Decentralization and Balanced Urbanization

Disclaimer:

This blog is translated from the Bengali write up of Professor ASM Mahbub un Nabi (former Faculty, Department of URP, BUET

A balanced distribution of three types of powers is acutely prerequisite for  balanced development, urbanization and distribution of resources of a country. The three types of powers are- political power, administrative power and economic power. Ensuring balanced distributions of these three makes ease the distributions of other powers and resources. Again, the rudimentary of these main three types of power is ‘political power’. Therefore, without the decentralization of the political power, it is impossible to decentralize other types of powers and resources.

The political power of Bangladesh is concentrated geographically in Dhaka and vested individually in the Prime Minister. In these circumstances, it is difficult to realize the success and usefulness of the decentralization of administration and economy.Continue Reading

Why would Begum Khaleda Zia postpone the strike?

People with swaying political affiliation are criticizing BNP chairperson Begum Khaleda Zia for not postponing the declared 60 hours long strikes. But I can not understand their logic:

(1) Mr Inu had been marketing that Sheikh Hasin would make a phone call to Begum Zia since last wednesday. Begum Zia declared the program on Friday evening and Sheikh Hasina have made the call even after 24 hours. Is it a sign of good will?

(2) How one can expect that Begum Zia would happily agree to meet and dine just after getting a phone call, even wrapped with imperfect approach, from Sheikh Hasina? The main agenda between these two is ‘neutral election time government’. Have Hasina brought a single word in an anticipation of that issue?

(3) Since Friday, its already 15 people of 18 party coalition killed by Awami activists and law enforcing agencies till Saturday. So how a leader of that coalition can go for a dinner by stepping over the bloods of the 15 poor people?

(4) Its nothing to give the ‘hartal’ statistics again; which party is in top to call strikes? Apart from them countless soberness are shown by BNP led coalition in the last more than 4.5 years. Then how more to expect?

(5) Finally, even two days back Sheikh Hasina used abusing word for Begum Zia’s family and so like most often. So can just a phone call wipe out all the indecent behavior of Sheikh Hasina?

আকাংক্ষিত ফোনালাপ, অতঃপর…

তিনদিন ব্যাপী বহু জল্পনা-কল্পনা এবং নাটকীয়তার পর অবশেষে সেই বহুল আকাংক্ষিত (মাননীয়া প্রধানমন্ত্রী ও মাননীয়া  বিরোধী দলীয় নেত্রীর মধ্যেকার) ফোনালাপ অনুষ্ঠিত হলো কিছুক্ষন আগে (বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে)। এর আগে মাননীয়া প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছিলো যে দুপুরে মাননীয়া বিরোধী দলীয় নেত্রীর লালফোনে আধঘন্টা চেষ্ঠা করে কথা বলতে পারেন নি। অবশ্য পরে জানা যায় বিরোধী দলীয় নেত্রীর লালফোন বিকল ছিলো এবং তাই পারস্পরিক মাধ্যম থেকে সন্ধ্যায় কথার বলার ব্যাপার নিশ্চিত করা হয়।

ফোনালাপের পূর্নাংগ আউটকাম এখনো জানা যায়নি, তবে বিভিন্ন মিডিয়া সুত্র বলেছে যে মাননীয়া প্রধানমন্ত্রী, মাননীয়া বিরোধী দলীয় নেত্রীকে আগামী সোমবার গনভবনে নৈশভোজের দাওয়াত দিয়েছেন এবং একইসাথে হরতালের কর্মসূচী তুলে নেবার তাগিদ দিয়েছেন। আপাত দৃষ্টিতে আপাতত ‘বল’ মনে হচ্ছে বি এন পি এর কোর্টে গেলো। তবে বিরোধী দলীয় নেত্রীর জবাব এখনো জানা যায়নি।

আশা করি, দুই পক্ষের উইন-উইন অবস্থার মধ্যে দিয়ে জাতির আকাংক্ষা পূরন হবে।

কথামালার রাজনীতি

বঙ্গবন্ধু পরাধীন দেশে বলেছিলেন- ‘তোমাদের যা যা আছে তা দিয়েই লড়াই করবে…ঘরে ঘরে দূর্গ গড়ে তোল’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বাধীনদেশে বললেন- ‘আপনারা কি হাতে চুড়ি পড়ে থাকেন, একটার বদলে দশটা লাশ চাই’

শেখ হাসিনা আবারো স্বাধীনদেশে বললেন- ‘লগি-বৈঠা নিয়ে সমাবেশস্থলে আসতে হবে’ (যদিও স্থলভূমিতে এইগুলার কেন প্রয়োজন পড়লো তা খোলাশা করেননি কিন্তু পরবর্তীতে এইগুলার যথার্থ ব্যবহার তার কর্মিরা করেছে একই দেশের মানুষদের সাপের মত মেরে)

একজন মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ সাদেক হোসেন খোকা স্বাধীনদেশে লগি-বৈঠার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বললেন- ‘আওয়ামী লীগকে এবার আবার লগি-বৈঠার তান্ডব দেখাতে আসলে, তাদের সমুচিত জবাব দেয়া হবে’- এইজন্যে সবাইকে দা-কুড়াল-বল্লম ইত্যাদি নিয়ে প্রস্তুতি নিতে বলেছেন।

অনুসিদ্ধান্তঃ কথামালার রাজনীতি বাংলাদেশে নতুন না। কিন্তু উপরের কোন মন্তব্যগুলা আসলেই জাতির জন্যে বেশি ক্ষতিকর হয়েছিলো তা সচেতন মানুষের কিন্তু ঠিকই বোঝা উচিত। ইন্টারেস্টিং বিষয় হলো শেখ হাসিনা এবং তার দলের নেতারা এইরকম আক্রমনাত্মক ভাষায় কথা বললেও বিরোধী দলের নেত্রী বা তার দলের নেতারা সেইভাবে পারেন না, আবার প্রচারমাধ্যমগুলোতেও সাদেক হোসেন খোকা যেভাবে ভিলেইন হোন, শেখ হাসিনা বা মোফাজ্জল চৌধুরী মায়া হোন না।

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে কিছু ভাবনা

By Faysal Kabir Shuvo
দূঃখজনক হলেও সত্যি যে স্বৈরাচার পরবর্তী প্রতি সরকারের শেষ সময়ের মতোই এই মূহুর্তে বাংলাদেশের রাজনৈতিক অংগনের সবচেয়ে আলোচ্য বিষয় হলো নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। বলাবাহুল্য এইবারের সমস্যার সূত্রপাত হয়েছে বর্তমান সরকারের অনেকটা ‘জোর জবরদস্তি’ আচরনের কারনে। হঠাত করেই নির্বাচনী এজেন্ডা বহির্ভূতভাবে এবং একক সংখ্যাগরিষ্টতার জোরে বিরোধী দলের সাংসদদের অনুপস্থিতিতে জাতীয় সংসদে মাত্র ৪ মিনিটে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়েছে। Continue Reading