপ্রিয়তা নিম্ন তিরিশ কিংবা তারও নীচে।

রাজনীতির লড়াইকে বুদ্ধিজীবি-সমর্থকেরা যে কোন আদর্শিক লেবেলই লাগাক না কেন, জনগনের কাছে এটি সেই পুরাতন ক্ষমতাসীন আর ক্ষমতাসীনদের সড়ানোর জন্যে একমাত্র সক্ষম প্রতিপক্ষেরই লড়াই।আওয়ামী লীগ-বিএনপি’ লড়াইতে এই জনমতের এই বিপুল পরিবর্তনের কারনটাও প্রথম পরিসংখ্যানটিই স্পষ্ট করে দেয়। কুশাসনের প্রতিযোগিতায় এই দুই দলের অতীত কেউ কারো চেয়ে কম কলংকিত না হলেও জনগন জানে এই সময়ে কোন দলটি তাদের ভোটাধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্রে মগ্ন। সাধারন জনতার কাছে গনতন্ত্রের একমাত্র অবশিষ্ট অধিকার, ভোটাধিকারকে নিয়ে চরম অবিবেচক পদক্ষেপই ক্ষমতাসীন দলের গনভিত্তিতে বিশাল ফাটল ধরিয়েছে।

চেতনার পক্ষের যারা কিছুটা বাস্তব সচেতন তারা আর এখন দেশের রাজনীতি ও জনসমর্থনের ভূপ্রকৃতির এই স্পষ্ট রূপটিকে অগ্রাহ্য করতে পারে না। এদের অনেকেই এখন সরাসরি বলে যে গনতন্ত্রের ভোটের মাধ্যম্যে দুই কুকুরের ক্ষমতার হাড্ডি নিয়ে চলা দশকের পর দশক লড়াই এর চেয়ে তাদের কাছে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও তার রায়ের পূর্ন বাস্তবায়ন হওয়া অনেক বেশী গুরুত্বপূর্ন। তারা বলে যে যতক্ষন না দেশের জন্মলগ্নের এই আদি কলংকের মোচন ঘটছে ততক্ষন মানুষের ভোটাধিকারের সুষ্ঠু প্রয়োগ হলো কি না এটি তাদের কাছে বড়ো বিবেচ্য নয়। কোনো সন্দেহ নেই যে এই অত্যেন্ত সচেতন নাগরিকদের এই মতটির পেছনে যুক্তি আছে, ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে চলমান বিচার প্রক্রিয়া যে পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়বে এতে কোন সন্দেহ নেই। কিন্তু পাচ বছর সময় পাওয়ার পরও বিচারের অজুহাতে গনতন্ত্রকে আপাতত পর্দার অন্তরালে সড়িয়ে রাখার এই চিন্তাটি দেশের জনগনের বৃহদংশ তো দূরের কথা, এক উল্লেখযোগ্য অংশই ধারন করে কি না সেটি নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। আর গনতন্ত্রে একজন উচ্চশিক্ষিত, চেতনায় ভরপুর নাগরিকের মতামত, আর নয় কোটি নিরানব্বই লক্ষ, নিরানব্বই হাজার, নয়শ নিরানব্বই জনের চেয়ে সামান্যতম বেশী দামী নয়। চেতনার অজুহাতে একটি ক্ষুদ্র অংশের মতকে জনগনের বৃহদংশের উপরে চাপিয়ে দেয়ার প্রতিক্রিয়া অবশ্যই হবে চেতনার জন্যে অনেক বেশী প্রতিকূল।

আমাদের দেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ন একটি ফ্যাক্টর হওয়া সত্বেও এই চেতনার স্বরূপ কি কিংবা দেশের জনগনের মধ্যেই এর প্রতিফলন কতটুকু, এই সব নিয়ে নিরাবেগ আলোচনা কখনো হয় নি। এর অন্যতম কারন অবশ্যই হলো যে এই চেতনা, যুদ্ধাপরাধ ও যুদ্ধাপরাধীদের মতো অমীমাংসিত বিষয়ের কারনে আমাদের কাছে অতীতের কোন ব্যাপার নয় বরং জলজ্যান্ত বর্তমানে তীব্র আবেগের আধার। তবে আশা করা যায় যে অবশেষে ২০১৩ এই তুমুল ঘটনাপ্রবাহ যখন স্তিমিত হয়ে যাবে তখন আমরা এই অতি প্রয়োজনীয় আলোচনাটি শুরু করতে পারবো। আমি এই লেখায় মুক্তিযুদ্ধের চেতনা বিশ্লেষনের মতো বিশাল কাজ নেয়ার স্পর্ধা করতে পারি না তবে লেখার মূল বক্তব্য তুলে ধরার জন্যেই চেতনা নিয়ে কিছু কথা সংক্ষেপে হলেও বলা প্রয়োজন।

মুক্তিযুদ্ধের চে্তনা বলতে কি বুঝায় এই প্রশ্নের উত্তরে বহুদিন ধরে স্ট্যান্ডার্ড উত্তর ছিলো আমাদের ১৯৭২ এর সংবিধান এর চার মূলনীতি, বাংগালী জাতীয়তাবাদ, গনতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। সময়ের সাথে সাথে এক অখন্ড চেতনার সাথে এই চার মূলনীতির সামন্জস্যতা নিয়ে মানুষের মনে প্রশ্ন এলেও এসব নিয়ে প্রকাশ্যে আলোচনা খুব কম হয়েছে। এর কারন অবশ্যই মুক্তিযুদ্ধের মতো ইতিহাসে একক ঘটনার সাথে এই নীতিগুলিকে সম্পৃক্ত করে ফেলা। কিন্তু এখন আর এই অসামন্জস্যতাগুলো এড়ানোর কোনো উপায় নেই। গনতন্ত্রের সাথে সমাজতন্ত্র সামন্জস্যপূর্ন নয়। জাতীয়তাবাদের মতো একটি রক্ষনশীল মতবাদের স্থান উদার গনতন্ত্রে কতটুকু এনিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বর্তমানে তো বটেই, সেই মুক্তিযুদ্ধের সময়েও মুক্তিকামী সংগ্রামীদের কতজন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিলো সেটি নিয়েও প্রশ্নের অবকাশ আছে।

চেতনা হলো মানুষের মনের মধ্যে উৎসারিত বৃহৎ কোন অনুভূতি, কিন্তু কোন দুটি মানুষের মন যেমন এক রকম হয় না ঠিক তেমনি কোনো দুটি মানুষের চেতনা অবিকল এক হয় না। মুক্তিযুদ্ধের মত বিশাল ঘটনার পরিপ্রেক্ষিতেও প্রতিটি মুক্তিকামী যোদ্ধা, জনতা ও নেতা পুরোপুরি একই রকম চেতনায় আন্দোলিত হয় নি, প্রত্যেকের ব্যক্তিগত জীবন, অভিজ্ঞতা ও মানসিকতার পার্থক্যে চেতনার মধ্যেও কমবেশি পার্থক্য ছিলো। কিন্তু আমরা যদি চেতনাকে একটি অখন্ড বোধ হিসেবে না দেখে একটি স্তরে স্তরে বিন্যস্ত সাধারন মূল্যবোধ হিসেবে দেখি তবে আমরা বিশাল জনতার মধ্যে অনিবার্য পার্থক্যকেও চেতনার মধ্যে ধারন করতে পারবো।

আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধকালীন চেতনার প্রাথমিক স্তরে অর্থাৎ সকল মুক্তিকামী মানুষের মধ্যে বিস্তারিত চেতনার প্রথমে রয়েছে স্বাধীনতা। সেই সময়ে মুক্তিকামী প্রত্যেকেই পাকিস্তান নামে দুই হাজর মাইল দূরের একটি বিজাতীয় দেশ কতৃক আমাদের দেশের উপরে শ্রেফ ধর্মের অজুহাতে প্রভুত্ব চালানোর বিরোধী ছিলো। বিদেশীদের থেকে স্বাধীনতার মতো মানব ইতিহাসের অত্যন্ত প্রাচীন কিন্তু মৌলিক একটি গোষ্ঠীগত চেতনাই আমাদের মুক্তিযুদ্ধের প্রাথমিক চেতনা। আমার মতে এর পরের স্তরে, অর্থাৎ প্রথম স্তরের চেয়ে কম হলেও পরবর্তী ব্যাপক বিস্তারিত চেতনা ছিলো গনতন্ত্র। মুক্তিকামী লোকদের অধিকাংশই মনে করতো এই দেশে, জনগনের ভাগ্য নিয়ন্তা হবে জনগনই। এই দুটি প্রাথমিক চেতনার স্তরের পরেই ছিলো অন্যান্য আকাংখা বৈষম্যহীন সমাজ, ধর্মনিরপেক্ষতা, বাংগালী সংষ্কৃতি এরকম অন্যান্য। এর কোনটি অন্য কোনটির আগে অথবা পরে এটি আলোচনা করা এখানে সম্ভব নয়।

মুক্তিযুদ্ধের চেতনাকে কিছুটা বিশ্লেষন করলেই আজকে এই ‘চেতনা বনাম গনতন্ত্রে’র দ্বন্দ্বে ভয়াবহ কন্ট্রাডিকশনটি চোখে পড়ে সরাসরি। গনতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম প্রধান অংশ। চেতনা সেই গনতন্ত্রের বিরুদ্ধে দাড়িয়ে নিজেকেই একটি চরম সেলফ কন্ট্রাডিকশনের মধ্যে ফেলে দিয়েছে। এই কন্ট্রাডিকশনটি যদি দ্রুত নিরাময় না করা হয় তবে এর পরিনতি কি হবে এটি অনুমান করা শক্ত নয়। গনতন্ত্রের মতো আধুনিক মানুষের মৌলিক এবং সার্বজনীন একটি চেতনার বিরুদ্ধে দাড়িয়ে অক্ষত অবস্থায় দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম, সেটি মুক্তিযুদ্ধের চেতনার মতো শক্তিশালী অনুভূতি হলেও।

কিন্তু আরো আশংকার কথা যে ২০১৩ এর শেষে চেতনাকে শুধুমাত্র গনতন্ত্রের মতো শক্তিশালী একটি প্রতিপক্ষের বিরুদ্ধে দাড় করানো হয় নি, ঘটনা প্রবাহের পরিনতিতে চেতনা অবস্থান হয়ে পড়ছে আরো মৌলিকতম একটি চেতনা ও আবেগের বিরুদ্ধে। সেটি হলো বিজাতীয় শক্তির প্রভূত্বের বিরুদ্ধে স্বাধীনতার আকাংখা। চেতনা যদি স্বাধীনতার বিরুদ্ধেও অবস্থান নেয় তবে জনগনের মধ্যে তার অবস্থান কি হতে পারে এটি তুলে ধরার কোন প্রয়োজন পড়ে না।

আমরা যদিও মুক্তিযুদ্ধের চেতনাকে জনগনের কাছে স্পষ্ট করি নি তবু স্বাধীনতার পরে গত চার দশকে এই চেতনা আমাদের গনতন্ত্র ও রাজনীতিতে অনেক গুরূত্বপূর্ন ভূমিকা রেখেছে। বিশেষ করে ধর্মীয় মৌলবাদের মতো প্রচন্ড শক্তিশালী একটি প্রতিপক্ষের বিরুদ্ধে এই চেতনাই এখনো আমাদের গনতন্ত্রের সবচেয়ে বড়ো অবলম্বন কারন আমাদের জাতির মধ্যে উদারনৈতিক মূল্যবোধের প্রসার এখনো ঘটে নি। একারনে গনতন্ত্রের সাথে চেতনাকে বিরোধে জড়িয়ে ফেলাতে মৌলবাদের পথই আরো সুগম হচ্ছে। যারা চেতনা রক্ষার সরব-উচ্চকন্ঠ, তাদের একটা জিনিষ বোঝা উচিৎ যে রাজনীতিতে পট পরিবর্তন ঘটে সময়ের স্কেলে খুব দ্রুততার সাথেই। কেউই কখনো একাধারে এগিয়ে বা পিছিয়ে থাকে না, দ্রুত পরিবর্তনই রাজনীতির চিরায়ত বৈশিষ্ট। কিন্তু কোনো আদর্শ বা চিন্তা যদি একবার জনগনের মধ্যে বিচ্যুত, পতিত বলে গণ্য হয়, তবে তার পূর্নবাসন হতে সময় লাগে অনেক অনেক বেশী, কখনো সেটি আর হয়ে ওঠেই না।

দলকানা নেত্রীদাস ও নেত্রীকানা দলদাস…প্রসঙ্গ তত্ত্ববধায়ক সরকার

by    WatchDog Bd

বিচারপতি হাসান, বিচারপতি আজিজ, ইয়েস উদ্দিন আর লাশের উপর ব্রাজিলিয়ান সাম্বা নাচের জরায়ুতে জন্ম নিয়েছিল সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার। হরতালের পর হরতাল, দানবীয় ভাংচুর, সীমাহীন নৈরাজ্য আর লাশের মিছিলে পথ পাকা করে ক্ষমতা নামক সোনার হরিনের দেখা পেয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী। কিন্তু হায়, ক্ষমতার স্বাদ তিন বছর পূর্ণ হওয়ার আগেই প্রধানমন্ত্রীর বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের কারণেই না-কি ১/১১ এসেছিল। বাক্যটা তিনি অসম্পূর্ণ রেখেছেন হয়ত ইচ্ছে করেই। কিন্তু আমরা যারা শেখ আর রহমান পরিবারের নেশায় নেশাগ্রস্ত নই তাদের ভাল করেই জানা আছে এই ১/১১’র কারণেই আওয়ামী লীগ আজ ক্ষমতায়। ’এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এদের সব কাজের বৈধতা দেব আমরা’ – কথাগুলো কি অন্য গ্রহের এলিয়ন শেখ হাসিনার কথা ছিল? হয়ত চাটুকার আর মোসাহেবদের বলয় ভেদ করে খবরটা পৌছে গেছে প্রধানমন্ত্রীর অন্দরমহলে, নৌকায় চড়ে নির্বাচনী বৈতরনী পাড়ি দেয়া সম্ভব হচ্ছেনা এ যাত্রায়। একই ম্যাসেজ বেগম জিয়াও হাতে পেয়েছিলেন এবং যথাযত ব্যবস্থা নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন ক্ষমতার জোরে আইন পাশ করিয়ে পছন্দের বিচারপতিকে ক্ষমতায় বসালেই নিশ্চিত হয়ে যাবে তারেক জিয়ার রাজত্ব। কিন্তু হয়নি, কারণ আইনের জন্যে মানুষ নয়, মানুষের জন্যে আইন, আর ক্ষমতাও পারিবারিক সম্পত্তি নয়। এ সহজ সত্যগুলো রাজনীতিবিদেরা কেন জানি ক্ষমতারোহনের প্রথম দিনেই ভুলে যান। সরকারী কোষাগারের চাবিটা হাতে পেয়েই ভাবতে শুরু করেন এ আমার, এ আমার সন্তানের, এ সন্তানের সন্তানের। হাসান আর খয়রুলরা এ দেশেরই সন্তান। বিচারপতি প্রফেশন হলেও এদের আসল পরিচয় পারিবারিক দাস হিসাবে। প্রভুর আইনী স্বার্থ দেখভাল করার জন্যেই এদের ক্ষমতায় বসানো হয়। খায়রুল সে দাস বংশেরই একজন। কলমের এক খোচায় ১৫ কোটি মানুষের দৈনন্দিন জীবন অনিশ্চয়তায় ঠেলে দেয়ার কোন অধিকার ছিলনা এসব গোলামদের।
রাজনীতিবিদেরা মুখ খুলে না বললেও আমরা বুঝতে পারি নাজিম উদ্দিন রোডের স্মৃতি তাড়া করছে উনাদের। ক্ষমতায়নের মোক্ষম অস্ত্র শেখ হাসিনার হরতাল এখন বেগম জিয়ার হাতে। এ কেবল শুরু। বেগম জিয়া আসলেই যদি ক্ষমতা ফিরে পেতে চান উনাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। সে পথে থাকবে হরতাল ম্যারাথন, ভাংচুরের মহাপ্রলয়, জীবন্ত পুড়িয়ে মারার দানবীয় চিত্র আর লগি-বৈঠার তান্ডব। এ গুলোই আমাদের রাজনীতি। এ সব নিয়ে উদ্বেগ করার কোন কারণ দেখি না। শেখ হাসিনার বেলায় যা বৈধ তা অন্য কারও বেলায় বৈধ হতে বাধ্য। বেগম জিয়া এই অন্যদেরই একজন। আসুন উপভোগ করতে শিখি রাজনীতি নামের এই পশুত্ব। কেবল হাসান বা খয়রুলই নয়, আমরা বাকিরাও রাজনীতির কেনা গোলাম, শেখ আর রহমান পরিবারের কুন্তাকিন্তে। এক কথায় দলকানা নেত্রীদাস অথবা নেত্রীকানা দলদাস।

