সাম্বাদিক বাপু, তুহারা পেরেস কিলাবে…

সাম্বাদিক বাপু, তুহারা পেরেস কিলাবে বসিয়া মদ গিলিবেক, জুয়া খেলিবেক কিন্তু তুহারা রাজনীতি করিবেক নাই রে বাপু রাজনীতি করিবেক না …রাজনীতি বহুত গান্ধা জিনিস রে বাপু বহুত গান্ধা জিনিস …

সাম্বাদিক বাপু, তুহারা পেরেস কিলাবে বসিয়া ধান্দা করিবেক, নেতা’গো চামচামি করিবেক, একদল আরেকদলের ফুটায় আঙ্গুল চালাইবেক কিন্তু তুহারা রাজনীতি করিবেক নাই রে বাপু রাজনীতি করিবেক না …রাজনীইতি বহুত গান্ধা জিনিস রে বাপু বহুত গান্ধা জিনিস ..

সাম্বাদিক বাপু, তুহারা পেরেস কিলাবে বসিয়া পেয়ার মহব্বত ইশক করিবেক, পরকিয়া করিবেক, গিরিঙ্গি চাল চালিবেক কিন্তু তুহারা রাজনীতি করিবেক নাই রে বাপু রাজনীতি করিবেক না …রাজনীতি বহুত গান্ধা জিনিস রে বাপু বহুত গান্ধা জিনিস …

সাম্বাদিক বাপু, তুহারা একবাল সুবহান বাপুর মতন সাফ সুতরা মানুষ রে বাপু, তুহারা রাজনীতির মতন গান্ধা কাজ করিবিক কেনু!! তুহারা একবাল সুবহান বাপুর মতন সাফ সুতরা হয়া পেরেস কিলাবে বসিয়া যা খুসি তাই করিবিক কিন্তু তুহারা রাজনীতি করিবেক নাই রে বাপু রাজনীতি করিবেক না …রাজনীতি বহুত গান্ধা জিনিস রে বাপু বহুত গান্ধা জিনিস …

রেসিপি: মিট(Meat) কাবাব

সকালে খালি পেটে প্রচুর পরিমান কাবাবের মশলা খান। গলা পর্যন্ত মশলা খাওয়া হলে কাজের উদ্দেশ্যে বের হয়ে একটি লোকাল বাসে উঠুন। এবার পেট্রোল বোমার জন্য অপেক্ষা করতে থাকুন। বাসে পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দিলে বের হবার চেষ্টা না করে চুপ করে বসে থাকুন। পুড়তে কষ্ট হলে দেশ ও জাতির কথা চিন্তা করে ‘গণতন্ত্র, গণতন্ত্র’ রবে জিকির করতে থাকুন। অবশ্য বাড়ি থেকে বের হবার আগে পরিবারের সদস্যদের বলে যাবেন আপনি পুড়ে কাবাব হয়ে যাবার পরে আপনার দুই রান অর্থাৎ পা প্রধানমন্ত্রীর লাঞ্চে অথবা ডিনারে পরিবেশন করতে আর অবশিষ্ট অংশ যেন সরকারের অন্যান্য শরীক দলের মাঝে সমানভাবে বন্টন করে দেওয়া হয়।

পরিবারের সদস্যদের বলে রাখতে পারেন যে সৌন্দর্য্যের জন্য প্রধানমন্ত্রীর টেবিলে পরিবেশনের আগে আপনার দুই রানে সালাদ দিয়ে লিখে দেয়া যেতে পারে ‘মাননীয় প্রধানমন্ত্রী, একজন নাগরিক হিসাবে আমার নিরাপত্তা দিবার সাংবিধানিক দায়িত্ব আপনার। আপনি অগাধ নিরাপত্তা দিয়াছেন। আমি কত সহজে সুস্বাদু কাবাবে পরিনত হইয়াছি। আপনি আমার কবাব খাইয়া আপনার সংবিধানকে সমুন্নত রাখিবার সংগ্রামে আমাকে শরীক হইবার সুযোগ দান করুন।”

সর্তকতা: বিহঙ্গ বাসে উঠিবেন না। বিহঙ্গ বাস লইয়া আলোচনার পরে বিহঙ্গ বাসে আর কোন সমস্যা হইবেনা। তবে লঞ্চে চেষ্টা করিয়া দেখিতে পারেন। কারন, নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে বলিয়াছেন তাহাদের নিকট তথ্য রহিয়াছে লঞ্চে আগুন দেওয়া হইবে। তাহাদের তথ্য ভুল হইবার নহে। আমাদের পোড়া কপাল তাহারা লঞ্চে আগুন দিবার তথ্য আগে আগে পাইলেও কাহারা, কখন কোন লঞ্চে আগুন ধরাইবে এই তথ্য পায়না।

রোগী আসিবার পূর্বেই ডাক্তার মরিয়া গিয়াছেন


গোপাল ভাঁড় মহাশয়ের ভাড়ামীর পাত্র নি:শেষ হয় নাই। কিন্তু তাহাকে হইলোকের মায়া ত্যাগ করিয়া যমালোকের দিকে যাত্রা শুরু করিতে হইল। তিনি ইহলোক আর যমালোকের মধ্যবর্তীস্থানে প্রথমবারের মতন অনুধাবন করিলেন যমদূতের সহিত রসিকতার ফলাফল কখনই ভালো হয়না।

২।
গোপাল ভাড় মহাশয় যমরাজের চেম্বারের বাহিরে লাইনে দাড়াইয়া আছেন। যমালোকের একজন সুন্দরী কাস্টমার কেয়ার অফিসার হাস্যমুখে তাহার হাতে একখানা ফাইল ধরাইয়া দিলেন। গোপাল ভাড় দেখিলেন ফাইলের উপরে লাল কালিতে ‘চূড়ান্ত হিসাব’ এবং হিসাব সম্পাদনকারীর ঘরে ‘চিত্রগুপ্ত এন্ড এসোসিয়েট’-এর নাম লিখা রহিয়াছে। বিশাল লাইনের সহিত গোপাল ভাড় মহাশয় আগাইয়া যাইতে যাইতে যমরাজের চেম্বারে প্রবেশ করিবার অনুমতি পাইলেন। যমরাজ গোপালের হাতের ফাইলটি গ্রহন করিয়া পড়িতে পড়িতে প্রশ্ন করিতে লাগিলেন।

যমরাজ : তোমার পেশা হইল ভাড়ামী। তাহা বলিয়া তুমি যমদূতের সহিতও রসিকতা করিবে?
গোপাল : মহারাজ, যমদূতের সহিত রসিকতা ইচ্ছা করিয়া করি নাই। ভুলে হইয়া গিয়াছে। মহারাজ, সকল মায়া ত্যাগ করিয়া নিজের ইচ্ছায় কে আর যমালোকে আসিতে চাহে?

গোপালের দার্শনিক প্রশ্নে যমরাজের মন বেদনায় আর্দ্র হইয়া আসিল।Continue Reading