Not a mindless atrocity but an atrocity of ‘war’

 

Death relieves his pain | http://www.thedailystar.net

Death relieves his pain |
http://www.thedailystar.net

The boy Monir died at last after three days of indescribable pain from burning of 95% of his body. The whole country silently prayed that Monir die sooner than later, prayed so that the merciful god takes Monir in his peaceful embrace and deliver him from the hell on earth called Bangladesh. We have seen the pictures. Monir sitting on the ground with his whole body blackened with third degree burn. Monir’s father carrying the charred but still living body of his beloved son. No words can convey the thoughts and emotions that go through a sentiment human when watching these images.

 

Read the Rest at AlaloDulal.org

Not a mindless atrocity but an atrocity of ‘war’

ফাইনাল খেলা অ্যাট বাংলার বিবেক! by Mohammad Hasan

ফাইনাল খেলা অ্যাট বাংলার বিবেক!

পৃথিবীর কোন এক প্রান্তে একটি খেলার মাঠে চলছে তুমুল ডামাডোল। জায়গার নাম বাংলার বিবেক। এই গল্পের নায়ক হচ্ছে একজন সাংবাদিক(বোকা) /তো চলুন গল্পে প্রবেশ করি।

বোকার ঘুম ভাঙ্গল এক সাংবাদিকের ফোনে।বিকেলের ঘুম ভাঙলে খুব একটা বিরক্ত লাগেনা কিন্ত তার আজকে খুবি বিরক্ত লাগছে কারন সে জানে ফোনটি ধরলেই তাকে আবার দৌড়াতে হবে কোথাও না কোথাও।

সাংবাদিকঃ হ্যালো ভাই বলুনতো কি করছেন আপনাকে কখন থেকে ফোনে করছি।

বোকাঃ সরি ভাই চোখটা লেগে এসেছিল, বলুন কি ব্যাপার।

সাংবাদিকঃ মাঠে চলে আসুন, ব্রেকিং নিউজ পেয়ে যাবেন, আমি ওখানেই যাচ্ছি ,রাখলাম।

বোকাঃও আচ্ছা,ধন্যবাদ।

বোকা দ্রুত চলে আসল মাঠে। চিতকার চেচামেচিতে বিচ্ছিরি অবস্থা। পাবলিকের কাছে বোকা যা জানতে পারল তা হল আজ মাঠে ফাইনাল খেলা হওয়ার কথা টিম এ এবং টিম বি’র মধ্যে।কিন্তু বি টিম খেলতে রাজি হচ্ছে না এবং ওয়াকওভারও দিচ্ছে না।তো বোকা গেল মাঠের মাঝখানে সেখানে দুই টিম এবং খেলার কমিটির বাক বিতণ্ডা চলছে।কিছু সাংবাদিক ছবি তুলছে এবং তাদের সামনে গিয়ে কিছু লোক পোজ দিচ্ছে আর হাত নেড়ে চিতকার করছে”এই আমি সুশীল ক্রিয়া বোদ্ধা, আমি সুশীল”/যাহোক বোকা সোজা গিয়ে বি দলের কাছে জানতে চাইল কি ব্যাপার আপনারা খেলছেন না আবার  ওয়াকওভারও দিচ্ছেন না ব্যাপার কি।

বি দলঃআর বলবেন না ভাই বলে কিনা এটা হোম ভেনু তাই ওদের দলের ক্যাপ্টেন নাকি হবে ম্যাচ রেফারী।

সাথে সাথে এ দলের প্রতিক্রিয়াঃ আরে ভাই আমাদের ক্যাপ্টেন একজন যোগ্য ব্যাক্তি তার পরিচালনাতেই খেলা হবে।

বোকা ঠিক ব্যাপারটি বুঝতে পারল না তাই সে ক্রিয়া কমিটির প্রধানের কাছে জানতে চাইল”একটি দলের ক্যাপ্টেন রেফারী হওয়াটি কি যুক্তি যুক্ত ?

ক্রিয়া কমিটির প্রধানঃ দেখুন আমাদের রুলবুকে কোথায় লেখা নেই যে দলের ক্যাপ্টেন রেফারী হতে পারবে না। আর রেফারী নির্বাচন আমাদের এখতিয়ারে নেই।তাছাড়া তিনি নিজে যখন আমাদের ক্রিয়া কমিটি গঠন করেছেন আমাকে প্রধান করেছেন তো তিনি রেফারী হলে অসুবিধা কোথায় বলুন।

বোকাঃ অ্যাঁ দলের ক্যাপ্টেন ক্রিয়া কমিটি গঠন করেছে!! (বোকার মাথা আরো ঘুরিয়ে যায়)

বলে কি লোকটা (বিড়বিড় করে)

ক্রিয়া কমিটির প্রধানঃ আমায় কিছু বললেন ? বোকা না সুচক উত্তর দিয়ে সরে আসে ওখান থেকে। বোকা এবার যায় সেই  ক্রিয়া বোদ্ধাদের সাথে কথা বলতে

বোকাঃ আচ্ছা দলের ক্যাপ্টেন রেফারী হতে চাইছেন এটা কি করে সম্ভব ?

ক্রিয়া বোদ্ধা একঃ আপনি কি গাঁজাখোর ?

বোকাঃমানে?

ক্রিয়া বোদ্ধা একঃগাঁজাখোরের মত প্রশ্ন করলেন যে বড়।আপনি কি জানেন না এ দলের ক্যাপ্টেনের পিতাকে বলা হত বাংলার বিবেক আর তার সন্তান রেফারী হতে পারবেনা এটা কি মানা যায় । আপনার মত গাজাখোরদের এই বাংলার বিবেকে ঠাই নেই ঠাই নেই।

বোকা মানে মানে কেটে পড়ল তার কাছ থেকে সামনেই আরেক বোদ্ধা তার কাছে জানতে চাইল

এ দলের ক্যাপ্টেন রেফারী হিসেবে কতটা যোগ্য?(আগের বারের কথা মনে রেখে এবার বোকার ডিপ্লোম্যাটিক প্রশ্ন)

বোদ্ধা দুইঃদেখুন এটা একটি অসাধারন প্রশ্ন।এই প্রশ্নের উত্তর দেব ভেবে আমার গর্ববোধ হচ্ছে।এ দলের ক্যাপ্টেন বৈজ্ঞানিক ভাবে তার যোগ্যতা প্রমানিত করেছেন। সুদূর মঙ্গলের ভেরিফাইড গননা বিজ্ঞানী তা প্রমান করেছেন।তাছাড়া এই বাংলার সবচে নামি যেই মেডিছিন  “মলমে চেতনা” ওই ক্যাপ্টেনের পারিবারিক ঐতিহ্য । এই লোক ছেড়ে আর কোথায় পাবেন যোগ্য রেফারী

বোকা এবার আসলেই বোকা বনে রইল । কিন্তু তাকে তো একটি স্টেটমেনট লিখতে হবে তাই এবার সে গেল ধারাভাষ্যকারের কাছে

ধারাভাষ্যকারঃ জি দেখুন সবারই ছাড় দেয়ার মানসিকতা থাকতে হবে।

বোকা এবার একটু আশস্থ হয়ে বলল কিন্তু বি দল এখানে কিই বা ছাড় দিতে পারে?

ধারাভাষ্যকারঃ আহা দেখুন রেফারী তো আর একজন হয়না সাইড লাইনে আরো দুজন দাড়ানো থাকে এদের একজন বি দলের থেকে নেয়া হবে তা হলেই তো হল।

বোকা যথারীতি আশাহত তো এবার সে গেল মাঠের নিরাপত্তা বিভাগের প্রধানের কাছে?

বোকাঃখেলা যদি না হয় তবে দর্শকরা কি টাকা ফেরত পাবে?

নিরাপত্তা বিভাগের প্রধানঃ খেলা হবেই

বোকাঃতা কিভাবে বি টিম তো খেলবে না রেফারী পরিবর্তন না হলে

নিরাপত্তা বিভাগের প্রধানঃবি টিম কে তো এভাবেই ডিসকোয়ালিফাইড করা উচিত এরা খেলায় হারবে জেনে ষড়যন্ত্র করে মাঠ ধরে নাড়াচাড়া করেছে, মাঠের ক্ষতি করেছে। আমরা সর্ব সমস্যার মেডিছিন মলমে চেতনা লাগিয়ে মাঠ প্রস্তত করেছি ।খেলা এখানে হবেই।বি টিম খেলবে না তো কি হয়েছে আমাদের এ টিমের অতিরিক্ত খেলোয়ার দিয়ে দল গঠন করে খেলা হবে আর দর্শক সেই খেলা দেখবে, উপভগ করবে এবং এ টিমের প্রত্যাশিত জয়ের পর দর্শক নাচবে।বি টিম এই মাঠ কে মুরগীর খোয়ারে পরিনত করার ষড়যন্ত্রে লিপ্ত দর্শকদের নিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। ……………………………………………………………………………।

গল্পটি এখনো চলছে এই গল্পের শেষ কোথায় আমার জানা নেই কেননা এ দল আর বি দলে সবসময়ই বিভক্ত থাকব আমরা আর খেলার মর্যাদার নয় স্বীয় দলের বিজয় উল্লাস দেখতেই পছন্দ করব।  আর এরকম বোকারা ঘটনার একটি জাস্টিফাইড স্টেট দাড় করানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাবে একসময় তারাও বায়াস থটের ভিড়ে হারিয়ে যাবে।

(এই মূল্যহীন লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। লেখাটি সম্পূর্ণ কাল্পনিক। নিজ দায়িত্তে বাস্তব চরিত্রের সাথে মিল খুজুন,মিল পেলে লেখক দায়ী নয় ….)

ফলস ফ্ল্যাগ অপারেশন

false-flag-pic

ফলস ফ্ল্যাগ অপারেশন হলো এমন ধরনের মিলিটারী অথবা ইন্টেলিজেন্স অপারেশন যেখানে দুনিয়ার সবাইকে বিভ্রান্ত করতে কোনো একটি পক্ষ তার বিরুদ্ধ পক্ষের ছদ্মবেশ ধারন করে নিজ দলের বা নিজ সমর্থকদের উপরে এক বা একাধিক সহজে দৃশ্যমান আক্রমন পরিচালনা করে। এই আক্রমন গুলির প্রধান উদ্দ্যেশ্যই হলো সবার সামনে প্রতিপক্ষকে হীন প্রমান করে প্রতিপক্ষের উপরে আক্রমনের বিশ্বাসযোগ্য অজুহাত পাওয়া। সামরিক ও ইন্টেলিজেন্স ইতিহাসে ফলস ফ্ল্যাগ অপারেশনের অসংখ্য ঘটনা আছে। এর মধ্যে একটি বিখ্যাত ঘটনা হলো ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার আগে, ইউরোপে গ্লাইভিৎজ এর ঘটনা।

১৯৩৯ এর গ্রীষ্মের শেষে হিটলারের জার্মানী পোল্যান্ড আক্রমনের যাবতীয় প্রস্তুতি শেষ করে এনেছিলো। কিন্তু এমনকি হিটলারের মতো সরকারেরও অন্য একটি দেশ আক্রমনের আগে পৃথিবীর দেশগুলির সামনে ও জার্মানীর জনগনের কাছে একটি সরাসরি কারন দেখানো দরকার ছিলো। এজন্যে ১৯৩৯ এর অগাস্টে শুরু হয় সংবাদপত্র ও রেডিও মিডিয়ার সাহায্যে নানারকম উত্তেজক খবর। পোল্যান্ডে জার্মান বংশদ্ভুতদের উপরে অত্যাচার চলছে, পোলিশ সন্ত্রাসীরা হঠাৎ হঠাৎ জার্মান সীমানায় ঢুকে লুটপাট করে বাড়ীতে আগুন ধরিয়ে দিচ্ছে এরকম খবর বের হতে থাকে প্রতিদিন। এই অপারেশনের চূড়ান্ত রূপ নেয় ৩১শে আগস্ট।

সেই রাতে নাৎসী জার্মানীর কুখ্যাত গোয়েন্দাবাহিনী গেস্টাপোর একটি দল, পোল্যান্ডের সৈনিকদের পোশাক পরে, পোল্যান্ড সীমান্তের কাছাকাছি চেকোস্লোভাকিয়ার (তখন জার্মানীর অধীনে) গ্লাইভিৎজ (Gleiwitz) শহরে একটি অভিযান চালায়। গ্লাইভিৎজে ছিলো সেই সময়ে ইউরোপের অন্যতম বৃহৎ একটি রেডিও ট্রান্সমিশন কেন্দ্র। পোলিশ সৈন্যদের ছদ্মবেশে গেস্টাপো’র সেই দলটি কিছু সময়ের জন্যে রেডিও স্টেশনটি দখল করে জার্মান বিরোধী নানা রকম উস্কানিমূলক প্রচার করে। এর পর তারা উধাও হয়ে যায়।

এই ফলস আক্রমনটিকে আরো বিশ্বাসযোগ্য করতে গেস্টাপো বাহিনী ডাখাউ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে কয়েকজন রাজনৈতিক বন্দীকে ধরে জার্মান পুলিশ আর পোলিশ সৈন্যদের ইউনিফর্ম পরিয়ে গুলী করে মেরে ফেলে। তারপরে তাদের লাশ গ্লাইভিৎজ রেডিও স্টেশনের আশেপাশে এমনভাবে ফেলে রাখে যেনো মনে হয় ৩১শে আগস্ট রাতে সত্যিই এক রক্তক্ষয়ী সংঘর্ষ করে পোলিশ সৈন্যরা রেডিও স্টেশন দখল করেছিলো। জার্মান সরকার সেই রাত পার না হতেই এই ‘ঘৃন্য’ পোলিশ আক্রমন নিয়ে মিডিয়া, কূটনৈতিক মহলে বিশাল হৈ চৈ শুরু করলো। আমেরিকান সাংবাদিক, কূটনীতিবিদদের ডেকে নিয়ে যাওয়া হলো গ্লাইভিৎজ রেডিও স্টেশনে। তাদেরকে দেখানো হলো সেই রাতের হীন, কাপুরুষোচিত আক্রমনের অবশিষ্ট।

অবশ্য বিদেশীরা গ্লাইভিৎজ আক্রমনের এই কাহিনী মোটেই বিশ্বাস করে নি। গোটা ইউরোপ তখন হিটলারের জার্মানীর উন্মত্ত শক্তি নিয়ে আতংকিত। এই অবস্থায় পোল্যান্ড যেচে পরে নিজের উপরে আক্রমনকে উৎসাহিত করবে এটা বাইরের কারো বিশ্বাস হয় নি। কিন্তু তাতে কি হয়েছে। নিজ দেশেই জার্মান জনগনকে একটা কারনে দেখানো ও যুদ্ধ শুরুর একটা উপলক্ষ তো পাওয়া গেলো। ১লা সেপ্টেম্বরেই জার্মান বাহিনী ষাট ডিভিশন সৈন্য নিয়ে পোলান্ডের উপরে ঝাপিয়ে পড়লো। শুরু হলো পৃথিবীর ইতিহাসে বৃহত্তম যুদ্ধ।

বিশ্বযুদ্ধপূর্ব ইউরোপের মতো এপিক ক্যানভাস না হলেও, আমাদের এই দেশে এখন সেই রকম ফলস ফ্ল্যাগ অপারেশনের ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে।

1/ সাঁথিয়ার ঘটনায় টুকুকে দুষছে সিপিবি-বাসদ

527f3befeab8c-tuku

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) দাবি করেছে, পাবনার সাঁথিয়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় প্রশ্রয় দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এই দল দুটি।

2/ http://www.thedailystar.net/beta2/news/some-attackers-seen-with-tuku/

Attack-on-Hindus

3// ‘সংখ্যালঘু নির্যাতন বেশি ঘটেছে মহাজোট সরকারের আমলে’

ঢাকা: মহাজোট সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মাইনরিটি পার্র্টির সভাপতি শচীন্দ্র লাল দে।  তিনি চলতি বছরের এক পরিসংখ্যান উল্লেখ্য করে বলেন, এবার ৪৭৮টি মঠ ও মন্দির, ১২৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে  হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে

 

মুহম্মদ জাফর ইকবাল-এই দশকের আগাচৌ

2

[এই লেখাতে প্রথমে বলা হয়েছিলো যে জাফর ইকবাল চরম মিথ্যাচার করেছেন এই বলে যে, বিএনপি ক্ষমতায় এসে হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন করবে। বিএনপি যদিও এপ্রিলে ১৩ দফা দেয়ার পরে বলেছিলো যে তারা ১৩ দফা কে পুরো সমর্থন করে না তবু এর পরে অনেক নেতা এমন সব বিবৃতি দিয়েছেন যাতে মনে হয় বিএনপি হেফাজতের ১ দফাকে সমর্থন করে। সুতরাং এই ক্ষেত্রে জাফর ইকবালকে মিথ্যাচার করেছেন বলা যায় না।]

আব্দুল গাফফার চৌধুরী ছিলেন বাংলাদেশের সংবাদ মাধ্যম, সংষ্কৃতি ও রাজনৈতিক বুদ্ধিজীবি পরিমন্ডলে এক উজ্জল নক্ষত্র। জনগনের মধ্যে তিনি খ্যাতির চূড়ায় ওঠেন এরশাদের সময় হতে নব্বই দশকে। সেই সময়ে তার লেখা কলাম ছিলো দেশের সকল রাজনীতি সচেতন নাগরিকের জন্যে অবশ্যপাঠ্য। অবশ্য সেই সময়েই যারা দেশের সংবাদ মহলের পুরাতন দিকপালদের সাথে কথাবার্তা বলেছেন, তারাই আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে অনেক অনেক অপ্রিয় কথা শুনেছেন। নিজের জীবন-অভিজ্ঞতা নিয়ে গালগল্প ফাদা, মিথ্যে name-dropping, সহকর্মীদের সাথে অসততা আরো অনেক কিছু। কিন্তু সেই সময়টা ছিলো মিডিয়া জগৎ এ অভিজাততন্ত্র। যারা ছিলেন মিডিয়া এলিট, তাদের কর্ম ও চিন্তা নিয়ে সাধারন নাগরিকদের সমালোচনা-বিশ্লেষন, মিডিয়ার দারোয়ানদের চোখ এড়িয়ে গনমাধ্যমে প্রকাশের উপায় ছিলো না।

আওয়ামী লীগের ১৯৯৬-০১ সরকারের শেষ বছরগুলোতেই গাফফার চৌধুরীর নক্ষত্র পতন শুরু হয়। তার গালগল্পের সরস সমালোচনা ব্যংগ, মিডিয়ার নিজস্ব জগৎ ছাপিয়ে জনমানুষের মধ্যেও ছড়িয়ে পড়া শুরু হয়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অন্ধ তোষন এবং সেই সরকারের দেশব্যাপী তষ্করসর্দারদের সমর্থন, সাধারন মানুষের কাছে গাফফার চৌধুরীর মনোবৃত্তিক সততার স্বরূপ উন্মোচিত করে ফেলে। এছাড়া রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে তার একের পর এক বিভ্রান্ত বিশ্লেষন তার বুদ্ধিবৃত্তিক দৈন্যতাও স্পষ্ট করে তোলে। অবস্থা এমন দাড়ায় যে তিনি পরিনত হন আগামী রাজনীতির দিক প্রকৃতির সবচেয়ে বিশ্বস্থ নির্দেশক হিসেবে, তিনি যেটি বলবেন তার উল্টোটাই ঘটবে এটা ধরে নেয়া হয় নিরাপদ। আব্দুল গাফফার চৌধুরীর চূড়ান্ত পতন ঘটে ২০০২-২০০৫ এর সময়ে। একের পর এক আজগুবী কলাম লিখে তিনি পরিনত হন দেশের হাস্যস্পদ পাত্রে। শেষ পর্যন্ত তার ঠাই হয় আওয়ামী দলীয় মুখপাত্রগুলির নির্জন লোকালয়ে। সেখান থেকে তিনি আজও বের হয়ে আসতে পারেন নি। স্বয়ং আওয়ামী সমর্থকরাই তাকে নিয়ে লজ্জিত। এখন সবচেয়ে ঘোর আওয়ামী সমর্থকেরাও গনমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে আব্দুল গাফফার চৌধুরীর লেখার রেফারেন্স, লিংক দিতে দ্বিধা বোধ করে। তার নাম নেয়াটাও মনে করে নিজের বুদ্ধিবৃত্তিক সম্মানের জন্যে দারুন ক্ষতিকর।

শিক্ষা-দীক্ষা এবং ব্যাক্তিগত-প্রফেশনাল অর্জনে মুহম্মদ জাফর ইকবাল আব্দুল গাফফার চৌধুরীর চেয়ে অনেক এগিয়ে কোন সন্দেহ নেই। নিজের বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতা লুকিয়ে আবেগের সুক্ষ ও দক্ষ প্রয়োগের মাধ্যমে দেশের রাজনৈতিক মধ্যমপন্থী জনগন ও আধুনিকতার আদর্শবাদী তরুন প্রজন্মের কাছে তিনি এক ও অদ্বিতীয় অবস্থানে উঠে যান গত দুই দশকে। তার মনন জগৎএ যে এক তিক্ত ও বিশাল বিকলাংগতা আছে সেটা কেবলমাত্র যারা বিশ্বসচেতন এবং প্রকৃত প্রগতিশীলতা নিয়ে ওয়াকিবহাল ছিলেন তারাই দেখতে পেতেন। তিনি তার বুদ্ধিবৃত্তিক বিকলাংগতাকে মানুষের কাছে অনেকদিক পর্যন্ত লুকিয়ে রাখতে পেরেছিলেন কারন তিনিও দেশের মিডিয়া জগৎ এর অপত্য স্নেহ ও সম্মানের পাহারাদারীতে সুরক্ষিত ছিলেন। কিন্তু বুদ্ধিবৃত্তিক বিকলাংগতা, শারীরিক সমস্যার মতোই জনসাধারনের সামনে বেশীদিন লুকিয়ে রাখা যায় না, বিশেষ করে যদি জনসম্মুখে বিচরন হয় প্রায়শ ও নিয়মিত।

গত কয়েক বছরে মুহম্মদ জাফর ইকবালের বুদ্ধিবৃত্তিক দৈন্যতা সাধারন মানুষের সামনে উন্মোচিত হতে শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার কারনে এখন তা ছড়িয়ে পড়েছে সবার মাঝে অতি দ্রুত। তার চিন্তাচেতনা এখন আর আগের যুগের মতো অভিজাত মিডিয়ার অন্দরে সুরক্ষিত নয় বরং এখন তা পাবলিক ডিসকোর্সের অংশ এবং এই পাব্লিক ডিসকোর্স এর গতিপ্রকৃতি দেখে এটি ভবিষৎবাণী করা মোটাই রিস্কি নয় যে যে পথ যাত্রা করে আব্দুল গাফফার চৌধুরী আজকে রাজনৈতিক বোদ্ধামহলে হাস্যস্পদ ও অপাংক্তেয় পরিনত হয়েছেন, মুহম্মদ জাফর ইকবাল অতি দ্রুত সেই পথে অনেকদূর এগিয়ে গেছেন। সেই অনুমিতি আরো শক্ত হয়েছে তার সাম্প্রতিক প্রকাশিত কলাম, “ভাবনা ও দুর্ভাবনা” এর মাধ্যমে। তার লেখার প্রতিক্রিয়ার ঝড় উঠছে যথারীতি আগের মতোই, কিন্তু এই ঝড় সীমাবদ্ধ কেবল তার রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যেই। তার সমর্থক জনসাধারনও এখন তাকে নিয়ে এতোটা লজ্জিত বোধ করছে যে তারা আর নিজের নামকে জাফর ইকবালের চিন্তা-চেতনার সাথে জড়িত করতে দ্বিধা বোধ করছে।

জাফর ইকবাল যে একজন মৌলবাদী, অপ্রগতিশীল মানুষ এটা আর নতুন করে তুলে ধরার কিছু নেই, এটি এখন Public Knowledge। আমি আগের একটি লেখা, “একজন অনালোকিত মানুষ” এ জাফর ইকবালের মধ্যে Enlightenment মূল্যবোধের তীব্র অভাব নিয়ে লিখেছিলাম। অনেকেই বিভিন্ন বিশ্বাসে মৌলবাদীহতে পারে, মৌলবাদী হওয়া অনৈতিক কিছু নয়। কিন্তু তার সর্বশেষ লেখার মধ্য দিয়ে জাফর ইকবাল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনৈতিক, ভন্ড ও মিথ্যেবাদী হিসেবে। সাধারনের সামনে তার নৈতিক অবস্থানের আর কিছুমাত্র অবশিষ্ট নেই।

আজকের এই সময়ে, যখন দেশের মধ্যে বিশাল রকমের ভূরাজনৈতিক পরিবর্তন হচ্ছে, যখন সারা জাতি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন জাফর ইকবালের মতো একজন পতিত বুদ্ধিজীবি নিয়ে কথাবার্তা অযথা সময়ের অপচয় মনে হতে পারে। কিন্তু মৃত্যুর পর একটি শবদেহকে যেমন চারিদিকে পচন ছড়ানো হতে বিরত রাখার জন্যে অতি দ্রুত সৎকার করা দরকার ঠিক তেমনি একজন প্রাক্তন প্রভাবশালী বুদ্ধিজীবির নৈতিক ও বুদ্ধিবৃত্তিক পচনের পর তার দ্রুত সৎকার করা প্রয়োজন, তা না হলে সেই পতিত বুদ্ধিজীবিও চারিদিকে পচনের রেশ ছড়িয়ে যেতে থাকে।

জাফর ইকবালের সর্বশেষ কলামে তার দ্বিচারীতা ও মিথ্যাচার নিয়ে অনেক কথাই বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবু আরেকবার সেগুলির কিছু অংশ পয়েন্ট ধরে তুলে ধরা দরকার বলে মনে করি।

জাফর ইকবালের দ্বিচারীতার সবচেয়ে স্পষ্ট উদাহরন  ২০১৩ এ বাংলাদেশে সবচেয়ে বড়ো অনিশ্চয়তার উৎস, তত্বাবধায়ক সরকার ও নির্বাচন নিয়ে তার নিস্তবদ্ধতায়। এই পুরো সময়টিতে জাফর ইকবাল মানুষের ভোটাধিকার এবং গনতন্ত্র নিয়ে কোন কথা বলে নি কারন তিনি জানেন দেশের অধিকাংশ মানুষ তার মতের বিরুদ্ধে। এই লেখায় তিনি তাচ্ছিল্যের সাথে বলেন, ” সামনে নির্বাচন। নির্বাচন কিভাবে হবে, সেটি এখনও দেশের মানুষ জানে না। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ জ্ঞানী-গুণী মানুষেরা এই নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছেন। কাজেই নিশ্চয়ই কিছু একটা ফর্মুলা বের হয়ে যাবে, আমি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না”/ অথচ তিনি কিন্তু ২০০৬ এর একই রকম পরিস্থিতিতে খুব ভালো মতোই মাথা ঘামিয়েছিলেন। অজস্র কথা বলেছিলেন সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার নিয়ে। তার সেই বিখ্যাত কলাম, ‘একজন অসুখী রাষ্ট্রপতি’ (০৩.১১.০৬)র কথা নিশ্চই তার স্মরনে আছে।

সেই লেখায় ক্ষমতা আকড়ে ধরে রাখার জন্যে সংবিধানের অজুহাত তোলা বিএনপি এবং বিএনপি সমর্থিত রাষ্ট্রপতি ইয়াজুদ্দীন নিয়ে জাফর ইকবাল অনেক কথাই বলেছিলেন। এমনকি দেশের মধ্যে আওয়ামী লীগ সমর্থকদের ক্ষোভকেও তিনি অতি সংবেদনশীলতায় অনুধাবন করতেন। “‘১৪ দলের কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ এবং ক্রোধ বিস্ফোরনের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটুকু একটা ষড়যন্ত্রের মতো, রাস্তায় দাঁড়িয়ে থাকা, ক্রোধোম্মত্ত কর্মীরা হাতের লগি এবং বৈঠা নিয়ে এখন কি করবে…?”  তিনি আওয়ামী নেতাকর্মীদের ক্ষোভকে খুব ভালোভাবেই বুঝতে পারেন। আজকে প্রতিপক্ষের ক্ষোভ অনুধাবনের বিন্দুমাত্র চেষ্টা তার নেই।

আজকে আওয়ামী লীগের পুরোদেশের জনমতের বিরুদ্ধে যেয়ে সংবিধানের অজুহাত তুলে ক্ষমতা আকড়ে ধরা নিয়ে তার কোনো কিছু বলার নেই, ‘একজন অসুখী প্রধানমন্ত্রী’ লেখা তো দূরের কথা। এই জাফর ইকবাল একজন ধর্মনিরপেক্ষতার অনুসারী হতে পারেন, তিনি একজন ‘মুক্তিযুদ্ধের চেতনা’র অতন্দ্র সৈনিক হতে পারেন, কিন্তু তিনি কোনো রকমেই একজন গনতন্ত্রী নয়। তিনি একজন দলান্ধ, দ্বিচারী। এই জিনিষটি দেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে গত কয়েক মাসে।

জাফর ইকবাল যেই দলের একনিষ্ঠ অনুসারী, সেই দলকে রক্ষার সকল চেষ্টায় এতটাই উন্মত্ত হয়েছেন যে তিনি তার ইতিহাসজ্ঞানও পুরো গুলে ফেলেছেন। তিনি লিখেন, “একাত্তরে এই রাজনৈতিক দলটি যা যা করেছিল এখন তারা আবার ঠিক সেই একই কাজগুলো করতে শুরু করেছে। তারা হিন্দুদের আক্রমণ করছে, তাদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ট্রেন লাইন তুলে ফেলছে”/ দিনরাত ৭১ এর নাম জপরত জাফর ইকবাল বিস্মৃত হয়েছেন যে ১৯৭১ এ যুদ্ধে মুক্তিবাহিনীই পাকহানাদার বাহিনীর চলাচল বিঘ্নিত করতে সংগত কারনেই রেললাইন, ব্রীজ ধ্বংস করতো। সেই সময়ে তার ঘৃনিত রাজাকার বাহিনীকেই পাকবাহিনী রেললাইন পাহাড়া দিতে নিয়োজিত করতো।

জাফর ইকবালের মধ্যে এই জ্ঞানটুকু থাকার আশা করা বৃথা যে ২০১৩ তে দেশের মধ্যে সংখ্যালঘুদের উপর যাবতীয় সংঘবদ্ধ আক্রমনে জামাত-শিবিরের চেয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে অনেক বেশী। সম্প্রতি পাবনায় ঘটে যাওয়া আক্রমনে সংশ্লিষ্টদের সাথে আওয়ামী নেতৃত্বের সম্পর্ক দেখিয়ে দিয়েছে ডেইলী স্টারের ছবিতে। সিপিবি নেতা মুজাহিদ সেলিম স্পষ্ট ভাষায় বলেছেন যে , পাবনায় “সংখ্যালঘুদের উপরে হামলায় আওয়ামী লীগ জড়িত”/  স্বয়ং আওয়ামী লীগ নেতা ও প্রাক্তন মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন যে সাঁথিয়ার ঘটনার জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়ী। সংবাদের এই রূপ তার চোখে পরে না। সর্বত্র তিনি কেবল জামাত-শিবির আর বিএনপি’র কালো হাতই দেখেন। তার মনোবৈকল্য এতটাই হয়েছে যে তিনি যদি চোখের সামনে দেখেন শেখ হাসিনা সংখ্যালঘুদের বাসায় আগুন দিচ্ছে তবে তিনি লিখবেন হাসিনার ছদ্মবেশে খালেদাই এই হামলা করছে।

জাফর ইকবাল অনৈতিকতার চূড়ান্তে পৌছেছেন এই কথাগুলির মধ্য দিয়ে। ” আজকাল দেশের গুরুত্বপূর্ণ পত্রিকাগুলো জরিপ করে গুরুত্বপূর্ণ তথ্য বের করে নিয়ে আসছে। মজার ব্যাপার হলো, ১৬ কোটি মানুষের দেশে হাজার দেড়েক মানুষের জরিপ নিলেই ১৬ কোটি মানুষের মনের কথা বের হয়ে আসছে!” / জাফর ইকবাল নিজেকে বাংলাদেশে বিজ্ঞান সচেতনতার একজন পুরোধা মনে করেন। দেশের শিশু কিশোরদের গানিতিক দক্ষতার বিকাশে তিনি অনবদ্য ভূমিকা রাখেন। এই তিনিই তার রাজনৈতিক আনুগত্যের কারনে অতি সাধারন বিজ্ঞান ও গানিতিক জ্ঞান নিয়ে তাচ্ছিল্য করার মতো নীতি বিবর্জিত কাজ করতে দ্বিধা বোধ করেন না। পরিসংখ্যান নিয়ে জ্ঞাত, যে কোন কলেজ পড়ুয়া ছাত্রই জানে র‍্যান্ডম স্যাম্পলিং এর শক্তিশালী প্রতিনিধিত্বের কথা। আজকের দুনিয়ার রাজনীতি নিয়ে ওয়াকিবহাল যে কেউ জানে যে দেশে দেশে বিভিন্ন রকম পোলিং এর বহুল ও নিয়মিত ব্যবহারের কথা। জাফর ইকবাল আমেরিকা নিয়ে তরুন প্রজন্মকে উপদেশ দিতে খুবই পছন্দ করেন। তিনি নিশ্চই জানেন যে আমেরিকায় প্রায় প্রতিদিনই কিভাবে বিভিন্ন রকম পোলিং এর ফলাফল বের হয়। তিনি যদি গনিত নিয়ে সামন্যতম আগ্রহী হন তবে এটাও নিশ্চই জানেন যে আমেরিকায় ৩৩ কোটি লোকসংখ্যার জন্যে দেশব্যাপী পোলিং এর গড় স্যাম্পল সাইজ এক থেকে দেড় হাজার।

অথচ এই স্যাম্পল সাইজ নিয়েই গন্ডমূর্খের মতো জাফর ইকবাল বিনোদন করতে চান মজার কথা! আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে / আসল কথা জাফর ইকবাল জেনে শুনেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত থেকে দৃষ্টি অন্যত্র ফিরাতে চান। তিনি যে দলের অনুসারী, তাদের অগনতান্ত্রিক ক্ষমতাকে বৈধ করতে তিনি সবকিছু করতে প্রস্তুত। নিজের অযৌক্তিক ও অবৈজ্ঞানিক মানসিকতাকে মানুষের কাছে স্পষ্ট-নগ্ন করার পূর্ন রিষ্ক নিয়েও।

সবার মনে হতে পারে যে আজকে যখন চারিদিকে এতো বড়ো বড়ো ঘটনা ঘটে যাচ্ছে, রাজনীতির রুইকাতলাদের মধ্যে প্রবল আলোড়ন চলছে, নিকট ও দূরের পরাশক্তিরা যখন বাংলাদেশকে নিয়ে সবার সামনে অভূতপূর্ব দাবার চাল খেলছে, তখন জাফর ইকবালের মতো একটি ছোট মাছ নিয়ে সময় নষ্ট করার মানে কি? এর দরকার আছে। আমাদের রাজনীতি সচেতনায় জাফর ইকবাল একটি  confounding factor. আমাদের দেশের সমস্যার স্বরূপ বুঝতে পারা ও তার বিশ্লেষনকে তিনি দুই দশক ধরে তার কিশোর-সাহিত্যিক আবেগ ব্যবহার করে মানুষকে confound করেছেন। সৌভাগ্যক্রমে সাধারন মানুষ এই confounding factor টিকে অবশেষে আইডেন্টিফাই করতে পেরেছে। এখন এই   confounding factor টিকে যত দ্রুত isolate করে আব্দুল গাফফার চৌধুরীর মতো রাজনীতির পাব্লিক ডিসকোর্স থেকে দূরে সরিয়ে ফেলা যাবে, ততই দেশের চিন্তা জগৎ এর পরবর্তী বিবর্তন ত্বরান্বিত হবে।

Links

1/ https://nuraldeen.com/2013/10/09/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7/

2/ http://www.amadershomoybd.com/content/2013/11/07/news0025.htm

গনতন্ত্রে অবিশ্বাসীদের চিনে রাখুন

গত কয়েকমাসে একটি জিনিষ চৈত্রের দুপুরের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে দেশের কাছে। আওয়ামী লীগ জনগনের রায়কে ছিনতাই করে ক্ষমতায় থেকে যাওয়ার জন্যে বদ্ধপরিকর। এমন একটি দিন যায় নি যেদিন তাদের কোন না কোন একটি পদক্ষেপ পরিষ্কার ইংগিত দেয় নি যে তারা কি চায় এবং কি করতে যাচ্ছে। প্রতিদিন একটি একটি নাটবল্টু জোড়া দিয়ে আওয়ামী লীগ প্রস্তুত করছে স্মরনাতীতকালের সবচেয়ে নগ্ন ও লজ্জাহীন প্রকাশ্যে ভোট চুরির ষড়যন্ত্র। শুধুমাত্র আজকের পত্রিকা থেকে কয়েকটি নিউজ

Continue Reading

এইচ টি ইমাম- ম্যাটাডোর’স ক্লোক

KazumaKaneko-Matador
আমার মনে হয় অনেকেই এই ফোনালাপ এনট্র‍্যাপমেন্ট এ উপদেষ্টা এইচ টি ইমাম এর ভূমিকাকে ভুলভাবে দেখছে। আমার তো স্পষ্ট মনে হচ্ছে এইচ টি ইমাম এর ৭১ নিয়ে বিতর্কিত কথা ছিলো বুলফাইটে ম্যাটাডোরের লাল ক্লোকের মতো একটি ডিসেপসন ট্যাকটিক, এই পুরো এনট্র‍্যাপমেন্ট এর অংগাংগী অংশ। প্রথম থেকেই আওয়ামী সরকারের উদ্দ্যেশ্য ছিলো ফোনালাপ ফাস করা। এইচ টি ইমাম ইচ্ছে করেই ফোনালাপের একটি অংশ বিকৃত করে মিডিয়াতে জোর দিয়ে প্রচার করে। আওয়ামী সাংবাদিক জ ই মামুন সোৎসাহে সেটি এম্ফ্যাসাইজ করে। জ ই মামুন তার ফেসবুক ফিডে একবার নয়, বারবার এই অংশটি প্রচার করে। Continue Reading

সংলাপ নয় ট্র‍্যাপ

খালেদা-হাসিনার সংলাপ কোন সমঝোতার উদ্যোগের সূচনা ছিলো না, এটি ছিলো সোজাসুজি একটি এনট্র‍্যাপমেন্ট এর এটেম্প্ট। এই সংলাপে একপক্ষ আগে থেকেই জানতো ফোন কথা বার্তা রেকর্ড করা হচ্ছে। সেই পক্ষ প্রথম থেকেই ঠান্ডা স্বরে কথা বলেছে। এক পক্ষ জেনে শুনেই বার বার বিভিন্ন প্রভোকেটিভ কথা বলে অন্যকে উত্তেজিত করতে চেয়েছে। এটার পরিষ্কার উদ্দ্যেশ্য ছিলো অন্যপক্ষ উত্তেজিত হয়ে কোন বেফাস কথা বললে সেটা দিয়ে পলিটিক্যাল মাইলেজ নেয়া। এটা ছিলো একটা ফাদ।

এই ফাদ পাতার চেষ্টা থেকে দুটি জিনিষ ক্লিয়ার। এক আওয়ামী লীগ ডেসপারেট। দুই তারা ক্ষমতায় থাকার জন্যে যে কিছু করা দরকার করবে।

কিন্তু এটাই সত্য যে ডেসপারেট পক্ষ খুব কমই দক্ষ ট্যাকটিক্যাল পদক্ষেপ নিতে পারে। তারা কেবল একের পর এক উচ্চতর স্টেকে বাজী চড়াতে থাকে।

মিডিয়ার উপরে বোমাহামলা নিন্দনীয়, ফুলস্টপ

৭১ টিভি চরম পার্টিজান একটি মিডিয়া। এরা লজ্জাহীনভাবে একটি রাজনৈতিক এজেন্ডা নিয়ে এগোয়। নীতিবিহীনভাবে রাজনৈতিক এজেন্ডা অনুসরন করা নিন্দনীয় কিন্তু কোন অপরাধ নয়, অপরাধ হলো সংবাদ ম্যানিপুলেশন করা বা সরাসরি মিথ্যা প্রচার করা। এই অপরাধে ৭১ টিভি’র মতো মিডিয়া হাউসগুলিকে অবশ্যই আইনের সাহায্যে জবাবদিহিতার সম্মুখীন করা উচিৎ।

কিন্তু তাই বলে মিডিয়ার উপরে সন্ত্রাসী আক্রমনকে কোনভাবেই সমর্থন করা যায় না। অনেক পক্ষই আছে যারা বিভিন্ন মিডিয়ার উপরে তীব্রভাবে ক্ষুদ্ধ। কিন্তু এই ক্ষোভ যদি সন্ত্রাস ও ভায়োলেন্সের পথে এগোয় তবে সভ্যসমাজের ভিত্তি ভেংগে পড়ে। মিডিয়ার উপরে বোমা হামলার কোন রকম সমর্থন করা সম্ভব নয় একজন প্রগতিবাদী ও গনতান্ত্রিক এর পক্ষে। বেশ কিছু বুদ্ধিজীবি এই বোমা হামলার সমর্থন করছেন। এদের এই সমর্থন চরমভাবে নিন্দনীয়।যারা অবৈধ শক্তি প্রয়োগ করে দমন করে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিরোধ সমর্থন করা যায়। যারা কথায় দমন-পীড়ন করে তাদের কথাতেই প্রতিরোধ করতে হবে, এখানে কোনো রকম ভায়োলেন্স সমর্থন করা সম্ভব নয়।